KKR এ কত নম্বরে ব্যাট করবেন ক্যামেরন গ্রিন? জানালেন সহকারি কোচ শেন ওয়াটসন

Kolkata Knight Riders Assistant Coach on Cameron Green

বিক্রম ব্যানার্জী, কলকাতা: 25 কোটি 20 লাখ টাকা খরচ করে অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিনকে কিনে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। বিপুল অর্থ খরচ হওয়ায় আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে এই প্লেয়ারকে নিয়ে আশা থাকবে সেটাই স্বাভাবিক। গ্রিনও মুখিয়ে রয়েছেন কলকাতার হয়ে খেলার জন্য। এমতাবস্থায়, অস্ট্রেলিয়ান কিংবদন্তি তথা নাইটদের সহকারি কোচ শেন ওয়াটসন স্বদেশী গ্রিনের প্রশংসায় একেবারে পঞ্চমুখ হলেন। অভিষেক নায়ারের সহকারি জানালেন, এর আগে বহুবার গ্রিনের সাথে চেষ্টা করেও কাজ করতে পারেননি তিনি। তবে KKR এর সুবাদে সেই আশা পূরণ হতে চলেছে।

গ্রিনকে নিয়ে কী বললেন ওয়াটসন?

সম্প্রতি কলকাতা নাইট রাইডার্স ইউটিউব চ্যানেলের একটি সাক্ষাৎকারে KKR এর নতুন অলরাউন্ডার স্বদেশী গ্রিনকে নিয়ে মুখ খোলেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি ওয়াটসন। তাঁর কথায়, “আমি চিরকালই ক্যামেরন গ্রিনকে পছন্দ করি। ওকে সমর্থন করি। আমি মন থেকে একজন অলরাউন্ডার। তাই জানি একজন অলরাউন্ডার হতে কতটা পরিশ্রম করতে হয়।”

এদিন ওয়াটসন আরও বলেন, “ও যেভাবে ব্যাট করে, যে আন্দাজে বল করে ওর সবকিছুই আমার ভালো লাগে। ও নিজের দক্ষতাকে যেভাবে কাজে লাগায় সেটা শিক্ষণীয়।’ গ্রিনকে একেবারে মনের মতো করে গড়ে তুলতে চান অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার। ওয়াটসনের সংযোজন, “গ্রিনের সাথে কাজ করার একটা সুযোগ খুঁজছিলাম। এর আগে আমি সেই সুযোগ পাইনি। ওকে সব রকম ভাবে সাহায্য করতে আমি তৈরি। KKR এর সৌজন্যে ওর সঙ্গে কাজ করতে পারব। এতদিন যা অভিজ্ঞতা অর্জন করেছি সব ওর সাথে ভাগ করে নেব।”

অবশ্যই পড়ুন: IPL শুরু হওয়ার আগেই অবসর নিয়ে নিলেন ভারতীয় অলরাউন্ডার

KKR এ কত নম্বরে ব্যাট করতে পারেন গ্রিন?

এদিন স্বদেশী ক্রিকেটারের প্রশংসা করার পাশাপাশি কলকাতা নাইট রাইডার্স দলে একজন ব্যাটসম্যান হিসেবে কত নম্বরে নামতে পারেন ক্যামেরন গ্রিন? সেই প্রশ্নের উত্তর দিয়েছিলেন অস্ট্রেলিয়ান কিংবদন্তি। ওয়াটসন বলেন, “KKR এর দৃষ্টিভঙ্গি থেকে এটা বলতে পারি তাদের তিন নম্বরে একজন দক্ষ ব্যাটসম্যান প্রয়োজন। গ্রিন সেই শূন্যস্থান পূরণ করতে পারে। ও এই পজিশনে খেলার জন্য যোগ্য। তাছাড়াও 6 বা 7 নম্বরেও ওকে ব্যাট করতে নামানো যায়। যে কোনও ভূমিকায় বড় শট মারার ক্ষমতা রয়েছে গ্রিনের।”

Leave a Comment