বিক্রম ব্যানার্জী, কলকাতা: 2025 একেবারে শেষ প্রান্তে। বছর শেষ হতে আর 9 দিন বাকি। তারপরই নতুন বছরকে স্বাগত জানাবেন সকলে। তবে ডিসেম্বর শেষ হওয়ার আগে বেশ কয়েকটি প্রয়োজনীয় কাজ না করলে বন্ধ হয়ে যেতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্টে থেকে পেনশন। হ্যাঁ, ভারত সরকারের ঘোষণা অনুযায়ী 31 ডিসেম্বর তারিখের মধ্যে নির্দিষ্ট কয়েকটি কাজ সম্পূর্ণ না হলে জরিমানার পাশাপাশি বড়সড় ক্ষতির মুখে পড়তে পারেন আমজনতা (December 31 Deadline India)। দেখে নিন কোন কোন কাজ চলতি মাসের শেষ তারিখের আগে করে ফেলতে হবে!
31 ডিসেম্বরের মধ্যেই করে ফেলুন এই কাজগুলি-
আইটিআর ফাইলিং
ভারত সরকারের ঘোষণা অনুযায়ী, এখনও পর্যন্ত যারা 2024-25 আর্থিক বছরের আয়কর রিটার্ন দাখিল করেননি তাঁদের হাতে 31 ডিসেম্বর পর্যন্ত সময় রয়েছে। ভারতীয় আয়কর বিভাগের নিয়ম অনুযায়ী, আগামী 31 তারিখের মধ্যে 2025 বিলযুক্ত আইটিয়ার ফাইলিং করে নেওয়া বাধ্যতামূলক। কোনও ভাবে যদি নির্দিষ্ট তারিখের মধ্যে এই কাজ না করতে পারেন সে ক্ষেত্রে পরবর্তীতে জরিমানা দিয়ে তবে এই কাজ করতে হবে। তাতে বাড়বে সমস্যা। শুধু তাই নয়, যাঁদের আইটিআর ফাইলে নাম, ঠিকানা, অথবা অন্য কোনও বিবরণ ভুল রয়েছে তারা 31 তারিখের মধ্যেই সংশোধন করে নেওয়ার শেষ সুযোগ পাবেন।
প্যান-আধার লিঙ্ক
বিগত দিনগুলিতে প্যানকার্ড এবং আধার কার্ড লিঙ্ক করার জন্য বারবার সতর্ক করে এসেছে ভারত সরকার। কিন্তু তাতেও সচেতন হননি অনেকে। এমন অনেকেই রয়েছেন যাদের প্যান কার্ডের সাথে আজও আধার কার্ড লিঙ্ক নেই। মূলত তাঁদেরই শেষ সুযোগ দিচ্ছে সরকার। আগামী 31 ডিসেম্বরের মধ্যে প্যান এবং আধার লিঙ্ক করিয়ে ফেলতে হবে সকলকে। এই নির্দিষ্ট তারিখের মধ্যে যদি এই কাজ না করতে পারেন সেক্ষেত্রে নতুন বছরেই বন্ধ হয়ে যেতে পারে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এছাড়াও পরবর্তীতে এই কাজ করতে গেলে 1,000 টাকা ফাইন দিয়ে তবেই আধার প্যান লিঙ্ক করানো যাবে।
অবশ্যই পড়ুন: এই ৫ কারণে এশিয়া কাপে পাকিস্তানের কাছে হারল ভারত
ব্যাঙ্ক লকার ও পেনশন
যে সমস্ত গ্রাহকদের ব্যাঙ্ক লকার রয়েছে তাদের জন্যই নতুন নির্দেশিকা জারি করেছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। RBI এর সাম্প্রতিক ঘোষণা অনুযায়ী, সমস্ত ব্যাঙ্ক লকার হোল্ডারদের তাদের ব্যাঙ্কের সাথে লকার চুক্তি আপডেট করিয়ে নিতেই হবে। এই কাজের জন্য 31 ডিসেম্বর পর্যন্ত সময় পাবেন গ্রাহকরা। নির্দিষ্ট তারিখের মধ্যে এই কাজ না করতে পারলে পরবর্তীতে ব্যাঙ্ক লকার নিয়ে সমস্যায় পড়তে পারেন।
ব্যাঙ্কিং পরিষেবা ছাড়াও পেনশনভীদের জন্য 31 ডিসেম্বর তারিখটি গুরুত্বপূর্ণ হতে চলেছে। সরকারি ঘোষণা অনুযায়ী, পেনশনের নিরবিচ্ছিন্ন সুবিধা বজায় রাখতে অর্থাৎ পেনশনের টাকা ঠিকমত পেতে হলে লাইভ সার্টিফিকেট বা জীবন শংসাপত্র জমা দেওয়া বাধ্যতামূলক। যাঁরা গত নভেম্বরের মধ্যে এই কাজটি করতে পারেননি তাঁদের হাতে আর মাত্র 9 দিন সময় রয়েছে। আগামী 31 ডিসেম্বরের মধ্যে এই কাজ করতে না পারলে আটকে যেতে পারে পেনশনের টাকা।