আরও নামবে পারদ, কলকাতা সহ দক্ষিণবঙ্গের ৭ জেলায় শৈতপ্রবাহের সতর্কতা, আজকের আবহাওয়া

South Bengal Winter Weather Today

সহেলি মিত্র, কলকাতাঃ পশ্চিমী ঝঞ্ঝা কাটতে না কাটতেই শীত ফুলদমে নিজের দাপট দেখাতে শুরু করেছে বাংলায়। দিনে দিনে কলকাতা সহ বাংলার বিভিন্ন জেলার সর্বনিম্ন তাপমাত্রা হু হু করে কমতে শুরু করেছে। আলিপুর আবহাওয়া অফিসের তরফে জানানো হয়েছিল বড়দিন বা তারপর থেকে বাংলায় তাপমাত্রা কমবে, কিন্তু তার আগেই নিজের আসল রূপ দেখাতে আরম্ভ করেছে ঠান্ডা। আজ মঙ্গলবার থেকে শুরু করে ডিসেম্বর এবং জানুয়ারি মাসে আরও পারদ পতনের আভাস দিয়েছে হাওয়া অফিস। আজও জেলায় জেলায় শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। চলুন আরও বিশদে জেনে নেওয়া যাক।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today) প্রসঙ্গে। আপাতত দক্ষিণবঙ্গজুড়ে শীতের ইনিংস চলবে বলে খবর। আজও তীব্র ঠান্ডার জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, মেদিনীপুর, নদীয়া জেলায়। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১১ থেকে ১৪ ডিগ্রির মধ্যে। এছাড়া ঘন কুয়াশার দাপট থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায়।

বিগত ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলির মধ্যে বর্ধমানের সর্বনিম্ন তাপমাত্র রেকর্ড করা হয়েছে। এছাড়াও কলকাতা তার তৎসংলগ্ন অঞ্চলে সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি, দমদমে ১৪.২ সেলসিয়াস লক্ষ্য করা গেছে। অপরদিকে পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ১১- ১২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রেকর্ড করা হয়েছে। এইভাবে দক্ষিণবঙ্গ জুড়ে আগামী দিনগুলোতেও শীতের দাপট বিরাজ করবে বলে খবর।

উত্তরবঙ্গের আবহাওয়া

এবার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ধীরে ধীরে নামছে তাপমাত্রা। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহারে শীতের দাপট আরও বাড়বে চলতি সপ্তাহে। পাহাড়ি এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে ৬ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াসে। ২৫ ডিসেম্বরের আগেই আরও ২-৩ ডিগ্রি নামবে পারদ বলে খবর।

আরও পড়ুন: হর্ষণ যোগে ভাগ্য ইউটার্ন মারবে ৫ রাশির! আজকের রাশিফল, ২৩ ডিসেম্বর

হাওয়া অফিস জানিয়েছে, আগামী দু’দিন রাজ্যের সর্বত্র কুয়াশার সতর্কতা রয়েছে। সকালের দিকে দৃশ্যমানতা ৯৯৯ থেকে ২০০ মিটারে নেমে যেতে পারে। কুয়াশা কমলে তাপমাত্রা খানিকটা বাড়বে। পরবর্তী দু’-তিন দিনে তাপমাত্রায় বড়সড় হেরফেরের সম্ভাবনা নেই।

Leave a Comment