সামসেরগঞ্জে হরগোবিন্দ, চন্দন দাস খুনে ১৩ জন দোষী সাব্যস্ত, আগামীকালই সাজা ঘোষণা

Murshidabad

প্রীতি পোদ্দার, কলকাতা: মুর্শিদাবাদের (Murshidabad) সামশেরগঞ্জে হরগোবিন্দ দাস ও চন্দন দাসকে খুনের ঘটনায় নয়া মোড়! দীর্ঘ শুনানি এবং বিচার প্রক্রিয়া চলার পর অবশেষে আজ অর্থাৎ সোমবার ১৩ জনকে দোষী সাব্যস্ত করল জঙ্গিপুর মহকুমা আদালত। জানা গিয়েছে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার দোষীদের সাজা ঘোষণা করবে আদালত। ২৬ এর বিধানসভা নির্বাচনের আগে এই রায় নিয়ে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে বঙ্গের রাজনীতিতে।

ওয়াকফ হিংসার বলি বাবা ও ছেলের

চলতি বছর গত এপ্রিলে ওয়াকফ আইন লাগু হওয়ার পর প্রতিবাদের পথে শামিল হয়েছিল সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষজন। মুর্শিদাবাদ, মালদহ, সুন্দরবন এলাকায় অশান্তির ছবি দেখা গিয়েছিল। এমতাবস্থায় গত ১২ এপ্রিল সামশেরগঞ্জের জাফরাবাদে ওয়াকফ হিংসায় প্রাণ গিয়েছিল জাফরাবাদের বাসিন্দা হরগোবিন্দ দাস এবং চন্দন দাস। তাঁরা সম্পর্কে বাবা-ছেলে। অভিযোগ ওঠে, বিক্ষোভের মাঝে পড়ে যাওয়ায় বাবা হরগোবিন্দ দাস ও ছেলে চন্দন দাসকে কুপিয়ে খুন করা হয়। সেই ঘটনা নিয়ে রীতিমত উত্তাল পরিস্থিতি তৈরি হয়েছিল রাজনৈতিক অন্দরে।

১৩ জনকে দোষী সাব্যস্ত বিচারপতির

এরপর জাফরাবাদের হত্যাকাণ্ডের ঘটনার তদন্তে সিট গঠন করেছিল পুলিশ। একাধিক ব্যক্তিকে এই ঘটনায় গ্রেপ্তার করা হয়েছিল। এর পরে বিচারপ্রক্রিয়া শুরু হয়। রিপোর্ট মোতাবেক আজ অর্থাৎ সোমবার এই মামলায় গুরুত্বপূর্ণ রায় ঘোষণা করেন বিচারক অমিতাভ মুখোপাধ্যায়। এই হত্যাকাণ্ডের ঘটনায় বিচারপতি সরাসরি ১৩ জনকে দোষী সাব্যস্ত করেন তিনি। এদিকে এই রায় ঘোষণার পরেই আদালত চত্বরে উপস্থিত ধৃতদের পরিজনরা কান্নায় ভেঙে পড়েন। আগামীকাল মঙ্গলবার সাজা ঘোষণা হবে। দোষীদের তরফে আইনজীবী জানিয়েছেন, সাজা ঘোষণার পর প্রয়োজনে উচ্চতর আদালতের আপিল করতে পারেন তাঁরা।

আরও পড়ুন: SIR নিয়ে ওনার মিথ্যাচারকে কেউ পাত্তা দিচ্ছে না! নেতাজি ইনডোরে মমতার মন্তব্যের পাল্টা শুভেন্দু

প্রসঙ্গত, সামসেরগঞ্জের জাফরাবাদ গ্রামের জোড়া খুনের ঘটনায় দীর্ঘদিন ধরে জঙ্গিপুর আদালতে শুনানি চলে আসছে। একাধিক সাক্ষী, ফরেনসিক রিপোর্ট, পুলিশি তদন্ত রিপোর্ট এবং অন্যান্য তথ্যপ্রমাণের ভিত্তিতে আদালত অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হয়েছিল। শুধু তাই নয় বিচারপ্রক্রিয়া চলাকালীন আদালতে একাধিক গুরুত্বপূর্ণ সাক্ষ্য উঠে আসে, যা মামলার মোড় ঘুরিয়ে দেয়। এবার দেখার পালা আগামীকাল বিচারপতি এই ১৩ জন ধৃতের বিরুদ্ধে কি শাস্তি ঘোষণা করে।

Leave a Comment