বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি খুনের ঘটনায় কার্যত তোলপাড় বাংলাদেশের রাজনীতি। ওপার বাংলা থেকে ক্রমাগত ভেসে আসছে ভারত বিরোধী সুর। বড় গলা করে ক্ষমতার বাইরে গিয়ে ভারতের সেভেন সিস্টার্স দখল করে নেওয়ার হুমকি দিচ্ছেন বাংলাদেশের ছাত্র নেতারা। আর ঠিক সেই আবহে এবার ভারতীয় নৌসেনার হাতে চতুর্থ রনতরী (Indian Navy New Ship) তুলে দিল কলকাতা ভিত্তিক সংস্থা গার্ডেন রিচ অ্যান্ড ইঞ্জিনিয়ারস লিমিটেড। জানা গিয়েছে, চেন্নাই পোর্ট ট্রাস্টে ভারতীয় নৌসেনার হাতে তুলে দেওয়া এই যুদ্ধজাহাজটির নাম রাখা হয়েছে অঞ্জদীপ।
ভারতীয় নৌসেনার হাতে আসা রণতরীটির বৈশিষ্ট্য
একাধিক রিপোর্ট অনুযায়ী, চেন্নাই পোর্ট ট্রাস্ট এ ভারতীয় নৌসেনার রিয়ার অ্যাডমিরাল গৌতম মারওয়ার সহ নৌবাহিনীর অন্যান্য কর্মকর্তাদের উপস্থিতিতে নৌ সেনার হাতে চুক্তির চতুর্থ যুদ্ধ জাহাজটি হস্তান্তর করেছে গার্ডেন রিচ। বলে রাখি, এই অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটারক্রাফটগুলিকে মূলত এল এবং টি শিপইয়ার্ডের সঙ্গে যৌথ উদ্যোগে তৈরি করা হয়েছে। বৈশিষ্ট্যের কথা বলতে গেলে, এই অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটারক্রাফট সিরিজের যুদ্ধ জাহাজটি লম্বায় 77 মিটার।
সংস্থাটি এই যুদ্ধ জাহাজের নাম রেখেছে কর্নাটকের কারবার উপকূলের অদূরে অবস্থিত অঞ্জদীপ দ্বীপের নামে। বলাই বাহুল্য, এর আগে বিশেষ চুক্তির অধীনে অর্ণলা এবং আনদ্রথ নামক দুটি অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার শ্যালো ওয়াটারক্রাফট যুদ্ধজাহাজ ভারতীয় নৌসেনার হাতে তুলে দিয়েছিল কলকাতা ভিত্তিক এই সংস্থা। শুধু তাই নয়, 2025 এই ভারতীয় নৌসেনা পেয়েছিল অ্যাডভান্স গাইডেড মিসাইল ফ্রিগেট হিমগিরি। তবে গত সেপ্টেম্বরে পাওয়া অনদ্রথ যুদ্ধ জাহাজের পর অঞ্জদীপ গার্ডেনরিচ সংস্থার হাত থেকে পাওয়া ভারতীয় নৌসেনার চতুর্থ অ্যান্টি সাবমেরিন শ্যালো ওয়াটারক্র্যাফট রণতরী।
অবশ্যই পড়ুন: কর্মীদের জন্য চালু হল EPFO 3.0! পিএফ-র টাকা তোলার ক্ষেত্রে বদলে গেল ১১টি নিয়ম
বলে রাখি, কলকাতাভিত্তিক সংস্থার হাত ধরে ভারতীয় নৌ সেনা যে চতুর্থ যুদ্ধ জাহাজটি পেয়েছে আগের বাকি গুলির মতোই এটি বেশিরভাগ ক্ষেত্রেই দেশীয় প্রযুক্তিতে তৈরি। বিভিন্ন রিপোর্ট অনুযায়ী এই যুদ্ধজাহাজ তৈরিতে 88 শতাংশ দেশীয় উপকরণ বা সামগ্রী ব্যবহার করা হয়েছে। বলাই বাহুল্য, সর্বশেষ যুদ্ধজাহাজ মিলিয়ে আজ পর্যন্ত ভারতীয় নৌসেনাকে 77টি যুদ্ধজাহাজ দিয়েছে কলকাতা ভিত্তিক সংস্থা গার্ডেন রিচ। বিগত দিনগুলিতে চুক্তি অনুযায়ী কথা এবং কাজে এক থেকেছে সংস্থা। তাই আগামী দিনেও যুদ্ধজাহাজ তৈরির ক্ষেত্রে শহরের এই সংস্থাটির উপর ভরসা রাখবে দেশের নৌবাহিনী।