IPL শুরু হওয়ার আগেই অবসর নিয়ে নিলেন ভারতীয় অলরাউন্ডার

Indian Cricketer Retirement before IPL 2026

বিক্রম ব্যানার্জী, কলকাতা: এগিয়ে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ। তারপরই শুরু হবে বহু অপেক্ষিত ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ। আর তার আগেই আচমকা সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিয়ে নিলেন ঘরোয়া ক্রিকেটের অত্যন্ত পরিচিত মুখ IPL এর দাপুটে ক্রিকেটার কৃষ্ণাপ্পা গৌতম (Indian Cricketer Retirement)। সোমবার, সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্রিকেটকে বিদায়ের কথা জানান তিনি। বলা বাহুল্য, ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে একজন আনক্যাপড প্লেয়ার হিসেবে রেকর্ড দামে বিক্রি হয়েছিলেন এই ভারতীয় অলরাউন্ডার।

হঠাৎ কেন অবসর?

আন্তর্জাতিক ক্রিকেটে খুব একটা নাম ডাক নেই কৃষ্ণাপ্পা গৌতমের। তবে ভারতীয় ক্রিকেটের অত্যন্ত পরিচিত মুখ তিনি। আন্তর্জাতিক ক্রিকেটের কথা বললে ভারতের জার্সি গায়ে আজ পর্যন্ত শুধুমাত্র একটি ম্যাচই খেলেছেন এই ভারতীয় অলরাউন্ডার। 2021 সালে প্রথম এবং শেষবারের মতো কলম্বোয় শ্রীলঙ্কার বিরুদ্ধে একটি ওয়ানডে ম্যাচ খেলেছিলেন কৃষ্ণাপ্পা।

তবে যদি ঘরোয়া ক্রিকেটের কথা বলা হয়, সেক্ষেত্রে কর্ণাটক দলের হয়ে আজ পর্যন্ত প্রথম শ্রেণীর ক্রিকেটে মোট 59টি ম্যাচ খেলেছেন তিনি। যেখানে বল হাতে তুলেছেন 224টি গুরুত্বপূর্ণ উইকেট। এছাড়া লিস্ট এ ক্রিকেটে 59 ম্যাচে অংশ নিয়ে 96টি উইকেট ভেঙে ছিলেন এই ভারতীয়। সেই খেলোয়াড়ই গতকাল বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়াম থেকে সাংবাদিকদের সাথে কথা বলার সময় নিজের অবসর ঘোষণা করেন। তবে ঠিক কোন কারণে এই অবসর সে কথা পুরোপুরি খোলসা করেননি বছর 37 এর ভারতীয় ক্রিকেটার।

অবশ্যই পড়ুন: বড়দিনে মেট্রো রেলের বাড়তি পরিষেবা, দেখে নিন সময়সূচি

IPL এ রেকর্ড দামে বিক্রি হয়েছিলেন গৌতম

প্রথমবারের মতো, 2017 সালে আম্বানির দল মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে IPL এ হাতেখড়ি দিয়েছিলেন সদ্য অবসর নেওয়া ক্রিকেটার। সে বছর 2 কোটি টাকা দিয়ে তাঁকে কিনেছিল MI। এরপর একে একে রাজস্থান রয়্যালস, পাঞ্জাব কিংস দল ঘুরে পৌঁছেছিলেন মহেন্দ্র সিং ধোনির দল চেন্নাই সুপার কিংসে। বলা বাহুল্য, এখানেই রেকর্ড দামে বিক্রি হয়েছিলেন কৃষ্ণাপ্পা। একেবারে 9 কোটি 25 লাখ টাকা দিয়ে তাঁকে কিনে নিয়েছিল চেন্নাই। তাও আবার একজন আনক্যাপড হিসেবে। অনেকেই হয়তো জানেন, 2021 সালে ধোনির নেতৃত্বে IPL জিতেছিল CSK। সেই দলের অংশ ছিলেন কৃষ্ণাপ্পা গৌতম। পরবর্তীতে 2022 এ মাত্র 90 লাখে LSG তে চলে যান তিনি। এই দলটার সাথে 2024 পর্যন্ত থাকার পর এবার অবসরের পথে হাঁটলেন গৌতম।

Leave a Comment