সৌভিক মুখার্জী, কলকাতা: পিএফ বা প্রভিডেন্ট ফান্ড গ্রাহকদের জন্য এবার বিরাট স্বস্তির খবর। কারণ, এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন তাদের নতুন এবং আপগ্রেডেড ব্যবস্থা EPFO 3.0 চালু করল। এর ফলে এবার আংশিক পিএফ তোলার নিয়মে এসেছে গুরুত্বপূর্ণ সব পরিবর্তন (PF Withdrawal New Rules)। হ্যাঁ, নতুন এই নিয়মগুলি পিএফ গ্রাহকদের জন্য একাধিক সুবিধা নিয়ে আসছে। সবথেকে বড় ব্যাপার, সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টিসের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। চলুন দেখে নেওয়া যাক কোন কোন পরিবর্তন আসছে।
পিএফ-এ নতুন ১১টি পরিবর্তন
১) আগে এক মাস বেকার থাকলে ৭৫% টাকা তোলা যেত এবং দুই মাস পরে বাকি ২৫% তুলতে হত। তবে এখন নতুন নিয়ম অনুযায়ী চাকরি ছাড়ার সঙ্গে সঙ্গেই ৭৫% তোলা যাবে আর টানা ১২ মাস বেকার থাকলে পুরো টাকা তুলে নেওয়া যাবে।
২) আগে দুই মাস বেকার থাকলে পেনশন তোলা যেত। তবে এখন পেনশন তুলতে গেলে কমপক্ষে ৩৬ মাস বা তিন বছর বেকার থাকতে হবে।
৩) আগে কোনও কোম্পানি বন্ধ হয়ে গেলে কর্মীর অংশ বা মোট টাকার এক সো পার্সে ১০০% তোলা যেত। কিন্তু এখন টাকা তোলা যাবে ৭৫% আর ২৫% ব্যালেন্স রেখে দিতে হবে।
৪) আগে কোনও মহামারি বা সংক্রামক রোগের সময় তিন মাসের বেসিকের সঙ্গে ৭৫% অথবা ডিএ যোগ করা হত। এখন একইরকম সুবিধা থাকবে। কিন্তু সব ক্ষেত্রে ১২ মাসের ন্যূনতম পরিষেবার শর্ত লাগবে।
৫) আগে প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে ৫০০০ টাকা সর্বোচ্চ বা নিজের জমার ৫০% তোলা যেত। কিন্তু এখন অন্যান্য ক্ষেত্রের মত ১২ মাস পরিষেবার শর্ত বাধ্যতামূলক করা হয়েছে।
৬) আগে চিকিৎসার প্রয়োজনে ছয় মাসের বেসিকের সঙ্গে ডিএ বা কর্মীর অংশ এমনকি একাধিকবার টাকা তোলা যেত। এখন একই সুবিধা থাকবে। কিন্তু ১২ মাসের পরিষেবা সম্পূর্ণ করা বাধ্যতামূলক।
৭) আগে শিক্ষা বা বিবাহের জন্য পিএফ-এর টাকা তুলতে হলো ৭ বছর পরিষেবা দিতে হত। এমনকি শিক্ষাগত ক্ষেত্রে তিনবার এবং বিবাহের জন্য দুইবার টাকা তোলা যেত। কিন্তু এখন শিক্ষা খাতে দশবার পর্যন্ত এবং বিবাহের ক্ষেত্রে পাঁচবার পর্যন্ত টাকা তোলা যাবে।
৮) আগে বাড়ি কেনা বা নির্মাণের জন্য ২৪ থেকে ৩৬ মাস পরিষেবা দেওয়া লাগত এবং একবারই টাকা তোলার সুযোগ থাকত। কিন্তু এখন মাত্র ১২ মাস পরিষেবা হলেই আবেদন করা যাবে।
আরও পড়ুন: আতঙ্কে বাংলাদেশে আটকে থাকা ভারতীয় মেডিকেল পড়ুয়ারা, মোদীকে চিঠি AIMSA-র
৯) আগে বাড়ি সংস্কার বা উন্নয়নের ক্ষেত্রে ১২ মাসের বেসিকের সঙ্গে ডিএ মিলত। কিন্তু এখন শর্তে বড় কোনও পরিবর্তন নেই। নতুন নিয়মে প্রক্রিয়া আরও সহজ করা হয়েছে।
১০) আগে হোম লোন শোধ করতে ৩৬ মাসের বেসিকের সঙ্গে ডিএ কাটা হত। কিন্তু এখন শর্ত একই থাকলেও ডিজিটাল আবেদন প্রক্রিয়া আরও দ্রুত ও সহজ করা হয়েছে।
১১) এখন ফ্ল্যাট বা বাড়ি কেনার জন্য মোট পিএফ-এর টাকা ৯০% পর্যন্ত তোলা যাবে, আর একবারই সুযোগ পাওয়া যাবে। এমনকি EPFO 3.0-এ ডিজিটাল প্রসেসিং আরও সহজে হবে।