বিক্রম ব্যানার্জী, কলকাতা: 64 কোটি 30 লাখ টাকা হাতে রেখে নিলাম থেকে বেছে বেছে পছন্দের প্লেয়ারদের কিনেছে কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders)। আর যাই হোক, গতবারের মতো ব্যর্থতায় নাম লেখানো যাবে না। তাই নতুন সিজনের জন্য শক্তিশালী দল গড়তে বদ্ধপরিকর শাহরুখ খানের ম্যানেজমেন্ট। সেই মতোই হয়েছে কাজ। এখন বাকি IPL 2026 এর রণকৌশল তৈরি। আর সেটা মিটে গেলেই অধিনায়ক এবং সহ অধিনায়কের নাম ঘোষণা করে দিয়ে লড়াইয়ে নেমে পড়বে KKR। আর ঠিক সেই আবহেই দলের হয়ে আত্মবিশ্বাসী কথা বলে দিলেন রিঙ্কু সিং।
IPL 2026 এ দল কেমন খেলবে জানানেল রিঙ্কু!
গত নভেম্বরে রিটেনশন তালিকা প্রকাশ করে পুরনো সঙ্গী তথা ভারতীয় টি-টোয়েন্টি দলের যোগ্য ফিনিশার রিঙ্কু সিংকে ধরে রেখেছে কলকাতা নাইট রাইডার্স। এবার তিনিই মুখ খুললেন IPL 2026 এর আগে দলের প্রস্তুতি ও পরবর্তী পরিকল্পনা নিয়ে! সম্প্রতি এক অনুষ্ঠানে ভারতীয় তারকা রিঙ্কুকে একপ্রকার ছেকে ধরেছিলেন সাংবাদিকরা। কম করে খান দশেক ক্যামেরা তাক করা হয়েছিল তাঁর দিকে।
রিঙ্কুকে সামনে পেতেই দল কলকাতা নাইট রাইডার্সের প্রস্তুতি নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। সেই সাথে আগামী IPL সিজনকে KKR কেমন ভাবে দেখছে এই প্রশ্ন করা হয় ভারতীয় তারকাকে। এর উত্তরে ক্যামেরার মুখোমুখি হয়ে নাইট স্টার রিঙ্কু খুব পরিষ্কারভাবে জানালেন, “আমরা নিলাম থেকে ভাল ভাল প্লেয়ার কিনেছি। তাতে সুন্দর দল গড়ে উঠেছে। আপাতদৃষ্টিতে যা মনে হচ্ছে ব্যালান্স টিম হয়ে উঠেছে KKR। আশা করছি আগামী সিজনের ফাইনাল আমরাই জিতবো।”
অবশ্যই পড়ুন: “সংখ্যালঘু নির্যাতন বন্ধ না হলে…..”! বাংলাদেশগামী পণ্যবাহী ট্রাক আটকে ফুলবাড়ি চেকপোস্টে বিক্ষোভ হিন্দুদের
এদিন আচমকা গাদা খানেক ক্যামেরা এবং লাইটের আলোয় একেবারে হকচকিয়ে গিয়েছিলেন রিঙ্কু। পরে সাংবাদিকদের প্রশ্নে শান্ত হয়ে উত্তর দেন ভারতীয় ক্রিকেটার। এদিন রিঙ্কুকে কিছুটা অস্বস্তিতে দেখালেও একেবারে আত্মবিশ্বাসের সাথে প্রতিটা প্রশ্নের উত্তর দিয়েছিলেন তিনি। যা দেখে অনেকেই বলছেন আসন্ন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে জেতার জন্যই দল গড়ছে KKR। এখন দেখার শেষ পর্যন্ত পুরনো ব্যর্থতার পুনরাবৃত্তি হয় নাকি পাথর ভেঙে চতুর্থ IPL ট্রফিটা ওঠে নাইটদের ঘরে।