শিল্পী লগ্নজিতার পাশে দাঁড়ানোই হল কাল, শাসকের চাপে বাতিল গায়ক পল্লব কীর্তনিয়ার শো

Pallab Kirtania

সৌভিক মুখার্জী, ভাতার: সম্প্রতি ‘জাগো মা’ গান গাইতে গিয়ে সঙ্গীতশিল্পী লগ্নজিতা চক্রবর্তী বাধা পেয়েছিলেন। এমনকি তাঁকে কোনওক্রমে প্রাণ হাতে করে নিয়ে কলকাতায় ফিরতে হয়েছিল। তবে তাঁকে সাপোর্ট করার জন্যই আরেক সংগীতশিল্পীর শো বাতিল হল। হ্যাঁ, সোশ্যাল মিডিয়ায় এমনই পোস্ট করে দাবি করেছেন গায়ক পল্লব কীর্তনিয়া (Pallab Kirtania)। তিনি জানিয়েছেন, বর্ধমানের ভাতারে একটি বইমেলায় শিল্পী হিসেবে অনুষ্ঠান করার জন্য তাঁকে আমন্ত্রণ জানানো হয়েছিল। কিন্তু শাসকদলের চাপে পড়ে তাঁর অনুষ্ঠান বাতিল হয়েছে।

লগ্নজিতার পাশে দাঁড়ানোর জন্যপল্লব কীর্তনিয়ার শো বাতিল

সোশ্যাল মিডিয়ায় পল্লব নিজেই লিখেছেন, ‘জাগো মা’ গানটি গাওয়ার পর ভগবানপুরে কোনও এক মঞ্চে লগ্নজিতাকে অপমান করা হয় ।এমনকি তাঁকে সেকুলার গান গাইতে বলা হয়। সেক্ষেত্রে পুলিশ একজনকে গ্রেফতার করেছে। আর এ নিয়ে সোশ্যাল মিডিয়ায় স্বাভাবিকভাবে শিল্পীদের স্বাধীনতা নিয়ে চর্চাও শুরু হয়েছে। এটা যে অন্যায় তা বলার অপেক্ষা রাখে না। এর প্রতিবাদ হওয়া উচিত। আমার কাছে দুটো টিভি চ্যানেল থেকে প্রতিক্রিয়া চাওয়া হয়েছিল। আমি তার প্রতিবাদ জানিয়েছি এবং নিন্দা করেছি। পাশাপাশি শিল্পী লগ্নজিতার পাশেও দাঁড়িয়েছি।

তবে এখন এই প্রসঙ্গে অন্য একটা ঘটনার কথা না উল্লেখ করে পারছি না। বর্ধমানের ভাতারে একটি বইমেলায় আমাকে শিল্পী হিসেবে আমন্ত্রণ করেছিল উদ্যোক্তারা। ২৫ ডিসেম্বর সেখানে অনুষ্ঠান ছিল, এবং আমার গান গাইবার কথা ছিল। তবে শুনলাম, শাসকদলের চাপে পড়ে শেষ মুহূর্তে আমার অনুষ্ঠান তাঁরা বাতিল করতে বাধ্য হয়েছে। এই ঘটনা যে গত ১০ বছরে অসংখ্যবার হয়েছে তা নতুন কিছু নয়। গান মেলায় তো কত বছর হল ডাক পাই না। এমনকি কোনও সরকারি বা বেসরকারি অনুষ্ঠানেও আমি কালো তালিকাভুক্ত।

লগ্নজিতাকে যেভাবে অপমান করা হয়েছে তা শিল্পী খাতে ঘোর অন্যায়। এমনকি তিন-চার অক্ষরের গালাগালিও শুনেছি। কলকাতা রবীন্দ্র সদন মঞ্চে শারীরিক নিগ্রহের হুমকি তো আমি ছেড়েই দিলাম। তবে এটুকু বলা ভালো, যারা মঞ্চে নিয়মিত অনুষ্ঠানের ডাক পাচ্ছে, তাঁরা শাসকদলের সুনজরে আছেন। আমি হয়তো কুনজরে চলে গিয়েছি বলে আমার শো বাতিল করা হচ্ছে। শাসকের এই সকল চুরি, ধর্মবাজ নিয়ে একটা গান করলে তখন বোঝা যাবে, শিল্পী স্বাধীনতা ঠিক এই রাজ্যে কতটুকু।

আরও পড়ুন: মাত্র ৬ লাখেই নিউটাউনে আবাসন ফ্ল্যাট! নিজন্নে কীভাবে আবেদন করবেন জানুন

প্রসঙ্গত, আজ অর্থাৎ ২৪ ডিসেম্বর থেকেই ভাতার বইমেলা উৎসব শুরু হচ্ছে। মেলায় বিভিন্ন দিন সাংস্কৃতিক অনুষ্ঠানে কলকাতা থেকে শিল্পীরাও যোগ দিতে আসছেন। উদ্যোক্তাদের তরফ থেকে শিল্পী পল্লব কীর্তনিয়াকে আগামী ২৫ ডিসেম্বর সেখানে গান গাওয়ার জন্য আমন্ত্রণ জানানো হয়। তবে শেষ মুহূর্তে তাঁর অনুষ্ঠান বাতিল করা হল।

Leave a Comment