বিক্রম ব্যানার্জী, কলকাতা: অল্প খরচে বিদেশ ভ্রমণ এবং বাইরের দেশে গিয়ে চাকরি করার স্বপ্ন থাকলে নিউজিল্যান্ড ভারতীয়দের জন্য সবচেয়ে বড় বিকল্প হতে চলেছে। সম্প্রতি নিউজিল্যান্ডের সাথে একটি মুক্ত বাণিজ্য চুক্তি করেছে ভারত। এই চুক্তির অধীনে ভারত যে শুধু ব্যবসায়িক দিক থেকে লাভবান হবে তাই নয় পাশাপাশি ভারতের যুবক-যুবতী অর্থাৎ পেশাদার এবং ভারতীয় শিক্ষার্থীদের ভবিষ্যতের স্বার্থে যথেষ্ট গুরুত্বপূর্ণ হতে চলেছে এই চুক্তি। আসলে ভারতের বন্ধু দেশ নিউজিল্যান্ডের স্পেশাল ওয়ার্কিং হলিডে ভিসার (Working Holiday Visa) মাধ্যমে এবার থেকে ভারতের যুবরা অর্থাৎ 18 থেকে 30 বছরের যে কোনও শিক্ষার্থী নিউজিল্যান্ডে ভ্রমণের পাশাপাশি সেখানে 1 বছর থাকা-খাওয়া এমনকি চাকরির সুযোগ পাবেন। এক কথায় রোজগারের পাশাপাশি ভ্রমণ করতে পারবেন নিউজিল্যান্ডে।
ওয়ার্কিং হলিডে ভিসার সুবিধা
নিউজিল্যান্ড প্রশাসনের তরফে চালু হওয়া বিশেষ ওয়ার্কিং হলিডে ভিসায় লাভবান হবেন ভারতের যুবক যুবতীরা। একাধিক রিপোর্ট অনুযায়ী, 18 থেকে 30 বছর বয়সী যেসব ভারতীয়দের কাছে নিউজিল্যান্ডের এই বিশেষ ভিসা থাকবে তারা একেবারে অল্প খরচে 12 মাস অর্থাৎ টানা 1 বছর নিউজিল্যান্ডে ভ্রমণ করার পাশাপাশি সেখানে পার্টটাইম অথবা ফুলটাইম কাজ করে মোটা টাকা রোজগার করতে পারবেন। এক কথায়, আপনার কাছে নিউজিল্যান্ডের ওয়ার্কিং হলিডে ভিসা থাকলে অল্প খরচে বিদেশ অর্থাৎ নিউজিল্যান্ডে ভ্রমণের পাশাপাশি আপনি সে দেশেই কাজ করে নিজের ভ্রমণের খরচ বহন করতে পারবেন।
আরও পড়ুনঃ বাড়ি কেনার জন্য ২৫ লক্ষ টাকা দিচ্ছে কেন্দ্র সরকার! কারা পাবেন?
বিশ্লেষক মহলের দাবি, ভারত এবং নিউজিল্যান্ডের বিশেষ চুক্তির পর এই ওয়ার্কিং হলিডে ভিসার হাত ধরে ভারতের মেধাবী যুবক-যুবতীরা নিউজিল্যান্ডের থেকে কাজ করার পাশাপাশি আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের সুযোগ পাবে। নিউজিল্যান্ডের বিভিন্ন সংস্থা কিংবা অন্যান্য কর্পোরেট সেক্টরে কাজ করার মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের যুবরা নিজেদের প্রতিভাকে অনেকটাই উন্নত করতে পারবে বলেই মনে করছেন অভিজ্ঞ মহল। এক কথায়, ভারতীয় শিক্ষার্থীদের জন্য শিক্ষা, কর্মস্থল এবং বৈশ্বিক অভিজ্ঞতার দিক থেকে একটি নতুন দিক উন্মোচন করবে ভারত এবং নিউজিল্যান্ডের এই বিশেষ চুক্তি।
অবশ্যই পড়ুন: বাড়বে শীতের দাপট, দক্ষিণবঙ্গের ৪ জেলায় শৈতপ্রবাহের সম্ভাবনা, আজকের আবহাওয়া
প্রসঙ্গত, দেশের যুবক বা তরুণ প্রজন্মের জন্য যেমন নিউজিল্যান্ডে গিয়ে ভ্রমণের পাশাপাশি রোজগারের একটি নতুন রাস্তা তৈরি করেছে ওয়ার্কিং হলিডে ভিসা। ঠিক একইভাবে ভারত এবং নিউজিল্যান্ডের মধ্যে বিশেষ চুক্তির অধীনে লাভবান হতে চলেছেন দেশের পেশাদাররাও। বলাই বাহুল্য, দুই দেশের মধ্যে বিশেষ চুক্তির অধীনে এবার থেকে ভারতীয়রা নতুন অস্থায়ী ওয়ার্ক ভিসার সুবিধা পাবেন। এর মাধ্যমে প্রায় 5 হাজার ভারতীয় পেশাদার একবারে তিন বছরের জন্য নিউজিল্যান্ডে কাজ করতে পারবেন। উদাহরণ হিসেবে বলা যেতে পারে, ইঞ্জিনিয়ারিং, স্বাস্থ্য সেবা, শিক্ষা এবং নির্মাণ ক্ষেত্রে কাজের সুযোগ পাবেন ভারতীয়রা। এছাড়াও ভারতীয় সেফ, প্রশিক্ষক, সংগীত শিক্ষকের মতো পেশাগুলিকেও গুরুত্ব দেওয়া হয়েছে এই ভিসায়।