ডিসেম্বরে পশ্চিমবঙ্গ সরকারের এই কর্মীদের অতিরিক্ত ছুটি ঘোষণা নবান্নের

Nabanna Holiday

সহেলি মিত্র, কলকাতা: বাংলার সরকারি কর্মীদের জন্য রইল দারুণ সুখবর। একদিকে যখন ২০২৫ সাল শেষ হওয়ার দোরগোড়ায় দাঁড়িয়ে, ঠিক তখনই নবান্নের (Nabanna) তরফে এক বড় ঘোষণা করা হল, যা সকলের বর্ষবরণের আনন্দকে দ্বিগুণ করে দিয়েছে। আসলে মঙ্গলবার রাজ্যের অর্থ বিভাগের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ২৭ ডিসেম্বর শনিবার ছুটি থাকবে সরকারি কর্মীদের। নিশ্চয়ই ভাবছেন কী উপলক্ষে এই ছুটি? তাহলে বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।

২৭ ডিসেম্বর ছুটি ঘোষণা করল সরকার

যদিও এই ছুটির তালিকায় একটি ট্যুইস্ট আছে। আর সেটা হল, এদিন কিন্তু আবার সকলের ছুটি থাকবে। নির্দিষ্ট এক সম্প্রদায়ের জন্য এই ছুটি প্রযোজ্য। হ্যাঁ ঠিকই শুনেছেন। পশ্চিমবঙ্গ সরকারের অর্থ (অডিট) বিভাগ ২৩শে ডিসেম্বর, ২০২৫ তারিখে বিজ্ঞপ্তি নং ৪৬০০-এফ(পি২) জারি করে। এই আদেশের মাধ্যমে, রাজ্যপাল গুরু গোবিন্দ সিং জির ‘প্রকাশ পুরাব’ (জন্মবার্ষিকী) উদযাপনের জন্য ছুটি ঘোষণা করেছেন।

আরও পড়ুনঃ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ইমেইল, সোশ্যাল মিডিয়ায় হস্তক্ষেপ করবে আয়কর দফতর? 

বিজ্ঞপ্তি অনুসারে, এটি একটি বিভাগীয় ছুটি , অর্থাৎ এটি সকলের জন্য সাধারণ সরকারি ছুটি নয়। এটি কেবল শিখ সম্প্রদায়ের কর্মচারীদের জন্য সংরক্ষিত। অর্থাৎ এদিন শুধু শিখ কর্মচারীদেরই ছুটি থাকবে, বাকিদের নয়। ছুটি পাবেন সরকারি অফিস, লোকাল বডি, স্ট্যাটুটরি বডি, বোর্ড, কর্পোরেশন ও সরকার পোষিত শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরতরা।

কে এই গুরু গোবিন্দ সিং?

এবার আসা যাক কে এই গুরু গোবিন্দ সিং সে সম্পর্কে। জানা গিয়েছে, শিখ ধর্মের দশম গুরু গোবিন্দ সিংয়ের জন্মদিন ধর্মীয় ও ঐতিহাসিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ। পাটনার সোধি ক্ষেত্রী পরিবারে তাঁর জন্ম হয়। গুরু গোবিন্দ সিং-এর উপদেশ শিখদের জীবনে বিশেষ মাহাত্ম্য বহন করে। শিখ সম্প্রদায়ের মানুষের কাছে এই দিনটিরও বিশেষ গুরুত্ব।

Leave a Comment