“এখনই রুখে দাঁড়াতে হবে”, বাংলাদেশে হিন্দু নির্যাতন নিয়ে আওয়াজ তুললেন ইস্টবেঙ্গল তারকা শৌভিক

East Bengal FC footballer Souvik Chakrabarti Opens up for Bangladeshi Hundis

বিক্রম ব্যানার্জী, কলকাতা: শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের জীবন বিপন্ন। প্রতিদিন আড়ালে অবর্ণনীয় অত্যাচারের শিকার হতে হচ্ছে ওপারের হিন্দু সম্প্রদায়ভুক্ত মানুষদের। সেসবের মধ্যে থেকে সম্প্রতি প্রকাশ্যে এসেছে দীপু দাস হত্যাকাণ্ড। যে ঘটনায় বাংলাদেশ নিয়ে একেবারে ছিঃ ছিঃ করছে গোটা বিশ্ব। এবার তা নিয়েই মুখ খুললেন ইস্টবেঙ্গলের (East Bengal FC) গুরুত্বপূর্ণ ফুটবলার শৌভিক চক্রবর্তী। তাঁর দাবি, নিজের ধর্ম পালনের জন্য কাউকে যাতে নির্যাতনের শিকার না হতে হয় সেটা নিশ্চিত করা দরকার। এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করেছেন লাল হলুদ তারকা।

বাংলাদেশে হিন্দু অত্যাচার নিয়ে গর্জে উঠলেন শৌভিক

বিগত দিনগুলিতে মহম্মদ ইউনূসের শাসনকালে ওপারে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের জীবন ভাষায় প্রকাশের অযোগ্য হয়ে পড়েছে। প্রতিদিন বেছে বেছে ইসলাম ধর্মের বাইরে থাকা সাধারণ মানুষদের উপর চলছে নির্মম অত্যাচার। বাড়িঘর ভাঙচুর থেকে শুরু করে সংখ্যালঘু হিন্দুদের টাকা পয়সা লুঠ করে নেওয়ার মতো ঘটনা প্রায়শই ভেসে আসছে সোশ্যাল মিডিয়ায়। আর এই ঘটনাগুলির সাথে যারা যুক্ত তাদের চিহ্নিত করা হচ্ছে কট্টরপন্থী হিসেবে। দিনের পর দিন পড়শি দেশে ঘটে চলা হিন্দু অত্যাচারের ঘটনায় এবার আর চুপ করে থাকতে পারলেন না ইস্টবেঙ্গল তারকা শৌভিক।

লাল হলুদের গুরুত্বপূর্ণ ফুটবলার নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি পোস্ট করে লিখেছেন, “শুধুমাত্র ধর্মাচরণ, স্বাধীনভাবে বেঁচে থাকা এবং স্বাধীনতার জন্য কেউ যেন ভয় না পায়। প্রতিবাদ করার সময় এসে গিয়েছে। চলুন সত্যিটা প্রকাশ্যে আনি। আর হিন্দুদের জন্য নিরাপত্তা নিশ্চিত করি।” ইস্টবেঙ্গল ফুটবলারের কথায়, দিনের পর দিন সত্যিটাকে দমিয়ে রাখা হচ্ছে। এখনই রুখে দাঁড়াতে হবে। বলাই বাহুল্য, এর আগেও একইভাবে বাংলাদেশে হিন্দু সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারির ঘটনায় গর্জে উঠেছিলেন শৌভিক।

অবশ্যই পড়ুন: বিজয় হাজারেতে নামার আগেই রোহিত শর্মাকে ঘেরাও! উদ্ধার করলেন নিরাপত্তারক্ষীরা

উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি খুনের ঘটনায় উত্তাল হয়ে উঠেছে বাংলাদেশ। তারপরই বেছে বেছে টার্গেট করা হচ্ছে সংখ্যালঘু হিন্দুদের। কিছুদিন আগেই ধর্মীয় অবমাননার কারণে বাংলাদেশের হিন্দু যুবক দীপু দাসকে জ্যান্ত পুড়িয়ে মারেন ওপারের কট্টরপন্থীরা। আর সেই ঘটনার আঁচ এসে পড়েছে এপারেও। তবে শুধু এখন নয়, হাসিনা ক্ষমতা থেকে সরার পর বাংলাদেশের যতবার হিন্দুদের উপর অত্যাচার হয়েছে ততবারই গর্জে উঠেছেন ভারতবাসী।

Leave a Comment