মাত্র ৬ লাখেই নিউটাউনে আবাসন ফ্ল্যাট! নিজন্নে কীভাবে আবেদন করবেন জানুন

New Town Housing Complex

সৌভিক মুখার্জী, কলকাতা: পিছিয়ে পড়া শহরের বাসিন্দাদের মাথার উপর স্থায়ী নিজস্ব ফ্ল্যাট তৈরি করে দেওয়ার জন্য বিরাট উদ্যোগ রাজ্য সরকারের। রাজ্যের উন্নয়নের এক নতুন পদক্ষেপ হিসেবে নিউটাউনে আজ অর্থাৎ বুধবার নিজন্ন (Nijanna) এবং সুজন্ন (Sujanna) আবাসন প্রকল্পের (New Town Housing Complex) শুভ উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি একই সঙ্গে তিনি বহুতল পার্কিং কমপ্লেক্স সুসম্পন্ন এবং অনুষ্ঠান ও বিনোদনের নতুন ঠিকানা তরণ্যের উদ্বোধন করবেন। সবথেকে বড় ব্যাপার, মাত্র ৬ লক্ষ টাকার বিনিময়ে ১ বিএইচকে ফ্ল্যাট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে রাজ্যের তরফ থেকে।

নবান্ন সূত্রে খবর, সাধারণ মানুষের কথা ভেবে এই ফ্ল্যাটগুলি রাজ্য সরকার একেবারে জলের দরে বিকোনোর সিদ্ধান্ত নিয়েছে। হ্যাঁ, নিজন্নের ২৯৮ বর্গফুটের এই ফ্ল্যাটগুলি অসহায়, নিম্নবিত্ত পরিবারগুলির জন্যই বরাদ্দ করা হবে বলে খবর। মূলত শহরে বাড়তে থাকা আবাসন সংকটের মধ্যে এই উদ্যোগ বহু নিম্নবিত্ত পরিবারকে আর্থিক স্বস্তি দেবে। কিন্তু কারা এই ফ্ল্যাট পাবে, কী কী যোগ্যতা লাগবে, কীভাবে আবেদন করতে হবে, কবে থেকে আবেদন শুরু হবে, বিস্তারিত জানতে প্রতিবেদনটি পড়ুন।

কারা এই ফ্ল্যাটের জন্য যোগ্য?

নবান্ন সূত্রে যেমনটা বলা হয়েছে, নিজন্নের ১ বিএইচকে ফ্ল্যাটের জন্য আবেদন করতে গেলে পরিবারের মাসিক আয় ২৫ হাজার টাকার কম হতে হবে। অন্যদিকে সুজন্নের ২ বিএইচকে ফ্ল্যাটের জন্য আবেদনকারীর পারিবারিক মাসিক আয় হতে হবে ২৫ হাজার ১ টাকা থেকে ৬৫ হাজার টাকার মধ্যে। সবথেকে বড় ব্যাপার, আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে হিডকোর ওয়েবসাইটের মাধ্যমে হবে, এবং লটারির মাধ্যমে যোগ্য আবেদনকারীদেরকে বাছাই করা হবে।

সূত্রের খবর, নিজন্ন প্রকল্পে মোট ৪৯০টি ফ্ল্যাট রয়েছে, আর সুজন্ন প্রকল্পে রয়েছে ৭২০টি ফ্ল্যাট। তবে নিজন্ন ফ্ল্যাটের জন্য আবেদন করতে ৬০,০০০ টাকা ফি জমা দিতে হবে, এবং সুজন্ন ফ্ল্যাটের জন্য আবেদন করতে ৩,২০,০০০ টাকা ফি দিতে হবে। উল্লেখ্য, সুজন্নের ২ বিএইচকে ফ্ল্যাটের আয়তন ৬১৭.৬৩ বর্গফুট। আর নিউটাউনের এই ফ্ল্যাটের দাম ধার্য করা হয়েছে ৩২ লক্ষ টাকা। এমনকি প্রশাসনিক সূত্রে খবর, এই আবাসন প্রকল্পগুলিতে সরকার কয়েক কোটি টাকা ভর্তুকিও দিচ্ছে যাতে সাধারণ মানুষ খুব সহজে ফ্ল্যাট কিনতে পারে।

কেন্দ্রের গাফিলতি নিয়ে রাজ্যের কটাক্ষ

বলে রাখি, রাজ্যের গ্রামীণ এলাকায় মোট ১১ লক্ষ প্রান্তিক মানুষের মাথার ছাদ করে দেওয়ার অনুমোদন দিয়ে কেন্দ্রীয় সরকার প্রতিশ্রুতি রাখেনি বলেই দাবি করছে রাজ্য। আর তার প্রতিবাদেই রাজ্যের কোষাগার থেকে প্রায় ১২ লক্ষ পরিবারকে বাড়ি তৈরীর অনুমোদন দিয়েছিল নবান্ন। আর এবার শহরের মানুষদের মাথার উপর ঠাই গোঁজার জন্য এই ফ্ল্যাট নিশ্চিত করা হয়েছে। এক কথায়, রাজ্যের এই অবসান প্রকল্প বহু নিম্নবিত্ত মানুষের চিন্তা দূর করবে।

আরও পড়ুন: সোনা, রুপোর দামে নয়া রেকর্ড! আজকের রেট

কীভাবে আবেদন করবেন?

এই ফ্ল্যাটের জন্য অনলাইনে আবেদন করতে হবে। এর জন্য প্রথমে হিডকোর অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। রাজ্য সরকারের তরফ থেকে ইতিমধ্যে দু’টো ওয়েবসাইট দেওয়া হয়েছে। সেখান থেকে সরাসরি আবেদন করতে হবে। তবে অনলাইনে আবেদন শুরু হচ্ছে আজ অর্থাৎ ২৪ ডিসেম্বর থেকে, এবং আবেদন চলবে আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত।

অনলাইনে আবেদন করার লিঙ্ক ১- www.wbhidcoltd.com

অনলাইনে আবেদন করার লিঙ্ক ২- http://hidcoaffordablehousingproject.in

Leave a Comment