সুদ থেকেই আয় হবে ৪ লাখ ৩৫ হাজার! দারুণ সুযোগ দিচ্ছে SBI-র ফিক্সড ডিপোজিট

SBI FD Scheme

সৌভিক মুখার্জী, কলকাতা: বিনিয়োগের ক্ষেত্রে বেশিরভাগ লোকই ফিক্সড ডিপোজিটকে প্রাধান্য দেয়। কারণ, এখানে সরকারের গ্যারান্টি এবং মোটা অংক রিটার্ন পাওয়া যায়। তবে আপনি যদি সিনিয়র সিটিজেন হন, তাহলে স্টেট ব্যাঙ্কের এফডি স্কিম হতে পারে দারুণ সুযোগ (SBI FD Scheme)। হ্যাঁ, ৬০ বছর বা তাঁর বেশি বয়সী নাগরিকদের ক্ষেত্রে এখানে মোটা অংকের টাকা রিটার্ন মিলছে। ৭ দিন থেকে ১০ বছর, বিভিন্ন মেয়েদের ফিক্সড ডিপোজিট রয়েছে এসবিআই-এর, যেখানে মেয়াদ অনুযায়ী ভিন্ন হারে সুদ পাওয়া যায়। জানুন হিসাব।

এক বছরের ফিক্সড ডিপোজিটে কত রিটার্ন মিলবে?

ভারতীয় স্টেট ব্যাঙ্কের এক বছরের ফিক্সড ডিপোজিট স্কিমে প্রবীণ নাগরিকরা বর্তমানে ৭.৩০% হারে সুদ পাচ্ছে। তাই যদি কেউ এই স্কিমে ৫ লক্ষ টাকা বিনিয়োগ করতে পারে, তাহলে সে ম্যাচিউরিটির সময় ৫,৩৬,৫০০ টাকা রিটার্ন পাবে। এমনকি যদি ১০ লক্ষ টাকা বিনিয়োগ করা যায়, তাহলে তা বেড়ে দাঁড়াবে ১০,৭৩,০০০ টাকা। আর বেশি অঙ্কের টাকা বিনিয়োগ করলে তো আরও মোটা অংকের টাকা রিটার্ন আসবে।

তিন বছরের এফডিতে কত রিটার্ন?

বর্তমানে ভারতীয় স্টেট ব্যাঙ্ক তিন বছরের ফিক্সড ডিপোজিট স্কিমে প্রবীণ নাগরিকদের ৭.২৫% হারে সুদ দিচ্ছে। ফলে তিন বছরের এফডিতে যদি কেউ ৫ লক্ষ টাকা বিনিয়োগ করে, তাহলে সে ৬,১৬,৮২৫ টাকা রিটার্ন পাবে, এবং ১০ লক্ষ টাকা বিনিয়োগ করলে সে রিটার্ন ভাবে ১২,৩৩,৬৫০ টাকা। এবার যদি কেউ তার থেকে বেশি টাকা বিনিয়োগ করতে পারে, তাহলে তো আর ফিরে তাকাতে হবে না।

পাঁচ বছরের এফডিতে কত রিটার্ন?

স্টেট ব্যাঙ্ক পাঁচ বছরের এফডিতে সিনিয়র সিটিজেনদের মোটা অংকের টাকা রিটার্ন দিচ্ছে। কারণ, এই মেয়াদে প্রবীণ নাগরিকরা ৭.৫০% হারে সুদ পাবে। সেক্ষেত্রে, যদি ৫ লক্ষ টাকা বিনিয়োগ করা যায় তাহলে ম্যাচিউরিটির পর তা দাঁড়াবে ৭,১৭,৮১৪ টাকায়, এবং ১০ লক্ষ টাকা বিনিয়োগ করলে পাওয়া যাবে ১৪,৩৫,৬২৯ টাকা। পাশাপাশি বেশি টাকা বিনিয়োগ করলে আরও বেশি পরিমাণ রিটার্ন পাওয়া যাবে।

আরও পড়ুন: ১৪০ টাকাতেই ঘুরে গেল ভাগ্য, লটারিতে ১ কোটি জিতে থানায় সমবায় ব্যাঙ্ক কর্মী

বলে রাখি, প্রবীণ নাগরিকদের ভারতীয় স্টেট ব্যাঙ্ক একাধিক সুবিধা থাকে। বিনিয়োগকারীরা তাদের প্রয়োজন অনুযায়ী বিনিয়োগের সময়কাল বেছে নিতে পারবে। এর পাশাপাশি দরকার পড়লে ঋণ নেওয়ার সুবিধা থাকে। হ্যাঁ, বিনিয়োগকারীরা তাঁদের ফিক্সড ডিপোজিটের উপর ৯০% পর্যন্ত ঋণ নিতে পারে। এমনকি আপনি যখন ইচ্ছা এফডি ভাঙতে পারবেন। অর্থাৎ, জরুরি প্রয়োজনে কোনওরকম আর্থিক সমস্যা হবে না। আর সরকারের নিরাপত্তা তো রয়েছেই। তাই যদি আপনি প্রবীণ নাগরিক হয়ে থাকেন, তাহলে আজই এসবিআই-এর এফডিতে বিনিয়োগ করুন এবং চিন্তামুক্ত হন।

Leave a Comment