বিক্রম ব্যানার্জী, কলকাতা: বহু অপেক্ষার পর শনিবার আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের (2026 Men’s T20 World Cup) দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। সেই দলে সবচেয়ে বড় চমক টেস্ট ও ওয়ানডে দলের অধিনায়ক শুভমন গিলের না থাকা। এদিকে, গোটা বছরে একটানা ব্যর্থতার পরও বিশ্বকাপে ভারতকে নেতৃত্ব দেবেন সূর্যকুমার যাদব। অন্যদিকে গিলের বিকল্প হিসেবে অক্ষর প্যাটেলকে বসানো হয়েছে সহ অধিনায়কের আসনে। এছাড়া দীর্ঘ দু বছর পর বিশ্বকাপের জন্য টি-টোয়েন্টি দলে ফিরেছেন ঈশান কিষাণ। এখন প্রশ্ন, আসন্ন বিশ্বকাপের মঞ্চে কেমন হতে পারে ভারতের প্রথম একাদশ?
কবে থেকে শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপ?
আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নির্ধারিত সূচি বলছে, 2026 এর 7 ফেব্রুয়ারি থেকে শুরু হবে বহু অপেক্ষিত টি-টোয়েন্টি বিশ্বকাপ। চলবে 8 মার্চ পর্যন্ত। এবারে 20 ওভারের বিশ্বকাপের আয়োজক ভারত এবং শ্রীলঙ্কা। দুই দেশের মোট 8টি ভেন্যুতে গড়াবে বিশ্বকাপের ম্যাচগুলি। বলে রাখি, ভারতের প্রথম ম্যাচ রয়েছে 7 ফেব্রুয়ারি, আমেরিকার বিরুদ্ধে। এরপর 12 ফেব্রুয়ারি নামিবিয়ার বিরুদ্ধে, 15 ফেব্রুয়ারি পাকিস্তানের বিরুদ্ধে এবং 18 ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের বিরুদ্ধে নামবে টিম ইন্ডিয়া।
আরও পড়ুনঃ ছেলে, মেয়ে নির্বিশেষে সবাই পাবে মাসে ১৫০০ টাকা! দারুণ প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের
কেমন হতে পারে ভারতের প্রথম একাদশ?
দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে শেষ টি-টোয়েন্টিতে ক্ষমতা দেখিয়েছে ভারত। ব্যাটে বলে উভয় ক্ষেত্রেই মোটামুটি ছন্দে ছিলেন টিম ইন্ডিয়ার প্লেয়াররা। বেশ কয়েকটি রিপোর্ট দাবি করছে, পুরনো সাফল্যকে সঙ্গে নিয়েই টি-টোয়েন্টি বিশ্বকাপেও দল গোছাতে পারে ভারতীয় ম্যানেজমেন্ট। ক্রিক ট্র্যাকার সহ অন্যান্য ক্রীড়া সংবাদমাধ্যমের একাধিক রিপোর্ট অনুযায়ী আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের প্রথম একাদশে ওপেনিং করতে পারেন অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসন। তিন নম্বরে খেলানো হতে পারে তিলক বর্মাকে। 4 নম্বর পজিশনে সূর্যকুমার যাদব, 5 নম্বরে শিবম দুবে, 6 নম্বরে হার্দিক পান্ডিয়া, 7 নম্বরে অক্ষর প্যাটেল, 8 নম্বরে বরুণ চক্রবর্তী, নবম পজিশনে কুলদীপ যাদব এবং শেষে অর্শদীপ সিং ও জসপ্রীত বুমরাহকে রাখা হতে পারে।
অবশ্যই পড়ুন: ফর্মে নেই দুজনের কেউই, তাও কেন বিশ্বকাপে ভারতের দায়িত্বে সূর্যকুমার-অক্ষর?
2026 টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সম্ভাব্য প্রথম একাদশ
অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, তিলক বর্মা, সূর্যকুমার যাদব (অধিনায়ক), শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, বরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব অর্শদীপ সিং ও জসপ্রীত বুমরাহ।