সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২২ ডিসেম্বর, সোমবার। হুমায়ুন কবীরের দল ঘোষণা, দেশের SHANTI বিল, গঙ্গাসাগর মেলা, দেশ-বিদেশ, প্রযুক্তি, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।
১০) ৩১ ডিসেম্বরের মধ্যে এই কাজ না করলে বন্ধ হবে সবকিছু
চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত কিছু গুরুত্বপূর্ণ কাজ না করলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে শুরু করে পেনশন বন্ধ হয়ে যেতে পারে। হ্যাঁ, ২০২৪-২৫ অর্থ বছরের জন্য যারা আয়কর রিটার্ন দাখিল করেননি, তাদের জন্য শেষ সুযোগ ৩১ ডিসেম্বর। এর পাশাপাশি প্যান এবং আধার লিঙ্ক করানো বাধ্যতামূলক। না করা হলে নতুন বছরে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে এবং ১০০০ টাকা জরিমানা নেওয়া হতে পারে। পাশাপাশি ব্যাঙ্ক লকার হোল্ডারদের চুক্তি, আপডেট এবং পেনশনভোগীদের লাইফ সার্টিফিকেট জমা করতে হবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৯) রাজ্যে অনলাইন জুয়াতে প্রতিদিন লেনদেন ১৫০ কোটি
পশ্চিমবঙ্গে অনলাইন জুয়া এবং শাট্টার কারবার এতটাই বেড়েছে যে ডিরেক্টর অফ ইকোনমিক অফেন্সেসের তদন্তে জানা গিয়েছে, প্রতিদিন নাকি ১৫০ কোটি টাকা করে লেনদেন হচ্ছে। বেআইনি অ্যাপ এবং ওয়েবসাইটের মাধ্যমে রাজ্যের পাশাপাশি ভিন রাজ্য থেকেও বিভিন্ন রকম অর্ডার আসছে। বিশেষ করে দুই মেদিনীপুর, পুরুলিয়া এবং বাঁকুড়ায় ঘন্টায় ঘন্টায় এই অ্যাকাউন্ট খোলা হচ্ছে। ব্যবসায়ীরা বৈধ ব্যবসার আড়ালে জুয়ার সঙ্গে যুক্ত বলে রিপোর্ট। ব্যাঙ্ক লেনদেন বিশ্লেষণ করে বিভিন্ন রকম পদক্ষেপণ নেওয়া হচ্ছে এবার। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৮) বাংলাদেশের পরিস্থিতি নিয়ে মুখ খুললেন শেখ হাসিনা
বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্পষ্ট বলেছেন, বাংলাদেশে চলমান হিংসা আর অরাজকতার জন্য একমাত্র ইউনূস সরকার দায়ী। হাদির মৃত্যু, হিন্দু সংখ্যালঘুদের উপর অত্যাচার এবং সন্ত্রাসী কর্মকান্ডের কারণে বর্তমানে দেশের অবস্থা অস্থিতিশীল। তিনি জানিয়েছেন, ভারতের সঙ্গে সম্পর্ক এর ফলে খারাপ হচ্ছে এবং সীমান্তে কোনওভাবেই শান্তি বজায় রাখা যাচ্ছে না। শেখ হাসিনা বলেছেন, ইউনূস সরকার চরমপন্থীদেরকে উত্থান করেছে। নিরাপত্তা নিশ্চিত করতেও ব্যর্থ। তিনি মনে করেছেন, স্থায়ী গণতন্ত্র সরকার এলে বাংলাদেশে নিরাপত্তা ফিরবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৭) শেখ শাহজাহানের সাক্ষীকে খুনের চেষ্টার অভিযুক্ত গ্রেফতার
সন্দেশখালিতে তৃণমূল নেতা শেখ শাহজাহানের মামলায় সাক্ষী ভোলানাথ ঘোষকে খুনের চেষ্টার ঘটনায় এবার নতুন মোড়। মূল অভিযুক্ত আলিম মোল্লাকে মিনাখাঁ থেকে গ্রেফতার করা হয়েছে ন্যাজেট থানার পুলিশের তরফ থেকে। আলিমের আগে উত্তম সরদার, রুহুল কুদ্দুস তরফদার, গোলাম হোসেন মোল্লা ও নজরুল মোল্লাকে গ্রেফতার করা হয়েছিল। আলিম ছিলেন সেই ট্রাকের চালক, যিনি ভোলা ঘোষের গাড়িতে সরাসরি ধাক্কা দিয়েছিল। পুলিশ তাঁদের জেরা করবে হামলার পরিকল্পনা বা অন্য কারও সংশ্লিষ্টতা রয়েছে কিনা। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৬) তৃণমূল কর্মীর স্ত্রীর সাথে পরকীয়া পঞ্চায়েত সদস্যের
দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে তৃণমূল কর্মী দীপঙ্কর দাস তাঁর স্ত্রীর পরকীয়ার সম্পর্কে প্রকাশ্যে দেখে অবাক হলেন। স্ত্রীর সম্পর্ক ধরা পড়ে পঞ্চায়েত সদস্য রিপন হালদারের সঙ্গে। এমনকি দীপঙ্কর পরিবারের লোকজনকে সঙ্গে নিয়ে স্ত্রীর সঙ্গে রিপনের বিয়েও দিয়ে দেন। এই ঘটনার ছবি ছড়িয়ে পড়ার পর এলাকায় চরম উত্তেজনা সৃষ্টি হয়েছে। তবে তৃণমূল সদস্য রিপন এবং স্ত্রী গোলাপি মজুমদার, দুজনেই এই সম্পর্ক অস্বীকার করেছেন এবং অভিযোগ দায়ের করেছেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৫) বাংলাদেশের এনসিপি নেতাকে গুলি
