সৌভিক মুখার্জী, কলকাতা: হিমাচল প্রদেশের রাজধানী শিমলার সবথেকে বড় সরকারি হাসপাতাল ইন্দিরা গান্ধী মেডিকেল কলেজ ও হাসপাতালে ঘটে গেল এক চাঞ্চল্যকর ঘটনা, যার ভিডিও ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া ভাইরাল (Doctor And Patient Viral Video)। ১৬ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যাচ্ছে, এক রোগীকে চিকিৎসক তুমুল মারধর করছেন। আর এই দৃশ্য সামনে আসতেই রাজ্যের স্বাস্থ্যব্যবস্থা এবং হাসপাতালের নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন উঠছে।
ঠিক কী ঘটেছিল হাসপাতালে?
একাধিক রিপোর্ট অনুযায়ী প্রাপ্ত তথ্য অনুযায়ী, চিকিৎসার জন্য আসা এক রোগী ওই হাসপাতালে ভর্তি হয়েছিলেন। তবে কোনও একটি বিষয় নিয়ে রোগী এবং চিকিৎসকের মধ্যে প্রথমে কথা কাটাকাটি হয়। অভিযোগ ওঠে, সেই বিবাদ খুব দ্রুত হাতাহাতি গড়ায়। ভাইরাল হওয়া ভিডিওতে স্পষ্ট দেখা যাচ্ছে, হাসপাতালের বেডে শুয়ে থাকা রোগী চিকিৎসককে লাথি মারছে। এরপর চিকিৎসকও ক্ষিপ্ত হয়ে রোগীর উপর চড়াও হয়। এমনকি বেডে শুয়ে থাকা অবস্থায় রোগীকে একাধিক ঘুষি মারতে দেখা যায় ওই চিকিৎসককে।
IGMC शिमला में डॉक्टर और मरीज के बीच हाथापाई… pic.twitter.com/ZeA296nARQ
— Rajesh Sharma (@sharmanews778) December 22, 2025
আর এই ঘটনার ভিডিও দ্রুত সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে। এমনকি নেট নাগরিকরা তা শেয়ার করতেও শুরু করে। রাতারাতি ভাইরাল হয় সেই ভিডিও। রাজ্যের সবথেকে বড় হাসপাতালে ডাক্তারের এই ধরনের আচরণ সামনে আসতে স্বাস্থ্য দপ্তর এবং হাসপাতাল কর্তৃপক্ষ নড়েচড়ে বসেছে। এমনকি ভিডিও প্রকাশের পর সাধারণ মানুষও ক্ষোভ উগড়ে দিচ্ছে। অনেকে কমেন্ট করছে, হাসপাতালের ডাক্তাররা যদি রোগীদের সঙ্গে এরকম আচরণ করে, তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়?
আরও পড়ুন: ভরপুর ফিচার্স, জানুয়ারিতে বাজেটের মধ্যে আসছে ধামাকাদার সব গাড়ি, রইল লিস্ট
তবে রোগীর পরিবার দাবি করছে, তারা এন্ডোস্কোপি করানোর জন্যই হাসপাতালে এসেছিলেন। কিন্তু কোন জায়গায় রোগী শুয়ে থাকবে তা নিয়ে প্রথমে চিকিৎসকের সাথে বিবাদ শুরু হয়। অভিযোগ ওঠে, চিকিৎসক রোগীর সঙ্গে অসম্মানজনক এবং কড়া আচরণ করেন। আর রোগী তা প্রতিবাদ করলে চিকিৎসক আবার উল্টে মারধর শুরু করেন। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ এখনও পর্যন্ত এ বিষয়ে কোনওরকম আনুষ্ঠানিক বিবৃতি জারি করেনি।