মাত্র ৫ টাকাতেই 2GB ডেটা, আনলিমিটেড কলিং! জবরদস্ত প্ল্যান BSNL-র

BSNL Recharge Plan

সৌভিক মুখার্জী, কলকাতা: সস্তার রিচার্জ প্ল্যান খুঁজছেন? তাহলে আপনার জন্য রইল দারুণ সংবাদ। কারণ, সরকারি টেলিকম সংস্থা বিএসএনএল এবার এমন একটি প্ল্যান (BSNL Recharge Plan) নিয়ে এসেছে, যেখানে মাত্র 5 টাকাতেই মিলছে 2GB ডেটা, এমনকি আনলিমিটেড কলিং। এবার নিশ্চয়ই ভাবছেন কোন প্ল্যান? জানতে আগ্রহী হলে পড়ুন প্রতিবেদনটি।

কম দামেই ভরপুর সুবিধা

বর্তমানে বেসরকারি টেলিকম অপারেটরগুলি দিনের পর দিন রিচার্জ প্ল্যানের দাম বাড়াচ্ছে। শোনা যাচ্ছে, 2026 সালের শুরুতেই নাকি 20% পর্যন্ত দাম বাড়তে পারে রিচার্জ প্ল্যানের। আর এই সময় ভারত সঞ্চার নিগম লিমিটেড অর্থাৎ বিএসএনএল গ্রাহকদের স্বস্তি দিয়ে দারুণ এক প্ল্যান নিয়ে আসলো। হ্যাঁ, কম দামে মিলছে ভরপুর সুবিধা। জানা গেল, এই প্ল্যানটি 50 দিনের বৈধতা দেয় এবং প্রতিদিন 5 টাকার কম খরচ হয়। তাই যারা স্বল্প বাজেটের মধ্যে ধামাকাদার প্ল্যান খুঁজছেন, তাদের জন্য এটি দারুণ অপশন।

কোন প্ল্যানের কথা বলছি আমরা?

আসলে সম্প্রতি বিএসএনএল-এর তরফ থেকে 347 টাকার একটি রিচার্জ প্ল্যান চালু করা হয়েছে, যেখানে মিলছে ভরপুর সুবিধা। যে সমস্ত ব্যবহারকারী প্রতিদিন প্রচুর পরিমাণে ডেটা ব্যবহার করে এবং আনলিমিটেড কলিং এর দরকার পড়ে, তাদের জন্য এই প্ল্যানটি একেবারে সেরা। কারণ, এই প্ল্যানে আনলিমিটেড কলিং এর সুবিধা তো মিলছেই। পাশাপাশি ফ্রি রোমিং এর সুবিধা মেলে। অর্থাৎ, আপনি দেশের যেখানেই যান না কেন, কোনওরকম সমস্যায় পড়বেন না।

আরও পড়ুন: RBI-র পদক্ষেপে অনেকটাই ঘুরে দাঁড়াল ভারতীয় রুপি, রয়েছে সুদের হার কমারও সম্ভাবনা

সবথেকে বড় ব্যাপার, বিএসএনএল এই প্ল্যানটিতে ব্যবহারকারীদেরকে প্রতিদিন 2GB করে ডেটা দিচ্ছে, আর প্রতিদিন 100টি করে এসএমএসের সুবিধা মিলছে। অর্থাৎ, এই প্ল্যানে মোট 100GB ডেটা পাওয়া যায়, যা ভিডিও স্ট্রিমিং বা অনলাইন গেমিংয়ের জন্য পারফেক্ট। এর সাথে এই প্ল্যানটিতে অনলাইন ওটিটির অ্যাক্সেসও মিলবে। যেখানে অন্যান্য টেলিকম সংস্থার 56 দিনের প্ল্যান কিনতে গেলে 600 টাকার বেশি খরচ করতে হয়, সেখানে বিএসএনএল মাত্র 347 টাকায় এই প্ল্যান অফার করছে। তাই আজই রিচার্জ করুন এবং আনলিমিটেড সব সুবিধা উপভোগ করুন।

Leave a Comment