কোনও বিনিয়োগ ছাড়াই মাসে মিলবে ৭০০০, মহিলাদের জন্য দারুণ স্কিম LIC-র

LIC Bima Sakhi Scheme

সৌভিক মুখার্জী, কলকাতা: প্রতিমাসে মোটা টাকা রোজগার করতে চাইছেন? তাহলে আপনার জন্য রইল ধামাকাদার সংবাদ। কারণ, আজ আমরা দেশের সবথেকে বড় বীমা সংস্থা এলআইসির এমন একটি স্কিম নিয়ে কথা বলব যেখানে ৭০০০ টাকা মাসিক আয়ের গ্যারান্টি মিলবে, তাও কোনওরকম বিনিয়োগ ছাড়াই। বিশেষ করে এই স্কিমটি মহিলাদের জন্য, যারা আর্থিকভাবে স্বনির্ভর হতে চায়। বিস্তারিত জানতে অবশ্যই পড়ুন প্রতিবেদনটি।

কোন স্কিমের কথা বলছি আমরা?

আসলে আমরা বলছি এলআইসি বীমা সখী যোজনার (LIC Bima Sakhi Scheme) কথা, যেখানে যোগদানকারী মহিলারা প্রতিমাসে ৭০০০ টাকা আয় করতে পারবে। ২০২৪ সালের ডিসেম্বর মাসের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই স্কিমটি চালু করেছিল। আর এটি মূলত মহিলাদের ক্ষমতায়নের জন্যই চালু করা হয়েছিল। সবথেকে বড় ব্যাপার, এই প্রকল্পে আপনি কোনও বিনিয়োগ না করেই প্রতিমাসে ৭০০০ টাকা করে আয় করবেন।

আরও পড়ুনঃ প্রবল শীতে কাঁপছে উত্তর থেকে দক্ষিণবঙ্গ, ৮ জেলায় সতর্কতা, আজকের আবহাওয়া

আসলে এলআইসি বীমা সখী প্রকল্পটি চালু হওয়ার সাথে সাথে বিরাট জনপ্রিয়তা অর্জন করে। যার প্রমাণস্বরূপ মাত্র এক মাসের মধ্যে ৫০ হাজার মহিলা এতে নাম নথিভুক্ত করে। এই প্রকল্পটি শুধুমাত্র গ্রামের মহিলাদের জন্য নয়, বরং ভারতের সুবিধাবঞ্চিত অঞ্চলে সুবিধা সম্প্রসারণের ক্ষেত্রেও ভূমিকা রাখে। এই স্কিমের আওতায় দেশের মহিলাদের এলআইসি এজেন্ট হওয়ার প্রশিক্ষণ দেওয়া হয়, এবং প্রশিক্ষণ চলাকালীন মোটা অঙ্কের টাকা ভাতা দেওয়া হয়।

কত টাকা করে মিলবে?

এখানে যে সমস্ত মহিলা প্রশিক্ষণ নেবে, তাদেরকে প্রথম বছরে প্রতি মাসে ৭০০০ টাকা, দ্বিতীয় বছরে প্রতি মাসে ৬০০০ টাকা এবং তৃতীয় বছরে প্রতি মাসে ৫০০০ টাকা করে প্রদান করা হয়। এমনকি অন্যান্য সুবিধার মধ্যে প্রশিক্ষণের পর যদি কোনও মহিলা এজেন্ট হিসেবে নিযুক্ত হয়, তাহলে তিনি অতিরিক্ত কমিশন পান। মোদ্দা কথা, যারা প্রতি মাসে মোটা অংকের টাকা আয় করতে চায়, তাদের জন্য এই স্কিম একেবারে ধামাকাদার অপশন।

আরও পড়ুন: ছেলে, মেয়ে নির্বিশেষে সবাই পাবে মাসে ১৫০০ টাকা! দারুণ প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের

আবেদন কীভাবে করবেন?

এলআইসি বীমা সখী স্কিমে অনলাইনের মাধ্যমে আবেদন করা যেতে পারে। পাশাপাশি আপনি এলআইসির নিকটতম কোনও শাখায় গিয়েও আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে প্রয়োজনীয় নথিপত্র সঙ্গে রাখতে হবে। যার মধ্যে বয়সের প্রমাণপত্র, বসবাসের প্রমাণপত্র এবং মাধ্যমিকের মার্কশিট সহ বোর্ডের সার্টিফিকেট দরকার হয়। আর আবেদন করার সময় হয় অবশ্যই নিজের ব্যক্তিগত তথ্য দিয়ে আবেদন ফর্ম পূরণ করতে হয়।

কারা এই স্কিমের জন্য যোগ্য?

এলআইসি বীমা সখী প্রকল্পের জন্য বয়সসীমা লাগে ১৮ থেকে ৭০ বছর। এই বয়সসীমার বাইরে হলে আবেদন করা যাবে না। তবে এক্ষেত্রে উল্লেখ করার বিষয়, আবেদনকারীর স্বামী, সন্তান, বাবা-মা, ভাই-বোন বা শ্বশুরবাড়ির মতো আত্মীয়স্বজনরা এখানে আবেদন করতে পারবে না। এমনকি অবসরপ্রাপ্ত কর্পোরেশন কর্মচারী বা এজেন্টরাও এই স্কিমে আবেদন করতে পারবে না।

Leave a Comment