বিক্রম ব্যানার্জী, কলকাতা: বড়রা পারলেও এশিয়া কাপের মঞ্চে পাকিস্তানের দুঃখের কারণ হয়ে উঠতে পারেননি ভারতের খুদেরা। রবিবার, অনূর্ধ্ব-19 এশিয়া কাপের ফাইনালে (India Vs Pakistan) দুর্ধর্ষ পারফরমেন্স দেখিয়ে ভারতকে 191 রানে পরাস্ত করে পাকবাহিনী। তাতে একপ্রকার দাগ লেগেছে দেশের সম্মানে। সবচেয়ে অবাক করা বিষয়, একটা সময় পাকিস্তানের ইনিংসের শুরুটা যেখানে একেবারে ধসিয়ে দিয়েছিল ভারত সেখান থেকেই ম্যাচ নিজেদের পকেটে পুরে নেয় গ্রিন আর্মি। কিন্তু ঠিক কোন কারণে এমন লজ্জার পরাজয়ের মুখে পড়তে হলো ভারতীয় দলকে? রইল প্রধান 5 কারণ।
প্রথম কারণ
রবিবার টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ভারত। সেই সূত্রেই ব্যাট করতে নেমে প্রথম দিকে ধাক্কা খেলেও তরুণ ক্রিকেটার সমীর মিনহাসের দুর্ধর্ষ লড়াইয়ে ঘুরে দাঁড়ায় পাকিস্তান। এদিন এই পাক ক্রিকেটার একাই ব্যাট ঘুরিয়ে 113 বলে 172 রানের দুর্ধর্ষ ইনিংস খেলেন। ক্রিকেট মহলের একটা বড় অংশের দাবি, গতকাল ম্যাচ শুরুর পর ভারতের পরাজয় ভাগ্যটা লিখে দিয়েছিলেন তিনিই। তাঁর এই বিরাট রানের পাহাড়ে চেপে টিম ইন্ডিয়াকে 348 রানের লক্ষ্য দেয় পাক দল। যা পূরণ করতে না পারায় এশিয়া কাপ নিজেদের কাছেই রেখে দিল পশ্চিমের দেশ।
দ্বিতীয় কারণ
গতকাল পাকিস্তানের বোলারদের সামনে একেবারে ভেঙে পড়েছিল ভারতের ব্যাটিং অর্ডার। এদিন ওপেনিং করতে নেমে 26 রান করেই মাঠ ছাড়েন বৈভব সূর্যবংশী। এরপর থেকে যারাই এসেছেন প্রায় সকলেই পাক বোলারদের আক্রমণের মুখে হামাগুড়ি দিয়েছেন। একেবারে শেষ মুহূর্তে অবশ্য ধ্বংসস্তূপের ওপর দাঁড়িয়ে লড়াই চালিয়ে গিয়েছিলেন দীপেশ দেবেন্দ্রন। এদিন 36 রান এসেছিল তাঁর ব্যাট থেকে। তবে পাকিস্তানের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েও ভারতকে জেতাতে পারেননি তিনি। এক কথায় ফাইনালে ভারতের পরাজয়ের দ্বিতীয় কারণ দুর্বল ব্যাটিং অর্ডার।
তৃতীয় কারণ
অনূর্ধ-19 এশিয়া কাপের ফাইনালে ভারতের পরাজয়ের আরেক প্রধান কারণ টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেওয়া। হ্যাঁ, পুরনো পরিসংখ্যান ঘাঁটলে জানা যাবে অনূর্ধ্ব 19 এশিয়া কাপে রান আউট হওয়ার একাধিক ইতিহাস রয়েছে। রান তাড়া করে ম্যাচ জেতার দৃষ্টান্ত খুব একটা নেই। বলে রাখি, এই টুর্নামেন্টের ফাইনালে 11 বারের মধ্যে মাত্র দুবার জিততে পেরেছে রান তাড়া করা দল। সে ক্ষেত্রে বলাই যায় টস জিতে ভুল সিদ্ধান্তের কারণেই হারল ভারত।
চতুর্থ কারণ
রবিবার ভারতীয় ব্যাটসম্যানদের মাঠেই টিকতে দেননি পাকিস্তানের বোলাররা। এদিন পাক বোলারদের প্রায় সকলেই দুর্ধর্ষ বোলিং করে ভারতকে চেপে ধরেছিলেন। তাঁদের মধ্যে এগিয়ে রয়েছেন 6.2 ওভার বল করে 4 উইকেট নেওয়া আলি রাজা। এছাড়া নিকাব শফিক বাদে প্রত্যেকেই দুটি করে উইকেট তুলেছিলেন। এক কথায়, পাকিস্তানের আগুনে বোলিংয়ের কারণেই মুখ থুবড়ে পড়েছিল ভারত।
অবশ্যই পড়ুন: KKR-র প্রধান কোচ হিসেবে কতটা যোগ্য অভিষেক নায়ার? নীরবতা ভাঙলেন সহকারি ওয়াটসন
পঞ্চম কারণ
পাকিস্তানের বিরুদ্ধে ফাইনালের মঞ্চে বৈভব সূর্যবংশী থেকে শুরু করে বিহান মালহোত্রা সর্বোপরি অধিনায়ক আয়ুষ মাত্রের উপর ভরসা করেছিল টিম ম্যানেজমেন্ট। তবে এই তিন গুরুত্বপূর্ণ ব্যাটসম্যানই গতকাল ব্যর্থ হয়েছেন। বৈভবের ব্যাটে 26 রান এলেও ব্যর্থতার চূড়ান্ত রূপ দেখিয়েছেন অধিনায়ক আয়ুষ এবং বিহান। এদিন অধিনায়কের ব্যাট থেকে মাত্র 2 রান এবং বিহানের ব্যাট থেকে 7 রান পেয়েছিল দল। যা আদতেই লজ্জার।