৭ বছরের নাবালিকাকে ধর্ষণ! হুলুস্থুল কাণ্ড হাওড়ায়, পলাতক অভিযুক্ত

Howrah Rape Case

সৌভিক মুখার্জী, হাওড়া: নৃশংসতা, বর্বরতা সবকিছু যেন এবার ছাড়িয়ে গেল। মাত্র ৭ বছরের এক নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে করা হল ধর্ষণ। ঘটনাটি ঘটেছে হাওড়ার ডোমজুড় এলাকার অন্তর্গত রাঘবপুরে (Howrah Rape Case)। এই খবর সামনে আসতেই গোটা এলাকায় ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য। পাশাপাশি বিক্ষোভ, তাণ্ডব ও ভাঙচুরের মতো ঘটনাও ঘটে। পরিস্থিতি সামাল দিতে পুলিশবাহিনী এবং র‍্যাবও নামানো হয়। কিন্তু মূল অভিযুক্ত পলাতক।

৭ বছরের নাবালিকাকে ধর্ষণ!

টিভি ৯ এর রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে, রাঘবপুরে স্থানীয় পঞ্চায়েতের উদ্যোগে রাস্তা তৈরির কাজ চলছিল। সেই কারণে বাইরে থেকে অনেকেই সেখানে কাজ করতে এসেছিল। তবে এলাকাবাসীদের অভিযোগ, ওখানকার এক শ্রমিক এক নাবালিকাকে প্রথমে শ্লীলতাহানি এবং তারপর এক নির্মীয়মাণ বাড়িতে নিয়ে গিয়ে ধর্ষণ করেছে। সোমবার সন্ধ্যাবেলা ঘটে এই ঘটনা। এ নিয়ে গোটা এলাকাই হলুস্থুল কান্ড।

পুলিশের পদক্ষেপ নিয়েও স্থানীয়দের অভিযোগ। তারা দাবি করছে, পরিবারের লোকজন থানায় ফোন করতে চাইছিল না। কিন্তু আমরা এসেই ফোন করেছিলাম। পুলিশ আসতে অনেক দেরি করেছে। যতক্ষণে পুলিশ এসেছে, ততক্ষণ অভিযুক্ত পলাতক। সেই কারণে বিক্ষোভ, তাণ্ডবের মতো ঘটনাও ঘটে। এমনকি চারটি ছোট ম্যাটাডোর ভ্যান আর একটি বাইকে ভাঙচুর চালিয়েছে এলাকাবাসী। একটি ভ্যানে আগুনও ধরিয়ে দেওয়া হয়। পুলিশ সূত্রে খবর পাওয়া গিয়েছে, এখনও পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের করা হয়নি। কিন্তু এলাকাবাসীর বক্তব্যের ভিত্তিতেই তল্লাশি চালাচ্ছে তারা। অভিযুক্তর এখনও কোনও হদিস মেলেনি। আর শিশুটির মেডিকেল পরীক্ষা করানো হতে পারে।

আরও পড়ুন: সোনা, রুপোর দামে পরিবর্তন! আজকের রেট

স্থানীয় এক বাসিন্দার বক্তব্য, রাত ৮ টা নাগাদ নাবালিকার কাকা আমাকে ফোন করেছিল। উনি আমাকে বলেন, আমার ভাইজির সাথে এরকম কান্ড ঘটেছে। মেয়েটাকে প্রথমে শ্লীলতাহানি করে, তারপর নিয়ে গিয়ে ধর্ষণ করেছে। ওই শ্রমিকের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। তবে তার নামে আগেও একাধিক অভিযোগ রয়েছে। আজকের এই ঘটনার আগে মদ খেয়ে একটা গাড়িও উল্টে দিয়েছে সে। তারপরেই মেয়েটার সঙ্গে এরকম কাণ্ড ঘটাল।

Leave a Comment