১০-এ নামবে পারদ, দক্ষিণবঙ্গের ৭ জেলায় বাড়বে শীতের তীব্রতা, আজকের আবহাওয়া

South bengal winter weather today

সহেলি মিত্র, কলকাতা: বাংলাজুড়ে হু হু করে বইছে হিমশীতল হাওয়া। কনকনে ঠান্ডায় বাড়ি থেকে বেরোনো যেন দায় হয়ে পড়েছে। তবে দাঁড়ান, এই শীতেই কাবু হলে চলবে না। এর কারণ আজ বুধবার থেকে পশ্চিমবঙ্গ জুড়ে সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে পূর্বাভাসে বলেছে আলিপুর আবহাওয়া অফিস। আইএমডি তার পূর্বাভাসে জানিয়েছে বড়দিনের আগের দিনই আরও জাঁকিয়ে শীত পড়বে বাংলাজুড়ে। আপাতত  আগামী সাত দিন ধরে পশ্চিমবঙ্গ জুড়ে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া

প্রথমেই আসা যাক দক্ষিণবঙ্গের আবহাওয়া (Weather Today) প্রসঙ্গে। আজ চরম ঠান্ডার জন্য সতর্কতা জারি করা হয়েছে বীরভূম, বাঁকুড়া, মুর্শিদাবাদ, পুরুলিয়া, বর্ধমান, নদীয়া এবং হাওড়া জেলায়।  সর্বনিম্ন পারদ থাকতে পারে ১০ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এমনিতেই ডিসেম্বরের শেষ সপ্তাহে শীতের তীব্রতা আরও বেড়ে গেছে, তাপমাত্রার ওঠানামা এবং অবিরাম কুয়াশা শীতকে যেন আরও বাড়িয়ে দিয়েছে বলে অনুমান করা হচ্ছে। মৌসম ভবন জানিয়েছে, গত ২৪ ঘন্টায় কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে, সকালে অগভীর কুয়াশার পূর্বাভাস দেওয়া হয়েছে। ভারতীয় আবহাওয়া অধিদপ্তর (IMD) জানিয়েছে।

আরও পড়ুন: জানুয়ারি থেকেই নিয়মে বদল, কোন রেশন কার্ডে কত সামগ্রী মিলবে জানুন

আগামী কয়েকদিন পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ঘন কুয়াশার সতর্কতা জারি করা হয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত রাজ্যের সমস্ত জেলার এক বা দুটি জায়গায় অগভীর থেকে মাঝারি কুয়াশা পড়ার সম্ভাবনা রয়েছে। বড়দিনের পর থেকে সর্বনিম্ন তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে।

উত্তরবঙ্গের আবহাওয়া

বার আসা যাক উত্তরবঙ্গের আবহাওয়া প্রসঙ্গে। বুধবার দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুরে ব্যাপক ঠান্ডার জন্য সতর্কতা জারি করা হয়েছে। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১০ থেকে ১৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। ঘন কুয়াশায় ঢাকা পড়তে পারে বলে দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, মালদা, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে। উল্লেখিত জেলাগুলিতে সতর্কতা জারি করা হয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে যে পাহাড়ি পর্যটন শহর দার্জিলিংয়ে গত ২৪ ঘন্টায় রাজ্যের সর্বনিম্ন তাপমাত্রা ৬.২ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। রাজ্যের সমভূমির মধ্যে আলিপুরদুয়ারে ছিল ১০ ডিগ্রি সেলসিয়াস

Leave a Comment