আর নয় সহজ! আঙুলের ছাপ দিয়ে টাকা তোলার নয়া নির্দেশিকা RBI-র

প্রীতি পোদ্দার, কলকাতা: টাকা তোলার নিয়মের ক্ষেত্রে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (Reserve Bank Of India) বরাবরই নিরাপত্তা বজায় রাখার জন্য একের পর এক নিয়ম জারি করে চলেছে। জালিয়াতি কাণ্ড এবং সাইবার অপরাধের বিরুদ্ধে গ্রাহকদের সুরক্ষিত রাখতে একাধিক নিয়ম মেনে চলেছে RBI। আর এই আবহে এবার একটা নতুন নিয়ম সামনে আসতে চলেছে।

AEPS এর ক্ষেত্রে এবার বড় পরিবর্তন!

‘ন্যাশনাল পেমেন্ট কর্পোরেশন অফ ইন্ডিয়া’ এবং ‘ইউনিক আইডেন্টিফিকেশন অথরটি অফ ইন্ডিয়া’ নিয়ে আধার এনেব্‌লড পেমেন্ট সিস্টেম’ বা AIPS এর মাধ্যমে টাকাপয়সা লেনদেনের ব্যবস্থা করা হয়ে থাকে। এর মাধ্যমে টাকা তোলা বা জমা দেওয়া অথবা কাউকে টাকা পাঠানো যায় বিনা ঝঞ্ঝাটে। আর এই আবহে এবার ব্যাংকিং ব্যবস্থায় থাম্ব ইমপ্রেশন ব্যবহার করে টাকা তোলার নিয়মগুলিকে অন্তর্ভুক্ত করতে চলেছে RBI।

জারি করা হল বিজ্ঞপ্তি

সম্প্রতি আরবিআই এক বিজ্ঞপ্তিতে জানা গিয়েছে যে বিভিন্ন ব্যাংকে আধার এনেব্‌লড পেমেন্ট সিস্টেম বা AEPS এর মাধ্যমে জালিয়াতির খবর পাওয়া গিয়েছে। তাই গ্রাহকদের এই ধরনের জালিয়াতি থেকে রক্ষা করতে AEPS নিয়ে এবার বড় পদক্ষেপ নিতে চলেছে। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে যে পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমস অ্যাক্ট, ২০০৭ এর ধারা ১০ (২) সহ ধারা ১৮ এর অধীনে এই নির্দেশাবলী জারি করা হয়েছে।

কোন থেকে শুরু হবে এই নিয়ম?

রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে জানানো হয়েছে যে যদি কোনও ATO বা টাচ পয়েন্ট অপারেটর টানা তিন মাস নিষ্ক্রিয় থাকে বা বন্ধ থাকে তাহলে সেই ব্যাঙ্ককে অবশ্যই ওই নির্দিষ্ট গ্রাহককে টাকা লেনদেন করার অনুমতি দেওয়ার আগে KYC যাচাই করে নিতে হবে। সমস্ত নির্দেশাবলী ভালো করে পর্যবেক্ষণের পর সঠিক রেজাল্ট বেরোলেই আগামী বছরের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে এই নিয়ম।

আরও পড়ুন: রাশিয়ার তেল জায়ান্টের বিরাট অংশীদারিত্ব কিনে নিচ্ছে আম্বানির রিলায়েন্স!

এমনকি ব্যাংকিং নিয়ন্ত্রক আরও জানিয়েছে যে ATO সম্পর্কিত অপারেশনাল প্যারামিটারগুলি সময়ে সময়ে পর্যালোচনা করা হবে। অন্যদিকে এইপিএস ব্যবস্থায় টাকা তুলতে হলে নিরাপত্তার দিকটিও মাথায় রাখতে বলা হয়েছে। কখনওই কাউকে আধার নম্বরটি দেখাবেন না। ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারে দেখেশুনে শুধুমাত্র নিজের আঙুলের ছাপ দেবেন। কোনও রকম সংশয় থাকলে সরাসরি ব্যাঙ্কের সাহায্য নিতে বলা হয়েছে।

Leave a Comment