বাংলাদেশের খুলনায় জাতীয় নাগরিক পার্টি নেতা মোতালেক শিকদারকে গুলি করে গুরুতরভাবে আহত করা হয়েছে। সোমবার সোনাডাঙ্গায় দুষ্কৃতীরা তাঁর মাথায় লক্ষ্য করে গুলি চালিয়েছে। পরে খুলনা মেডিকেল কলেজে ভর্তি করা হয় তাকে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সিটি স্ক্যানের জন্য শেখপাড়া ইমেজিং সেন্টারে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। উল্লেখ্য, এর আগে ঢাকায় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদিকে গুলি করা হয়েছিল এবং পরে সিঙ্গাপুরে তাঁর মৃত্যু হয়। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৪) পারমাণবিক শক্তি খাতে এবার আসলো SHANTI বিল
ভারতের পারমাণবিক শক্তি খাতে এবার বিরাট পরিবর্তন আনল SHANTI বিল, যা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সম্মতিক্রমে আইনে পরিণত হয়েছে। SHANTI বিলের সম্পূর্ণরূপ হল Sustainable Harnessing and Advancement of Nuclear Energy for Transforming India।। এর মাধ্যমে প্রথমবারের মতো বেসরকারি সংস্থাগুলিকে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে এবার বিনিয়োগ করার সুযোগ দেওয়া হবে। কিন্তু সরকারি লাইসেন্স বাধ্যতামূলক। ২০১০ সালের সিভিল লাইয়াবিলিটি ফর নিউক্লিয়ার ড্যামেজ আইনও বাতিল করে দেওয়া হয়েছে। কিন্তু কিছু সংবেদনশীল কাজগুলি সরকার পরিচালনা করবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
৩) নতুন দল ঘোষণা করলেন হুমায়ুন কবীর
হুমায়ুন কবীর তৃণমূল থেকে সাসপেন্ড হওয়ার ১৮ দিনের মাথায় নতুন দল জনতা উন্নয়ন পার্টি ঘোষণা করলেন। দলের পতাকায় হলুদ, সবুজ এবং সাদা রং রয়েছে। মির্জাপুর মোড়ে অনুষ্ঠিত জনসভার মাধ্যমে তিনি দলের নাম পতাকা এবং কর্মসূচি প্রকাশ করেছেন। দল তৃণমূল এবং বিজেপি বিরোধী সমস্ত শক্তির জন্যই উন্মুক্ত থাকবে। ২০২৬ বিধানসভা নির্বাচনে ৯০টি আসনে জেতার লক্ষ্য নির্ধারণ করেছেন তিনি। এমনকি বিভিন্ন কেন্দ্রে দলের প্রার্থী হিসেবে হুমায়ুন কবীর, মুস্তারা বিবি, মনীষা পাণ্ডে ও সিরাজুল মন্ডল লড়বেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
২) গঙ্গাসাগর মেলা উপলক্ষে বড়সড় উদ্যোগ নবান্নের
গঙ্গাসাগর মেলা ২০২৬ কে সামনে রেখে এবার নবান্ন জোড় প্রস্তুতি শুরু করল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেলার আগে সমস্ত পরিকাঠামো কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। বাবুঘাট থেকে কাকদ্বীপ এবং কচুবেড়িয়া থেকে মেলা প্রাঙ্গণ পর্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা সংস্কার করা হচ্ছে। প্রায় ৫০ কিলোমিটার রাস্তা মেরামত এবং বিকল্প পথ তৈরির কাজে চালানো হচ্ছে। পাশাপাশি লট-৮, বেণুবন ও কচুবেড়িয়ার জেটি ঘাট সংস্কার এবং অস্থায়ী জেটি নির্মাণকার্য শুরু হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন
১) রিজার্ভ ব্যাঙ্কের হস্তক্ষেপের কারণে ঘুরে দাঁড়াল ভারতীয় রুপি
ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের হস্তক্ষেপের কারণে গত সপ্তাহে ভারতীয় রুপি ডলারের বিপরীতে অনেকটাই ঘুরে দাঁড়িয়েছে। শুক্রবার রুপি প্রতি ডলারে ৮৯.২৭ টাকায় বন্ধ হয়েছে যা এক সপ্তাহে ১ শতাংশের বেশি। গত সপ্তাহে সর্বনিম্ন নেমে গিয়েছিল ৯১.০৭৫ স্তরে। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কগুলির ডলার বিক্রি এবং জল্পনা কমায় এই উন্নতি হয়েছে বলে মত বিশেষজ্ঞদের। এমনকি তারা মনে করছেন, আরবিআই এর নীতিগত সিদ্ধান্তের উপর ভারতীয় রুপির মান এবং সুদের হার নির্ধারণ করা হতে পারে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন