৯০ দিন বন্ধ থাকতে পারে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে! বড় সিদ্ধান্তের পথে কামারহাটি পুরসভা

belghoria expressway

সহেলি মিত্র, কলকাতাঃ আপনিও কি রোজ বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে-র (Belghoria Expressway) ওপর দিয়ে যাতায়াত করেন? তাহলে আপনার জন্য রইল অত্যন্ত জরুরি খবর। স্বাস্থ্য পরীক্ষায় বড় জিনিস ধরা পড়েছে বেলঘরিয়া ফ্লাইওভারের। যে কারণে আগামী ২৬ ডিসেম্বর তড়িঘড়ি বৈঠক ডাকা হয়েছে। বৈঠকটি কামারহাটি পুরসভায় অনুষ্ঠিত হবে বলে খবর। এমনিতে সোদপুর ফ্লাইওভারের মেরামতের কাজ ইতিমধ্যেই চলছে, যা যাত্রীদের জন্য তীব্র অসুবিধার কারণ হয়ে দাঁড়িয়েছে, তাই নতুন করে সমস্যার সৃষ্টি হচ্ছে সকলের। তবে এবার জানা যাচ্ছে, বেলঘরিয়া এক্সপ্রেসওয়েকে দমদম বিমানবন্দরের সাথে সংযুক্তকারী বেলঘরিয়া ফ্লাইওভারটি জরুরি মেরামতের জন্য বন্ধ করে দেওয়া হতে পারে।

৩ মাস বন্ধ থাকবে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে?

মঙ্গলবার, পিডব্লিউডির নির্বাহী ইঞ্জিনিয়ার, ব্যারাকপুর কমিশনারেটের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং কামারহাটি পৌরসভার চেয়ারম্যান সহ ঊর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তাদের একটি দল বেলঘরিয়া ফ্লাইওভারের কাঠামোগত স্বাস্থ্য পরিস্থিতি পরিদর্শন করেন। জরুরি মেরামতের জন্য তারা ফ্লাইওভারে যান চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। সবকিছু ঠিকঠাক থাকলে টানা ৩ মাসের জন্য ফ্লাইওভারটি বন্ধ থাকতে পারে বলে খবর।

আরও পড়ুনঃ বদলে যাবে ইন্টারনেট দুনিয়া! ব্লুবার্ড-২ স্যাটেলাইট লঞ্চ করে ইতিহাস গড়ল ISRO

এই ফ্লাইওভারটি বিটি রোড, বিমানবন্দরমুখী বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে, কল্যাণী এক্সপ্রেসওয়ে এবং যশোর রোডের মধ্যে একটি গুরুত্বপূর্ণ সংযোগস্থল। বড় বড় পণ্যবাহী যানবাহন, অফিসগামী যাত্রী, শিক্ষার্থী এবং উভয় পক্ষের নিত্যযাত্রীরা এটি ব্যবহার করে। কাঠামোগত স্বাস্থ্য নিরীক্ষার পর, ইঞ্জিনিয়াররা রেল ট্র্যাকের উপরে গার্ডারের অবস্থা অত্যন্ত খারাপ বলে মনে করছেন। দ্রুত সংস্কার না হলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে বলেও আশঙ্কাও রয়েছে। ফলে যত দ্রুত সম্ভব কাজ শুরু করার কথা ভাবছে প্রশাসন। যদিও ডিসেম্বরের শেষে নাকি নতুন বছর থেকে এই কাজ শুরু হবে সেই প্রসঙ্গে কিছু জানা সম্ভব হয়নি।

আরও পড়ুনঃ ডিসেম্বরে পশ্চিমবঙ্গ সরকারের এই কর্মীদের অতিরিক্ত ছুটি ঘোষণা নবান্নের

কী জানাচ্ছে পুরসভা?

এই প্রসঙ্গে বড় তথ্য দিয়েছেন কামারহাটি পুরসভার চেয়ারম্যান গোপাল সাহা। তিনি জানিয়েছেন, ‘উড়ালপুল বন্ধ থাকলে সাধারণ মানুষের কিছুটা সমস্যা হবে ঠিকই, কিন্তু দুর্ঘটনা রুখতে সংস্কার জরুরি। সেটাই অগ্রাধিকারের ভিত্তিতে করা হবে। আগামী ২৬ ডিসেম্বর পুরসভায় উচ্চ পর্যায়ের বৈঠকের পর সিদ্ধান্ত নেওয়া হবে কবে সংস্কারের কাজ শুরু হবে। বিকল্প রাস্তা কী হবে, তারও সিদ্ধান্ত নেওয়া হবে।’

Leave a Comment