বড়দিনের আগেই দক্ষিণবঙ্গে শীতের কামড়, কেমন থাকবে আগামীকালের আবহাওয়া?

Weather Update

প্রীতি পোদ্দার, কলকাতা: বড়দিনের আগেই রাজ্য জুড়ে শীতের (Weather Update) পরশ লেগেছে। ঠান্ডায় রীতিমতো জবুথবু জেলা থেকে শহর। পৌষের শুরুতে এত দিন ধরে ভোরের দিকে তাপমাত্রা কম থাকলেও বেলা বাড়তেই তাপমাত্রা বেড়ে যাচ্ছিল। কিন্তু গত শনিবারের পর থেকে চিত্রটা খানিক পাল্টেছে। সকালের দিকে কুয়াশা, সঙ্গে দিনভর উত্তুরে হাওয়ার দাপটে দিনের তাপমাত্রা অনেকটা কমে গিয়েছে। এমতাবস্থায় বড়দিনের আগে আরও নামতে চলেছে পারদ, এমনকি আগামী দু’দিন কুয়াশার সতর্কতাও জারি করা হয়েছে রাজ্য জুড়ে।

এই মুহূর্তে রাজ্যজুড়ে শুষ্ক আবহাওয়া বিরাজ করেছে। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের কয়েকটি জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমেছে। আবহাওয়া দপ্তরের মতে, উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের কিছু এলাকায় রবিবারের সর্বনিম্ন তাপমাত্রা স্বাভাবিকের থেকে কম ছিল। আবার কয়েকটি জায়গায় স্বাভাবিকের তুলনায় বেশি লক্ষ্য করা গিয়েছে। আজও সেই একই তাপমাত্রা বজায় রয়েছে উত্তর থেকে দক্ষিণে। আশা করা হচ্ছে বছরের শেষ দিন পর্যন্ত এমনই আবহাওয়া থাকবে রাজ্য জুড়ে। এক নজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া

দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটির অনুযায়ী আগামীকাল অর্থাৎ সোমবার কলকাতা সহ দক্ষিণবঙ্গে ভরপুর শীতের আমেজ বজায় থাকবে। তার সঙ্গে বজায় থাকবে কুয়াশার দাপট। আগামী দু’দিন রাজ্যের সর্বত্র কুয়াশার সতর্কতা রয়েছে। সকালের দিকে দৃশ্যমানতা ২০০ মিটারে নেমে যেতে পারে। আশা করা যাচ্ছে কুয়াশা কমলে তাপমাত্রা খানিকটা বাড়বে। তবে এখনই পরবর্তী দু’-তিন দিনে তাপমাত্রায় বড়সড় হেরফেরের কোনো সম্ভাবনা নেই। তবে বড়দিনে দক্ষিণবঙ্গে ফের তাপমাত্রা কমে যেতে পারে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন: সুদ থেকেই আয় হবে ৪ লাখ ৩৫ হাজার! দারুণ সুযোগ দিচ্ছে SBI-র ফিক্সড ডিপোজিট

উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া

উত্তরবঙ্গের একাধিক জেলায় আপাতত শুষ্ক আবহাওয়া বজায় থাকার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদহ সব জায়গায় আগামীকাল শীতের আবহ বজায় থাকবে বলেই জানা গিয়েছে। এছাড়াও ভোর ও সকালবেলা কয়েকটি এলাকায় হালকা থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। যার ফলে দৃশ্যমানতা কমে ২০০ মিটারের মধ্যে নেমে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Leave a Comment