200MP ক্যামেরা, দারুণ পারফরমেন্স! ৬ জানুয়ারি লঞ্চ হচ্ছে Realme 16 Pro 5G সিরিজ

Realme 16 Pro 5G

সৌভিক মুখার্জী, কলকাতা: নতুন বছরের শুরুতেই বিরাট চমক দিল Realme। হ্যাঁ, সংস্থার পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবেই জানানো হল যে Realme 16 Pro+ 5G এবং Realme 16 Pro 5G আগামী 6 জানুয়ারি ভারতের বাজারে লঞ্চ হবে। তবে লঞ্চের আগেই প্রকাশ্য আসলো এই সিরিজের ক্যামেরা সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ তথ্য যা জানলে চমকে উঠবেন আপনিও। এমনকি শুধুমাত্র স্মার্টফোন নয়, একই দিনে ভারতে আত্মপ্রকাশ করবে সংস্থার নতুন TWS ইয়ারবাড Realme Buds Air 8।

200MP ক্যামেরা দিয়ে বিরাট চমক এই সিরিজে

Realme-র নতুন টিজার এবং ফ্লিপকার্টের ডেডিকেটেড মাইক্রোসাইট থেকে জানা গিয়েছে, Realme 16 Pro+ 5G এবং Realme 16 Pro 5G উভয় ফোন দুটিতেই থাকবে 200MP প্রাইমারি রিয়ার ক্যামেরা। এদিকে Realme 16 Pro+ 5G মডেলটিতে অতিরিক্তভাবে একটি 50MP পেরিস্কোপ টেলিফটো ক্যামেরা থাকবে। আর এই ক্যামেরা সেটআপের মাধ্যমে স্মার্টফোন ফটোগ্রাফিকে যে নয়া উচ্চতায় নিয়ে যাবে Realme তা বলার অপেক্ষা রাখে না।

এদিকে Realme 16 Pro+ 5G স্মার্টফোনে মিলবে উন্নত ভিডিও ফিচার। হ্যাঁ, ফোনটিতে 1x, 2x, 3.5x, 7x এবং 10x জুমে 4K HDR ভিডিও রেকর্ডিং করা যাবে। এমনকি 1x ও 3.5x জুমে ডুয়াল-ফোকাল 4K ভিডিও করা যাবে এবং সামনের ক্যামেরা থেকেও 4K ভিডিও রেকর্ডিং করা যাবে। অর্থাৎ, যারা কনটেন্ট ক্রিয়েশনের জন্য ফোন কিনতে চলেছেন, তাদের জন্য এই মডেলটি হতে পারে একেবারে ধামাকাদার অপশন।

সফটওয়্যার এবং অন্যান্য ফিচার্স

রিপোর্ট অনুযায়ী জানা গেল, Realme 16 Pro-তে থাকবে Realme UI 7.0 অপারেটিং সিস্টেম, যা Android 16 উপর বেস করে চলবে। এদিকে Pro+ ভেরিয়েন্টে ব্যবহার করা হবে নতুন Snapdragon চিপসেট। যদিও এখনো তা প্রকাশ্যে আসেনি। এদিকে Realme-র তরফ থেকে জানানো হয়েছে, এই সিরিজে ব্যবহার করা হবে সংস্থার নিজস্ব টেকনোলজি LumaColor Image। এর পাশাপাশি এআই-ভিত্তিক ফিচার্স হিসেবে AI Edit Genie 2.0, AI StyleMe, AI LightMe দেওয়া হবে। তবে আমরা যদি রং দিয়ে কথা বলি, তাহলে ফোনটি চারটি আকর্ষণীয় রংয়ের ভেরিয়েন্টে বাজারে আসছে। আর সেগুলি হল Master Gold, Master Grey, Camellia Pink, Orchid Purple।

আরও পড়ুন: কর্মীদের জন্য চালু হল EPFO 3.0! পিএফ-র টাকা তোলার ক্ষেত্রে বদলে গেল ১১টি নিয়ম

একইদিনে লঞ্চ হচ্ছে Realme Buds Air 8

প্রসঙ্গত, Realme একই দিনে নতুন TWS ইয়ারবাড Realme Buds Air 8 লঞ্চ করতে চলেছে। আর এই ইয়ারবাড সম্পর্কে যা জানা গিয়েছে, এতে অ্যাকটিভ নয়েজ কন্সোলেশনের সাপোর্ট দেওয়া থাকবে। পাশাপাশি এআই-ভিত্তিক নয়েজ ম্যানেজমেন্ট ও ক্লিয়ার ভয়েস ফিচার্স তো রয়েছেই, এবং মিউজিক, কল ও এন্টারটেইনমেন্টের জন্য অ্যাডাপটিভ সাউন্ড পারফরমেন্স দেওয়া হবে। আর এই এয়ারবাডটি ফ্লিপকার্ট এবং Realme-র অফিসিয়াল ওয়েবসাইটে বিক্রি হবে। তাই এখন শুধুমাত্র আগামী 6 জানুয়ারির অপেক্ষা।

Leave a Comment