ভারত দখল করা হল না তাই এবার দিল্লি থেকে চাল আমদানির সিদ্ধান্ত বাংলাদেশের!

Bangladesh Rice Import From India decision by Yunus adviser

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি খুনের ঘটনায় বাংলাদেশের অশান্তি চরমে উঠেছে। ওপার বাংলার প্রায় সব প্রান্তেই উঠছে ভারতবিরোধী স্লোগান। মহম্মদ ইউনূসের দেশের নেতা কর্মীরা সেভেন সিস্টার্স দখলের হুমকি দিচ্ছেন। ঠিক সেই আবহে এবার একপ্রকার পোড়া মুখ নিয়েই ভারত থেকে চাল কিনতে চাইছে মহম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার (Bangladesh Rice Import From India)! জানা গিয়েছে, গতকাল অর্থাৎ 23 ডিসেম্বর এক বৈঠকের মাধ্যমে পেঁয়াজের পর এবার ভারত থেকে চাল কেনার সিদ্ধান্ত নিয়েছে ওপার বাংলার সরকার। বৈঠক শেষে সেই তথ্য প্রকাশ্যে আনেন ইউনূস সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। ঠিক কী জানালেন তিনি?

ঘুরে ফিরে ভারতের দরজাতেই আসতে হচ্ছে বাংলাদেশকে!

গতকালের বৈঠকের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে ইউনূস সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন একেবারে খোলাখুলি জানান, “অন্য দেশ যেমন ভিয়েতনাম থেকে চাল আনতে গেলে কেজিতে অন্তত 10 টাকা বেশি পড়বে। এদিকে ভারত থেকে কিনলে দাম অনেকটাই কম লাগবে। তাই পড়শি দেশ থেকে কম দামে চাল কিনতে পারলে অন্য দেশ থেকে চাল কিনব না। এর আগেও ভারত থেকে চাল এসেছে বাংলাদেশে।”

এদিন বাংলাদেশের বর্তমান অর্থ উপদেষ্টা আরও বলেন, “এর আগে আমরা ভারত থেকে পেঁয়াজ কেনার সিদ্ধান্ত নিই। তবে এই সিদ্ধান্তটা যদি আর কিছুটা আগে নেওয়া হতো তাহলে দেশের বাজারে পেঁয়াজের দাম আরও কমতো।” এদিন ওপারের অর্থ উপদেষ্টার বক্তব্য ছিল, ভারত থেকে চাল কেনায় লাভবান হবেন তারা। তাই যত দ্রুত সম্ভব পড়শি দেশ থেকে 50 হাজার মেট্রিক টন চাল আমদানির সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বলাই বাহুল্য, ভারতের পাশাপাশি পাকিস্তান থেকেও চাল আমদানি করবে বাংলাদেশ। তবে দিল্লির তুলনায় ইসলামাবাদ থেকে চাল আমদানির খরচ অনেকটাই বেশি পড়বে। তাছাড়াও ওদেশে চালের দাম বেশি। তা সত্ত্বেও দুই দেশ মিলিয়ে মোট 459 কোটি 5 লাখ 83 হাজার 165 টাকার চাল আমদানি করার কথা রয়েছে ইউনূস সরকারের। এ প্রসঙ্গে বাংলাদেশের পাত্তাভি অ্যাগ্রো ফুডস প্রাইভেট লিমিটেড জানিয়েছে, 77 লাখ 88 হাজার ডলারে ভারত থেকে 50 হাজার মেট্রিক টন চাল কিনবে বাংলাদেশ।

অবশ্যই পড়ুন: দুপক্ষের সংঘর্ষে ফের অশান্ত অসম, মৃত দুই আহত বহু! দুই জেলায় বন্ধ ইন্টারনেট

সব মিলিয়ে, ক্রমাগত ভারত বিরোধী স্লোগান এবং ভারত দখলের হুমকি দেওয়ার পরেও শেষ পর্যন্ত পেটে ভাত জোগাতে ভারতের উপরেই ভরসা করতে হচ্ছে বাংলাদেশকে। এ নিয়ে বিশ্লেষকদের দাবি, বাংলাদেশের নেতাকর্মীরা যতই বীরত্ব দেখাক না কেন পেঁয়াজ থেকে শুরু করে চাল সহ আগামী দিনে অন্যান্য আনুষাঙ্গিক জিনিসপত্রের জন্য ভারত ছাড়া গতি নেই বাংলাদেশের!

Leave a Comment