প্রীতি পোদ্দার, কলকাতা: দেখতে দেখতে ২০২৫ ও এবার শেষের পথে। আর কিছুদিন পরেই ক্রিসমাস, তাই এখন থেকেই শুরু হয়ে গিয়েছে বড়দিন সেলিব্রেশনের তোড়জোড়। এদিকে উত্তুরে হাওয়ার দাপটে কনকনে ঠান্ডা (Weather Update) পড়েছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে। বাদ যায়নি উত্তরবঙ্গ। সকাল ও সন্ধ্যা শিরশিরে ঠান্ডায় কাঁপছে শহর থেকে জেলা। এমতাবস্থায় প্রকাশ্যে শীত নিয়ে বড় আপডেট।
হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে বড়দিনে জাঁকিয়ে শীত পড়ার সম্ভাবনা রয়েছে। অনেকটাই নামবে তাপমাত্রা। দিন যত এগোবে উত্তুরে হাওয়ার দাপট ততটাই বাড়বে, আর তার প্রভাবেই ঠান্ডার অনুভূতি আরও তীব্র হবে। আসলে এইমুহুর্তে যে ঘূর্ণাবর্ত এবং পশ্চিমী ঝঞ্ঝাটি সক্রিয় ছিল, তা ক্রমে সরে যাচ্ছে, যার ফলে আবহাওয়া আরও শুষ্ক হয়ে উঠছে এবং শীতের পারদ আরও নামবে। একনজরে জেনে নেওয়া যাক কেমন থাকবে আগামীকালের আবহাওয়া।
দক্ষিণবঙ্গে আগামীকালের আবহাওয়া
আলিপুর আবহাওয়া দপ্তরের বুলেটিন অনুযায়ী আগামীকাল অর্থাৎ বুধবার, কলকাতা সহ দক্ষিণবঙ্গে শুষ্ক এবং শীতল আবহাওয়া বিরাজ করবে। উত্তুরে হাওয়ার দাপট বাড়বে। আগামী কয়েকদিন তাপমাত্রা খুব বেশি পরিবর্তন হবে না। তবে বড়দিন থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি পর্যন্ত কমতে পারে। আগামী এক সপ্তাহ বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। পরিষ্কার আবহাওয়া থাকবে পশ্চিমবঙ্গের সব জেলাতে। ভোর এবং সন্ধ্যার দিকে কুয়াশার দাপট দেখা যাবে বেশ।
আরও পড়ুন: জানুয়ারি থেকেই নিয়মে বদল, কোন রেশন কার্ডে কত সামগ্রী মিলবে জানুন
উত্তরবঙ্গে আগামীকালের আবহাওয়া
দক্ষিণবঙ্গের মত উত্তরবঙ্গের জেলাগুলিতে আগামী এক সপ্তাহে আবহাওয়ায় উল্লেখযোগ্য কোনও পরিবর্তন হবে না বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। অর্থাৎ বছরের শেষ কয়েকটা দিনে জমিয়ে যে ঠান্ডা পড়বে তা বেশ উপভোগ করতে পারবে রাজ্যবাসী। এছাড়াও সপ্তাহভর থাকবে ঘন কুয়াশার দাপট। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার ও উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার সতর্কতা রয়েছে, যেখানে কিছু এলাকায় দৃশ্যমানতা নেমে যেতে পারে মাত্র ৫০ মিটারে।