ভাইরাল নিশা চট্টোপাধ্যায়ের পুরনো ভিডিও! দলের মান বাঁচাতে রাতারাতি প্রার্থী বদল হুমায়ুনের

Humayun Kabir

প্রীতি পোদ্দার, কলকাতা: তৃণমূল সাসপেন্ড করার পরই ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir) জানিয়েছিলেন যে ডিসেম্বরেই তিনি নতুন দল ঘোষণা করবেন এবং ২৬ এর বিধানসভা নির্বাচনে লড়বেন। আর সেই কথা রেখেছেন তিনি। পূর্বঘোষণা অনুযায়ী গতকাল অর্থাৎ সোমবার নিজের দল ঘোষণা করলেন হুমায়ুন। শুধু তাই নয় বিধানসভা নির্বাচনকে মাথায় রেখে ১০ আসনে প্রার্থীর নামও ঘোষণা করেন তিনি। যেপ্রার্থীদের তালিকায় রেখেছিলেন হিন্দু প্রার্থীও। কিন্তু দল ঘোষণার ২৪ ঘণ্টাও কাটতে না কাটতেই বালিগঞ্জ আসনের প্রার্থী বদলের সিদ্ধান্ত নিলেন ভরতপুরের বিধায়ক।

৯০টি আসনে জেতার টার্গেট হুমায়ুনের

রিপোর্ট মোতাবেক গতকাল, সোমবার, মুর্শিদাবাদের মির্জাপুর মোড়ের জনসভায় হুমায়ুন কবীর নিজের দল জনতা উন্নয়ন পার্টি ঘোষণা করেন। আগেই জানিয়েছিলেন যে, ২০২৬ সালের বিধানসভা নির্বাচনে অন্তত ৯০টি আসনে জয়ী হওয়াই তাঁর লক্ষ্য। কারণ, তৃণমূল বা বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা নিয়ে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এলে, তারা কেউই হুমায়ুনকে বাবরি মসজিদ গড়তে দেবে না। তাই সরকারের নিয়ন্ত্রণ নিজের হাতে রাখতে অন্তত ৯০টি আসনে জেতাতে হবে তাঁর নতুন দলকে। আর সেই কথা মাথায় রেখে প্রতি বিধানসভা কেন্দ্র থেকে দলের প্রার্থীদের নাম ঘোষণা করলেন হুমায়ুন। যার মধ্যে বালিগঞ্জের প্রার্থী হিসেবে তিনি ঘোষণা করেছিলেন নিশা চট্টোপাধ্যায়ের নাম। কিন্তু রাতারাতি সেই সিদ্ধান্ত বদল করলেন হুমায়ুন।

প্রার্থী পরিবর্তন হুমায়ুনের

হুমায়ুন কবীর নিজেই জানিয়েছেন, বালিগঞ্জ থেকে আর লড়ছেন না নিশা চট্টোপাধ্যায়। তার বদলে ওই কেন্দ্র থেকে এবার মুসলিম প্রার্থী দেওয়া হবে আর তাঁর নাম আগামী সাত দিনের মধ্যেই ঘোষণা করা হবে। স্বাভাবিকভাবেই তাই প্রশ্ন উঠছে কেন এই নাম বদল। মিডিয়া রিপোর্ট সূত্রে জানা গিয়েছে যে, নিশা চট্টোপাধ্যায়ের বেশ কিছু পুরনো ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, শুধু তাই নয় তাঁকে নাকি বারেও দেখা গিয়েছে। তাই দলের ভাবমূর্তির কথা ভেবে প্রার্থী পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদিও এই কথা নিজেও স্বীকার করেছেন হুমায়ুন কবীর।

আরও পড়ুন: হাঁসখালি গণধর্ষণ কাণ্ডে তৃণমূল নেতার ছেলে-সহ ৩ জনের আমৃত্যু কারাদণ্ড, বাকি ৪ জনের …

প্রসঙ্গত, জনতা উন্নয়ন পার্টির ঘোষণা অনুযায়ী আপাতত অন্যান্য প্রার্থীর তালিকা পরিবর্তন করা হয়নি। তালিকা অনুযায়ী আপাতত ভরতপুর এবং রেজিনগর থেকে লড়বেন হুমায়ুন কবীর, খড়্গপুর গ্রামীণ থেকে লড়বেন ইব্রা হাজি, মালদহের বৈষ্ণবনগর থেকে মুস্তারা বিবি, মুর্শিদাবাদ থেকে লড়বেন মনীষা পাণ্ডে, ভগবানগোলা থেকে লড়বেন ব্যবসায়ী হুমায়ুন কবীর। অন্যদিকে রানিনগর থেকে লড়তে চলেছেন পেশায় ডাক্তার আরেক হুমায়ুন কবীর। দক্ষিণ দিনাজপুরের ধনিরাম থেকে লড়বেন ডঃ ওয়েদুল রহমান। পাশাপাশি ইছাপুর থেকে জনতা উন্নয়ন পার্টির হয়ে করতে চলেছেন আরও এক সদস্য সিরাজুল মন্ডল।

Leave a Comment