সিগারেট কিনতে মালগাড়ি থামায় চালক, ভিডিও ভাইরাল হতেই কড়া পদক্ষেপের পথে রেল

Uttar Pradesh

সৌভিক মুখার্জী, কলকাতা: এবার উত্তরপ্রদেশে (Uttar Pradesh) রেলের দায়িত্বজ্ঞানহীন আচরণ নিয়ে বিতর্ক তুঙ্গে। হ্যাঁ, মাত্র এক সপ্তাহের ব্যবধানে দ্বিতীয়বার ব্যক্তিগত প্রয়োজনে ট্রেন থামানো হল যোগীরাজ্যে। আর ইতিমধ্যেই সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আগে এই ধরনের ঘটনা সামনে এসেছিল সীতাপুরে। আর এবার নতুন করে রায়বেরেলি থেকে এমন ঘটনা সামনে আসলো, তাও নাকি সিগারেট কেনার জন্য থামানো হলো মালগাড়িকে। সত্যি কি তাই?

ঘটনাটি কী?

রিপোর্ট অনুযায়ী, রায়বেরেলির উঁচাহার কোতোয়ালি এলাকায় মালকান রেলক্রসিংয়ে একটি মালগাড়ি আচমকা থামিয়ে দেওয়া হয়। জানা গিয়েছে, ওই মালগাড়িটি এনটিপিসি প্রকল্পের কয়লা নামিয়ে ফেরার পথে ছিল। তবে অভিযোগ উঠছে, লোকো পাইলট নাকি সিগারেট আনার জন্য ট্রেনটিকে থামান। যার ফলে ১০ মিনিট ধরে রেল ক্রসিং বন্ধ থাকে। আর এর জেরে দুইপাশে দীর্ঘ যানজট সৃষ্টি হয়, এবং সাধারণ মানুষকে ভোগান্তি পোহাতে হয়। ঘটনাটি ঘটে ১৭ ডিসেম্বর এবং সামনে আসার পর রেল কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে।

সীতাপুরেও একই ছবি

এদিকে এর আগে সীতাপুর জেলার খেরা বাদ এলাকা থেকে সামনে আসে আরও একটি ঘটনা। সেখানে অভিযোগ উঠছে, একটি টাওয়ার ওয়াগন সবজি কেনার জন্য এক রেল ক্রসিংয়ে থামিয়ে দেওয়া হয়। ফলত, হঠাৎ করে গেট বন্ধ হয়ে যাওয়ায় দু’পাশে যানজট সৃষ্টি হয়। তবে সবথেকে বড় ব্যাপার, ওই সময় কোনও ট্রেন চলাচলের সময়সূচি ছিল না। তাই কোনও ঘোষণা বা সতর্কবার্তাও দেওয়া হয়নি। প্রত্যক্ষদর্শীরা বলেন, ইঞ্জিন থেকে রেল কর্মীরা নেমে পাশের দোকান থেকে সবজি কিনতে শুরু করেন।

আরও পড়ুন: ‘ভারত কী চুপ থাকবে?’ হিন্দু হত্যা থেকে বাংলাদেশে অরাজকতা, মুখ খুললেন শেখ হাসিনা

তবে এই দুই ঘটনার ভিডিও স্থানীয় মানুষ রেকর্ড করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছে যা মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায়। আর সেখানে স্পষ্ট দেখা যাচ্ছে, রেল ক্রসিংয়ের মাঝখানে ইঞ্জিন দাঁড়িয়ে রয়েছে। এমনকি দু’পাশে আটকে অসংখ্য গাড়ি। সেই কারণে আমজনতা বিক্ষোভ দেখায় এবং রেল কর্মীদের দায়িত্বহীনতা নিয়ে প্রশ্ন তুলছে। তবে এ বিষয়ে প্রশাসন তদন্ত শুরু করেছে। বিষয়টি খতিয়ে দেখছে বলেই জানানো হয়েছে।

Leave a Comment