সাফ জিতে এসে আবারও সাফল্য, এবার উইমেন্স লিগে সেতু এফসিকে গুঁড়িয়ে দিল ইস্টবেঙ্গল

East Bengal FC wins against Sethu FC in iwl-

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ফের চ্যাম্পিয়নের তকমা গায়ে সেটে নিল ইস্টবেঙ্গল (East Bengal FC)। এইতো কিছুদিন আগেই সাফ ক্লাব চ্যাম্পিয়নশিপ জিতে কলকাতায় ফিরেছিল মশাল গার্লসরা। আর তার তিন দিনের মধ্যেই IWL টুর্নামেন্টে নেমে পড়ে লাল হলুদ। এদিন শুরুর দিকে কিছুটা ধাক্কা খেলেও পরবর্তীতে সৌম্য গুগুলথের দুরন্ত গোলে ম্যাচ জিতেই মাঠ ছাড়লো ইস্টবেঙ্গল। এদিকে লাল হলুদের নারী বাহিনীর ক্ষমতা দেখলো সেতু এফসি।

শেষ মুহূর্তে গোল করে ম্যাচ পকেটে পুরে নিলো ইস্টবেঙ্গল

বুধবার ইস্টবেঙ্গল বনাম সেতু এফসির রণক্ষেত্র ছিল কল্যাণী স্টেডিয়ামের মাঠ। সেখানেই দাপট দেখিয়ে শুরুটা করেছিল লাল হলুদ। প্রথমদিকে নিজেদের মধ্যে বোঝাপড়া গড়ে তুলে ছোট ছোট পাস খেলে ম্যাচ এগিয়ে নিয়ে যাচ্ছিলেন লাল হলুদের মেয়েরা। তবে লাল হলুদের দাপট বেশিক্ষণ টিকিয়ে রাখতে দেয়নি সেতু এফসি। খেলা কিছুটা গড়াতেই বল নিজেদের পায়ে নিয়ে নেয় ইস্টবেঙ্গলের প্রতিপক্ষ। সেখান থেকে আক্রমণ শানিয়ে লাল হলুদকে চেপে ধরার চেষ্টা করছিল সেতু এফসি।

তবে সেই চাপ সত্বেও 32 মিনিটের মাথায় গোল করার সুবর্ণ সুযোগ পায় ইস্টবেঙ্গল। তবে গোলকিপারকে ফাঁকা বক্সে পেলেও জালে বল জড়াতে পারেননি লাল হলুদের মেয়েরা। তাতে প্রথম সুযোগ হাতছাড়া হওয়ায় বড় ধাক্কা খায় মশাল দল। আসলে সাফ খেলে আসার পর IWL টুর্নামেন্টের জন্য বিশেষ প্রস্তুতি নিতে পারেননি ইস্টবেঙ্গলের কেউই। তবে আত্মবিশ্বাসটা ছিলই। আর সেটাকেই পুঁজি বানিয়ে আক্রমণে ফেরে লাল হলুদ। হাল ছাড়ার পাত্র নয় সেতু এফসিও। তারাও ক্রমাগত চেষ্টা করে যায় ইস্টবেঙ্গলকে আটকানোর।

 

অবশ্যই পড়ুন: বিজয় হাজারের প্রথম দিনেই দুরন্ত সেঞ্চুরি রোহিত-কোহলির, শিক্ষা পেল BCCI?

তবে কথায় আছে শেষ ভালো যার সব ভালো তার। এদিন প্রতিপক্ষের বিচক্ষণ ফুটবল সত্বেও সেতু এফসির দুর্গ ভেঙে গোল করার চেষ্টা করে গিয়েছেন সৌম্য গুগুলথরা। শেষ পর্যায়ে পৌঁছে সেই চেষ্টাতেই ফল এলো। খেলা যখন 76 মিনিটে পৌঁছেছে গোলশূন্য ম্যাচে সংখ্যা যোগ করার সুযোগ ছিল সেতু এফসির মেয়েদের হাতে। তবে সেই সুযোগ মিস করার পরের মিনিটে সুরঞ্জনা বাউলের পাস থেকে পেনাল্টি বক্সের বাইরে দাঁড়িয়ে বা পায়ের শটে গোল করে দেন ইস্টবেঙ্গলের সৌম্য। আর সেটাই হয়ে যায়, লাল হলুদের জয় সূচক গোল। এরপর আর পাল্টা গোল করতে পারেননি দুদলের কেউই। তাতে 1-0 ব্যবধানে ম্যাচ নিজেদের নামে করে নেয় মশাল কন্যারা।

Leave a Comment