বিক্রম ব্যানার্জী, কলকাতা: এবার IPL এর উন্মাদনাকেও ছাপিয়ে যেতে পারে ঘরোয়া টুর্নামেন্ট বিজয় হাজারে (Vijay Hazare Trophy)। গত এক দশকে এই ঘরোয়া টুর্নামেন্ট নিয়ে এত আলোচনা চোখে পড়েনি। আর হবে নাই বা কেন, আগামীকাল অর্থাৎ বুধবার থেকে শুরু হতে যাওয়া বিজয় হাজারে ট্রফির মঞ্চ মাতাবেন ভারতের দুই মহাতারকা রোহিত শর্মা এবং বিরাট কোহলি। তবে রোকো জুটি ছাড়াও ভারতীয় দলের একাধিক তারকা এবারের টুর্নামেন্টে অংশ নিতে চলেছেন। ঠিক কোন কোন ভারতীয় তারকা এবারের ঘরোয়া টুর্নামেন্টে অংশ নিচ্ছেন দেখে নিন এক নজরে…
15 বছর পর বিজয় হাজারেতে বিরাট
আগেই ভারতীয় ক্রিকেট বোর্ড একেবারে স্পষ্ট জানিয়ে দিয়েছিল, টিম ইন্ডিয়ায় টিকে থাকতে হলে ঘরোয়া ক্রিকেট খেলতেই হবে। মূলত সে কারণেই, প্রথমদিকে না করলেও পরে দিল্লি ক্রিকেট সংস্থাকে বিজয় হাজারে ট্রফিতে খেলার কথা জানিয়ে দেন বিরাট কোহলি। সেই মতোই প্রথম দুই ম্যাচে দিল্লির হয়ে মাঠে নামবেন তিনি। কোহলির সাথেই একই দলে রয়েছেন ভারতের তারকা উইকেটকিপার ব্যাটসম্যান ঋষভ পন্থ। না বললেই নয়, শেষবারের মতো 2010 সালে বিজয় হাজারেতে খেলেছিলেন বিরাট। এরপর আর ঘরোয়া একদিনের ক্রিকেটে দেখা মেলেনি তাঁর। কাজেই বলাই যায় আগামীকাল 15 বছর পর ঘরোয়া ওয়ানডে অর্থাৎ বিজয় হাজারেতে ফিরছেন বিরাট।
বিজয় হাজারে টুর্নামেন্টে একগুচ্ছ তারকা ক্রিকেটার
বিরাট কোহলি এবং রোহিত শর্মার পাশাপাশি ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশ মেনে এবারের বিজয় হাজারে টুর্নামেন্টে অংশ নিতে চলেছেন হার্দিক পান্ডিয়া থেকে শুরু করে শুভমন গিল, অভিষেক শর্মা, অর্শদীপ সিংয়ের মতো একাধিক ভারতীয় তারকা। ঠিক কারা কারা আগামীকাল থেকে শুরু হতে যাওয়া বিজয় হাজারে টুর্নামেন্ট অংশ নিচ্ছেন দেখে নিন এক নজরে-
রোহিত শর্মা (মুম্বাই)
বিরাট কোহলি (দিল্লি)
নীতীশ কুমার রেড্ডি (অন্ধ্রপ্রদেশ)
হার্দিক পান্ডিয়া (বরোদা)
জিতেশ শর্মা (বরোদা)
মোহাম্মদ শামি (বাংলা)
ঋষভ পন্থ (দিল্লি)
ইশান্ত শর্মা (দিল্লি)
ঈশান কিষাণ (ঝাড়খণ্ড)
মায়াঙ্ক আগরওয়াল (কর্ণাটক)
কে এল রাহুল (কর্ণাটক)
করুণ নায়ার (কর্ণাটক)
ঋতুরাজ গায়কোয়াড় (মহারাষ্ট্র)
শার্দুল ঠাকুর (মুম্বাই)
শুভমন গিল (পাঞ্জাব)
অভিষেক শর্মা (পাঞ্জাব)
অর্শদীপ সিং (পাঞ্জাব)
সাই সুদর্শন (তামিলনাড়ু)
ধ্রুব জুরেল (উত্তরপ্রদেশ)
রিঙ্কু সিং (উত্তরপ্রদেশ)
অবশ্যই পড়ুন: আচমকা এল নোটিস! জগদ্দলে বন্ধ হয়ে গেল আরও এক চটকল, কর্মহীন ৫ হাজার শ্রমিক
উল্লেখ্য, আপাতত যা খবর, উপরিউক্ত প্লেয়াররা ছাড়াও সূর্যকুমার যাদব, যশস্বী জয়সওয়াল, শিবম দুবেরাও বিজয় হাজারে টুর্নামেন্ট খেলতে পারেন। বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, রোহিত শর্মা, বিরাট কোহলি এবং ঋষভ পন্থ সহ হার্দিক পান্ডিয়ার মতো ভারতীয় দলে নিয়মিত বেশ কয়েকজন খেলোয়াড় খুব সম্ভবত নিজ দলের হয়ে বুধবার থেকে চালু হতে যাওয়া টুর্নামেন্টের প্রথম দুটি ম্যাচ খেলবেন। এক কথায়, একাধিক জনপ্রিয় ভারতীয় ক্রিকেটারের সমারোহে IPL কেও হার মানাতে পারে এই টুর্নামেন্ট!