আফগানিস্তানে নিরাপদ নন রশিদ খান? মুখ খুললেন তারকা অলরাউন্ডার

Rashid Khan On His life in Afghanistan video goes viral

বিক্রম ব্যানার্জী, কলকাতা: বিশ্বের প্রথম সারির স্পিনার বলা ভাল অলরাউন্ডার রশিদ খান (Rashid Khan) নিজের দেশেই নিরাপদ নন! সাম্প্রতিক একটি সাক্ষাৎকারে এমনটাই ইঙ্গিত দিয়েছেন আফগানিস্তানের তারকা ক্রিকেটার। রশিদ একেবারে খোলাখুলি জানিয়েছিলেন, আফগানিস্তানের তালিবান শাসনে তিনি পুরোপুরি নিরাপদ বোধ করেন না। মূলত সে কারণেই দেশে তিনি যেখানেই ঘুরতে যান একটি বুলেটপ্রুফ গাড়ি হয়ে থাকে তার বাহন। আফগান তারকার এমন বক্তব্যের পরই কার্যত ঝড় উঠেছেন নেট দুনিয়ায়।

আফগানিস্তানে নিরাপদ নন রশিদ খান?

ইংল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার কেভিন পিটারসেনকে দেওয়া একটি সাক্ষাৎকারে আফগানিস্তানের তারকা স্পিন অলরাউন্ডার রশিদ খান নিজের জীবন নিয়ে অপপট হয়েছিলেন। ওই সাক্ষাৎকারে রশিদকে প্রশ্ন করা হয়েছিল, আফগানিস্তানের তাঁর জীবনযাপন ঠিক কেমন? সেখানে কি আদৌ নিরাপদ বোধ করেন তিনি? উত্তরে একেবারে এক নিঃশ্বাসে রশিদ জানিয়েছিলেন, “না….।”

রশিদের সাক্ষাৎকারের একটি ভিডিও নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করেছেন প্রাক্তন ইংলিশ ক্রিকেটার পিটারসেন। সেই ভিডিওতেই আফগান তারকাকে প্রশ্ন করা হয়, আপনি কি আফগানিস্তানের রাস্তায় হাঁটেন? উত্তরের রশিদ খান বলেছিলেন, “একদমই না। আমি যেখানেই যাই একটি বুলেটপ্রুফ গাড়ি নিয়ে যাই। আমার নিজস্ব একটি বুলেটপ্রুফ গাড়ি রয়েছে।”

ইংলিশ তারকা জিজ্ঞেস করেন এর কারণ কী? রশিদ বলেন, “নিরাপত্তার কারণেই আমি এই গাড়িতে করে ঘুরি।” পিটারসেন বলেন, আপনাকে তো কেউ শুট করবে না। রশিদ জানান, “হয়তো না। তবুও নিরাপত্তার কারণে এটা করতে হয়। অনেকে এসে গাড়ির দরজা খুলতে চান। আফগানিস্তানে এমন অনেক গাড়ি রয়েছে। এটা আমাদের দেশে খুব সাধারন বিষয়।”

 

 

View this post on Instagram

 

অবশ্যই পড়ুন: সুরক্ষিত থাকবে ভারতের ফুসফুস, আরাবল্লীর মাত্র ০.১৯%-র খননযোগ্য, জানাল কেন্দ্র

আফগান তারকার এমন বক্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই একপ্রকার শোরগোল পড়ে গিয়েছে। অনেকেই জানতে চাইছেন, তাহলে কি নিজের দেশেই নিরাপদ নন রশিদ খান? আফগান তারকার কি প্রাণের ঝুঁকি রয়েছে? এসব নিয়ে অবশ্য মুখ খোলেননি আফগানিস্তানের টি-টোয়েন্টি দলের অধিনায়ক। তবে এ নিয়ে অনেকেরই মত, তালিবান শাসন নাকি একেবারেই পছন্দ নয় আফগানিস্তানের তারকা অলরাউন্ডারের।

Leave a Comment