এশিয়া কাপে টিম ইন্ডিয়াকে হারানোয় পাকিস্তান দলের উপর টাকার বৃষ্টি

Shehbaz Sharif Announced reward for Pakistan Cricket Team after win U19 Asia Cup

বিক্রম ব্যানার্জী, কলকাতা: অনূর্ধ্ব-19 এশিয়া কাপে ভারতকে হারিয়ে ট্রফি নিজেদের কাছে রেখেছে পাকিস্তান (Pakistan Cricket Team)। ব্যাটে বলে উভয় দিক থেকেই জোরালো আক্রমণ শানিয়ে টিম ইন্ডিয়ার প্লেয়ারদের একপ্রকার কুপোকাত করেছিল পাক খেলোয়াড়রা। তাতেই 191 রানের বিরাট ব্যবধানে হারতে হয়েছে বৈভব সূর্যবংশীদের। এদিকে দীর্ঘ প্রতীক্ষার পর ছোটদের এশিয়া কাপে ভারতকে হারাতে পেরে এবার অনূর্ধ্ব 19 প্লেয়ারদের জন্য বিরাট পুরস্কার (উপহার) ঘোষণা করলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।

এশিয়া কাপ জিতে কত টাকা পাচ্ছে পাকিস্তান দল?

গত রবিবার, ভারতকে পরাস্ত করে ফাইনাল জয়ের পর দেশে ফিরে গিয়েছিলেন পাক খেলোয়াড়রা। আর তারপরই ইসলামাবাদে দেশের খুদে প্লেয়ারদের স্বাগত জানাতে একটি বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের কর্মকর্তারা। সেই অনুষ্ঠানেই বক্তব্য রাখতে গিয়ে পাক দলের জন্য বড় আর্থিক পুরস্কার ঘোষণা করেন পাক প্রধানমন্ত্রী শরীফ। ওই অনুষ্ঠানে ভারতকে হারানোয় পাকিস্তান দলের পারফরমেন্স নিয়ে প্রশংসা করার পর আর্থিক পুরস্কার বাবদ 1 কোটি পাকিস্তানি রুপি অর্থাৎ ভারতীয় মুদ্রায় 32 লাখ টাকার অর্থ পুরস্কার ঘোষণা করেন শেহবাজ। এই পুরস্কার এশিয়া কাপ জয়ী দলের প্লেয়ারদের মধ্যে ভাগ করে দেওয়া হবে।

ভারতের বিরুদ্ধে জয় নিয়ে কী বললেন পাক দলের কোচ?

বড়দের এশিয়া কাপে সাধ্য হয়নি। তবে ছোটদের অনূর্ধ্ব-19 এশিয়া কাপে ফাইনালের মঞ্চে ভারতকে হারিয়ে জয় নিশ্চিত করায় খুশি পাকিস্তান অনূর্ধ্ব 19 দলের কোচ শহীদ আনোয়ার। তাঁর কথায়, “দীর্ঘ সময় ধরে আমরা এই টুর্নামেন্টের প্রস্তুতি নিয়েছিলাম। দল তৈরির প্রক্রিয়াটি জুনে শুরু করেছিলাম আমরা। প্রথম দিকে 70 জন খেলোয়াড়কে বেছে নিয়েছিলাম। পরে 20 জনকে নিয়ে দল গঠনের সিদ্ধান্ত নিই। এদের মধ্যে বেশিরভাগ খেলোয়াড় ঘরোয়া ক্রিকেটে 50 ওভারের ম্যাচে সুযোগ পেয়েছিলেন। ভারতের বিরুদ্ধে জিততে পেরে অত্যন্ত খুশি।”

অবশ্যই পড়ুন: IPL শুরু হওয়ার আগেই অবসর নিয়ে নিলেন ভারতীয় অলরাউন্ডার

উল্লেখ্য, গত রবিবার টস জিতে প্রথমে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় ভারত। তাতে শুরুতে ব্যাট করতে নেমে ভারতীয় বোলারদের একপ্রকার কাঁদিয়ে দিয়েছিলেন পাক ক্রিকেটার সমীর মিনহাস। এদিন তাঁর ব্যাট থেকে 113 বলে 172 রানের বিরাট ইনিংস উপহার পেয়েছিল দল। আর সেই রানের নৌকায় চেপেই ভারতকে 348 রানের লক্ষ্য দেয় পাক দল। যা তুলতে গিয়ে একেবারে ম্যচাকার অবস্থা হয়েছিল বৈভব সূর্যবংশীদের। ক্রমাগত উইকেট হারিয়ে শেষ পর্যন্ত 191 রানে পাকিস্তানের কাছে পরাজয় শিকার করে নেয় টিম ইন্ডিয়া।

Leave a Comment