ভারত সফর করে দেশেও ফিরেও হল না শান্তি, মেসির পরিবারে বিরাট বিপদ

Lionel Messi sister Maria heavily injured after car accident

বিক্রম ব্যানার্জী, কলকাতা: কিছুদিন আগেই ভারত সফর শেষ করে নিজ দেশ আর্জেন্টিনায় ফিরেছেন ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি (Lionel Messi)। তবে দেশে ফিরে বেশিদিন শান্তিতে থাকতে পারলেন না LM10। জানা যাচ্ছে, ভয়ংকর বিপদ নেমে এসেছে মেসির পরিবারে। বড়সড় গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে গুরুতরভাবে আহত মেসির বোন মারিয়া সল। ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে।

গাড়ি দুর্ঘটনায় গুরুতর আহত মেসির বোন

Goal.com এর রিপোর্ট অনুযায়ী, আমেরিকার মায়ামিতে গাড়ি চালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে সামনের একটি দেওয়ালে জোরালো ধাক্কা মারেন মেসির বোন মারিয়া। যেই ঘটনায় গুরুতর আহত হয়েছেন তিনি। রিপোর্ট যা বলছে তাতে, গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে মেসির বোনের শরীরের কিছুটা অংশ পুড়ে গিয়েছে। শুধু তাই নয়, মেরুদন্ডেও বেশ চোট পেয়েছেন মারিয়া। যার জেরে তড়িঘড়ি তাকে ভর্তি করা হয় হাসপাতালে।

এ প্রসঙ্গে মেসির পরিবার সূত্রে খবর, মারিয়ার কব্জির একটা দিক পুরো পুড়ে গিয়েছে। ভেঙেছে গোড়ালি। তাছাড়াও মেরুদন্ডের দুটি কশেরুকা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। দীর্ঘক্ষণ চিকিৎসকদের পর্যবেক্ষণে থাকার পর আপাতত বিপদমুক্ত আর্জেন্টাইন মহাতারকার বোন। আর্জেন্টিনার বেশ কয়েকটি স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, বিপদ কাটলেও পুরোপুরি সুস্থ হয়ে উঠতে এখনও অনেকটাই সময় লাগবে মারিয়ার।

দুর্ঘটনার কারণে ধাক্কা খেলো মারিয়ার ব্যক্তিগত জীবনও

বেশ কয়েকটি সংবাদমাধ্যম সূত্রে খবর, নতুন বছরের শুরুর দিকেই অর্থাৎ আগামী 3 জানুয়ারি আর্জেন্টিনার রোজারিওতে বহুদিনের প্রেমিক হুলিয়ানের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল মেসির বোন মারিয়ার। তবে বছর শেষের আগেই আচমকা ভয়াবহ গাড়ি দুর্ঘটনার কারণে সেই বিয়ের অনুষ্ঠান যে হচ্ছে না সে কথা বলাই যায়। তবে মারিয়া সুস্থ হয়ে উঠলে ফের কবে এই অনুষ্ঠান হবে তা নিয়ে এখনও কিছুই জানা যায়নি। অনেকেই বলছেন, এই দুর্ঘটনার কারণে বড়সড় ধাক্কা খেলো মারিয়ার ব্যক্তিগত জীবন।

অবশ্যই পড়ুন: আচমকা এল নোটিস! জগদ্দলে বন্ধ হয়ে গেল আরও এক চটকল, কর্মহীন ৫ হাজার শ্রমিক

প্রসঙ্গত, আগামী জানুয়ারিতে বোনের বিয়েতে থাকার কথা ছিল লিওনেল মেসির। বিয়ের আগে তিনিই সক্রিয়ভাবে অনুষ্ঠানের তোড়জোড় করছিলেন। তবে হঠাৎ গাড়ি দুর্ঘটনায় বোনের আহত হওয়ার খবর পেয়ে মন ভেঙেছে লিওর। মারিয়া কবে পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন সেই দুশ্চিন্তাতেই এক প্রকার দিন কাটছে আর্জেন্টাইন ফুটবলারের।

Leave a Comment