KKR-র প্রধান কোচ হিসেবে কতটা যোগ্য অভিষেক নায়ার? নীরবতা ভাঙলেন সহকারি ওয়াটসন

Shane Watson On Abhishek Nayar KKR made big statement

বিক্রম ব্যানার্জী, কলকাতা: নিলাম পর্ব শেষ হয়েছে আগেই। IPL শুরু হওয়ার প্রাক্কালে এবার ঘর গোছানোর পালা দলগুলির। সেই মতোই পুরো দমে চলছে প্রস্তুতি। শক্তিশালী দল গড়তে পিছিয়ে নেই কলকাতা নাইট রাইডার্সও। বরং এগিয়ে থেকেই অন্যদের টেক্কা দিতে চাইছে শাহরুখ খানের এই দল। ইতিমধ্যেই নিলাম থেকে একাধিক দক্ষ প্লেয়ারকে কেনার পাশাপাশি প্রধান কোচ থেকে শুরু করে সহকারী কোচ এবং বোলিং কোচের আসনে নতুন মুখেদের বসিয়েছে KKR ম্যানেজমেন্ট। সেক্ষেত্রে, IPL শুরু হওয়ার আগে স্বাভাবিকভাবেই প্রশ্ন থাকে KKR কে কতটা সঠিক পথে চালনা করতে পারবেন প্রধান কোচ অভিষেক নায়ার (Abhishek Nayar KKR)? দল পরিচালনার ক্ষেত্রে কতটা যোগ্য তিনি? এবার তা নিয়েই মুখ খুললেন নাইটদের নতুন সহকারি কোচ শেন ওয়াটসন। অভিষেকের প্রশংসায় পঞ্চমুখ অজি তারকা।

অভিষেক নয়ারকে প্রশংসায় ভরিয়ে দিলেন ওয়াটসন

গত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে KKR এ গৌতম গম্ভীরের সহকারি ছিলেন অভিষেক নায়ার। আজ সেই আসনে বসেছেন অস্ট্রেলিয়ান মহারথী ওয়াটসন। নায়ার পেয়েছেন গৌতম গম্ভীরের প্রধান কোচের সিংহাসন। কিন্তু এই আসনের জন্য কতটা যোগ্য তিনি? মুখ খুললেন নাইটদের সহকারি কোচ ওয়াটসন। সম্প্রতি কলকাতা নাইট রাইডার্সের ইউটিউব চ্যানেলে কথা বলার সময় ক্রিকেটের প্রতি নায়ারের জ্ঞানের প্রশংসা করেন প্রাক্তন অস্ট্রেলিয়ান ক্রিকেটার।

ওয়াটসন বলেন, “আমি মনে করি অভিষেক নায়ার এই গ্রহের প্রতিটি ক্রিকেটার সম্পর্কে জানেন। ভারতের ঘরোয়া খেলোয়াড়দের সাথে তাঁর বোঝাপড়া দারুণ । তাঁদের পরিসংখ্যান, তাঁরা কোথায় আছেন, বর্তমানে কী করছেন, ক্রিকেটে তাঁদের দখল কতটা এসবই জানেন তিনি। আমি সত্যিই জানি না এর আগে ভারতীয় ক্রিকেট জুড়ে অভিষেক নায়ারের মতো এত জ্ঞানী ব্যক্তি কাউকে পেয়েছি কিনা।”

অবশ্যই পড়ুন: IPL শুরুর আগেই বাবা হলেন ভারতীয় অলরাউন্ডার

এদিন ওয়াটসন আরও বলেন, “নিলামে নামার সময় আমরা পুরোপুরি আত্মবিশ্বাসী ছিলাম। আমরা জানতাম অভিষেক ঠিক বিচক্ষণতার সাথে বেছে বেছে সঠিক এবং দক্ষ প্লেয়ারদের তুলবেন। তিনি আমাকে প্রতিনিয়ত ভিডিও পাঠাচ্ছিলেন। নিলামের আগে এমন প্রস্তুতি আমাদের অনেকটাই আত্মবিশ্বাসী করে তুলেছে। যখন অভিষেকের মতো কেউ গোটা প্রক্রিয়াটিকে নেতৃত্ব দেয় তখন আপনার চিন্তাই করতে হয় না কোন কোন প্লেয়ারকে স্কোয়াডে নিয়ে শক্তিশালী দল গড়া যায়। ও সবটাই করেছে!” এক কথায় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের নতুন সিজনের আগে ওয়াটসনের মতো একজন নামজাদা অস্ট্রেলিয়ান তারকার কথায়, অভিষেক নায়ার একজন পরিচালক বা প্রধান কোচ হিসেবে সত্যিই যোগ্য।

Leave a Comment