বিক্রম ব্যানার্জী, কলকাতা: আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এক অদেখা ঘটনা ঘটালেন ইন্দোনেশিয়ার বোলার। কম্বোডিয়ার বিরুদ্ধে ম্যাচ চলাকালীন মাত্র এক ওভারে 5 উইকেট তুলে ইতিহাস লিখলেন ইন্দোনেশিয়ার পেসার জেড প্রিয়ানদানা (World Record In T20 Cricket)। বলাই বাহুল্য, আন্তর্জাতিক 20 ওভারের ক্রিকেটে এই কাজ আজ পর্যন্ত করে দেখাতে পারেননি কেউই।
ইতিহাস তৈরির পাশাপাশি দলকে ম্যাচ জেতালেন জেড
আজ অর্থাৎ মঙ্গলবার, কম্বোডিয়ার বিরুদ্ধে লড়াই করতে নেমেছিল ইন্দোনেশিয়া। 20 ওভারের সীমিত ফরম্যাটে প্রথমে ব্যাট করে প্রতিপক্ষকে 168 রানের লক্ষ্য দিয়েছিল জেডের দল। সেই লক্ষ্য পূরণ করতে নেমে একেবারে লেজেগোবরে অবস্থা হল কম্বোডিয়ার ব্যাটসম্যানদের। না বললেই নয়, এদিন ব্যাট করতে আসা প্রতিপক্ষ প্লেয়ারদের ঘাম ছুটিয়ে দিয়েছিলেন ইন্দোনেশিয়ার পেসার প্রিয়ানদানা।
আজ প্রথম 15 ওভারে 5 উইকেট হারিয়ে 106 রান তুলে ফেলেছিল কম্বোডিয়া। কাজেই ম্যাচ জিততে হলে প্রয়োজন ছিল 62 রানের। এদিকে বল বেঁচে রয়েছে 32টি। টি-টোয়েন্টি ক্রিকেটে 32 বলে 62 রান যে হয়নি এমনটা নয় তবে এই কাজ করাটা একপ্রকার দুষ্কর। তবুও ব্যাট হাতে লড়ে যাচ্ছিলেন কম্বোডিয়ার ব্যাটসম্যানরা। 16 ওভারে বল করতে এলেন 28 বছর বয়সী জোরে বোলার জেড।
প্রথম বল ছুঁড়তেই উইকেট গেল আব্রার হুসেনের। এরপর পরের দুই বলেও পরপর দুটি উইকেট ভাঙে কম্বোডিয়ার। চতুর্থ নম্বর বলটি ডট গেলেও পঞ্চম এবং ষষ্ঠ বলে প্রতিপক্ষের দুই উইকেট চোখের পলকে তুলে নেন প্রিয়ানদানা। আর তাতেই ইতিহাস লিখে ফেলেন ইন্দোনেশিয়ার পেসার। সেই সাথেই এক বোলারের দাপটেই 60 রানে ম্যাচ জিতে যায় ইন্দোনেশিয়া।
অবশ্যই পড়ুন: ভারত সফর করে দেশে ফিরেও হল না শান্তি, মেসির পরিবারে বিরাট বিপদ
উল্লেখ্য, এর আগে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে এক ওভারে 5 উইকেট নেওয়া বোলার নেই। তবে ঘরোয়া টি-টোয়েন্টিতে 6 বলে 5 উইকেট নেওয়া বোলার রয়েছেন দুজন। এরমধ্যে 2013-14 ভিক্টরি ডে টি-টোয়েন্টি কাপে আল আমিন হোসেন 1 ওভার বল করে 5 উইকেট তুলেছিলেন। অন্যদিকে 2019-20 সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে কর্ণাটকের হয়ে 1 ওভারে 5টি উইকেট নেওয়ার নজির গড়েছিলেন ভারতের অভিমুন্য মিঠুন।