স্টেশন নোংরা করার জের, যাত্রীদের থেকে ৬৬,৯৫,৯০৫ টাকা আদায় করল পূর্ব রেল

সহেলি মিত্র, কলকাতাঃ যত্রতত্র নোংরা ফেলিবেন না, স্টেশব চত্ত্বর পরিষ্কার রাখুন। যে কোনো রেল স্টেশনে গেলে এই ঘোষণা প্রায়শই শোনা যায়। কিন্তু কিছু মানুষ এমন রয়েছেন যারা রেলের আবেদনকে বুড়ো আঙ্গুল দেখিয়ে রেল স্টেশন চত্ত্বর নোংরা করে। থুতু, গুটখা, পানের পিক ফেলে নোংরা করে দেন। যা মোটেও দেখতে ভালো লাগে না। তবে এবার আর রক্ষে নেই। কারণ এবার পূর্ব রেলের (Eastern Railways) তরফে সম্প্রতি এমন এক অভিযান চালানো হয়েছে যেখানে যাত্রীরা বিরাট বিপাকে পড়েছেন বৈকি। স্টেশন চত্ত্বরে এবং ট্রেনে থুতু, আবর্জনা ফেলার জন্য কমপক্ষে ৫০ হাজারেরও বেশি যাত্রীকে আটক করেছে পূর্ব রেল। সেইসঙ্গে তাঁদের কাছ থেকে জরিমানা বাবদ কয়েক লক্ষ টাকা রেল আদায় করেছে। শুনে চমকে গেলেন তো? কিন্তু এটাই দিনের আলোর মতো সত্যি।

পূর্ব রেলের জরিমানার মুখে কয়েক হাজার যাত্রী

এমনিতে প্রতিদিন কয়েক লক্ষ মানুষ লোকাল ট্রেন থেকে শুরু করে মেইল, এক্সপ্রেস ট্রেনে যাতায়াত করেন। সেক্ষেত্রে একদিকে যেমন রেলের দায়িত্ব থাকে যাত্রীদের সুরক্ষার ব্যাপারে, ঠিক তেমনই যাত্রীদের কাছেও আবাএদন জানানো হয় পরিষ্কার পরিচ্ছন্নতার ব্যাপারে। কিন্তু কিছু মানুষ যে ডোন্ট কেয়ার মনোভাব রাখেন তা বোঝাই যায়। ২০২৫ সালের জানুয়ারি মাস থেকে শুরু করে ২২ জুন অবধি স্টেশন পূর্ব রেলের তরফে একটি বিশেষ সাফাই অভিযান চালানো হয়। সেই অভিযানের আওতায়, স্টেশন চত্ত্বর থেকে শুরু করে ট্রেনে থুতু, আবর্জনা ফেলার অপরাধে ৫০ হাজারের বেশি যাত্রীকে আটক করে রেল।

আরও পড়ুনঃ উত্তাল হবে ৮ জেলা, দক্ষিণবঙ্গে ফের দুর্যোগের হাতছানি! বঙ্গোপসাগর তৈরি নয়া বিপদ

মূলত কেন্দ্রীয় সরকারের তরফে অমৃত ভারত প্রকল্প আনা হয়েছে। সেই প্রকল্পের আওতায় বাংলা সহ দেশের বহু রেল স্টেশনকে নববধূর সাজে সাজিয়ে তোলা হচ্ছে। সেখানে যদি স্টেশন নতুন করে নোংরা হয় তাহলে তা মোটেও ভালো বিষয় নয়। এহেন পরিস্থিতিতে বিরাট পদক্ষেপ নেয় পূর্ব রেল।

৬৬,৯৫,৯০৫ টাকা আদায় করল রেল

জানা গিয়েছে, পূর্ব রেলের সবকটি ডিভিশন অর্থাৎ হাওড়া শিয়ালদহ মালদা আসানসোল মিলিয়ে বিভিন্ন সময় রেলের স্বাস্থ্য বিভাগ এবং রেলওয়ে পুলিশ প্রটেকশন ফোর্স বা আরপিএফ অভিযান চালায়। সেই অভিযানে ৫৩,৩৯৮ জনকে আটক করা হয়েছে এবং তাঁদের জরিমানা করে ৬৬,৯৫,৯০৫ টাকা আদায় করেছে রেল।

Leave a Comment