SIR নিয়ে ওনার মিথ্যাচারকে কেউ পাত্তা দিচ্ছে না! নেতাজি ইনডোরে মমতার মন্তব্যের পাল্টা শুভেন্দু

Suvendu Adhikari

প্রীতি পোদ্দার, কলকাতা: গত ১৬ নভেম্বর SIR এর খসড়া ভোটার তালিকা প্রকাশের পরই রাজ্য রাজনীতিতে নতুন করে চাপানউতোর তৈরি হয়েছে। কারণ খসড়া ভোটার তালিকায় প্রায় ৫৮ লক্ষের বেশি নাম বাদ পড়েছে। ভবানীপুর কেন্দ্রেও বাদ গিয়েছে অনেক নাম, সেই কারণে তালিকা প্রকাশের দিনই ভবানীপুরে দলের বুথ লেভেল এজেন্টদের সঙ্গে বৈঠক করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এই আবহে আজ কলকাতার ১১টি বিধানসভা সহ উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং হুগলির বাছাই করা কিছু এলাকার BLA-দের নিয়ে নেতাজি ইনডোরে বৈঠক করেন মমতা। এবার সেই বৈঠককে নিয়ে কটাক্ষ করলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।

SIR নিয়ে মমতাকে কটাক্ষ শুভেন্দুর

সোমবার BLA দের বৈঠকের মঞ্চ থেকে নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে ফের সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি প্রকল্পকে কেন্দ্র করে এবং ভোটার তালিকায় নাম বাদ দেওয়া নিয়ে কেন্দ্রীয় সরকারের দিকেও নিশানা করেছেন মুখ্যমন্ত্রী। আর সেই খবর প্রকাশ্যে আসতেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়ে দিলেন যে, SIR নিয়ে নিজেই বেসামাল অবস্থায় পড়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর সেই কারণেই এই বৈঠক করা হয়েছে বলে তিনি দাবি করলেন। এদিন শুভেন্দু অধিকারী আরও বলেছেন যে প্রথম থেকেই মিথ্যাচার করে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। CAA-কে NRC-র সঙ্গে গুলিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন। এখনও তাই করছিলেন। কিন্তু মানুষ সব বুঝে গেছে। কেউই আর তাঁর মিথ্যাচারে গুরুত্ব দিচ্ছে না।”

মেসিকাণ্ড নিয়েও মমতাকে নিশানা শুভেন্দুর

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার নেতাজি ইনডোর স্টেডিয়ামে বিএলএ এবং বিএলএ-২দের নিয়ে বৈঠক করার সময় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে নিয়ে কটাক্ষ করেছিলেন। এবার সেই প্রসঙ্গ তুলে শুভেন্দু অধিকারী জানান, “উনি আরিজ আফতাবকে রেখে রাজ্যের মানুষকে ঠকিয়েছিলেন। উনি রাজীব সিনহার মত অফিসারকে রাজ্য নির্বাচন কমিশনার অফিসে বসিয়ে যা করেছিলেন এখন সেটা করতে পারছেন না, তাই অমিত শাহকে আক্রমণ করছেন।” এছাড়াও শুভেন্দু অধিকারী এদিন যুবভারতী স্টেডিয়ামের মেসিকাণ্ড নিয়েও মমতাকে এদিন খোঁচা দিয়েছিলেন।

আরও পড়ুন: বিরাট কোহলির বেতনের ৪ গুণের বেশি, ভারতে আসতে মেসি কত টাকা নিয়েছে জানেন?

প্রসঙ্গত, রাজ্যে ভোটারদের খসড়া তালিকা প্রকাশের পরে এসআইআর-এর দ্বিতীয় অধ্যায় শুরু হয়েছে। শুনানির জন্য ভোটারদের নোটিস পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে কমিশন। এ অবস্থায় সোমবার কলকাতায় নেতাজি ইন্ডোরে। কমিশনের অফিস থেকে বিজেপির এজেন্ট ইচ্ছামতো নাম বাদ দিচ্ছে বলে অভিযোগ তুললেন তিনি। একইসঙ্গে কৃত্রিম মেধা ব্যবহার করে ভোটার তালিকায় কারচুপি করা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তৃণমূলনেত্রী। তবে এখনও এই অভিযোগ নিয়ে নির্বাচন কমিশনের তরফে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।।

Leave a Comment