হাদির খুনিরা গ্রেফতার হয়নি এখনও! পদত্যাগ করলেন ইউনূসের বিশেষ সহকারি

Bangladesh Hadi Murder Muhammad Yunus special assistant resign

বিক্রম ব্যানার্জী, কলকাতা: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি খুনের ঘটনায় (Bangladesh Hadi Murder) দফায় দফায় অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ। ওপারের যুব নেতার খুনিদের গ্রেফতারি ও গোটা ঘটনার তদন্তের অগ্রগতির বিষয়ে জানতে চেয়ে গত শনিবার মহম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের দুই গুরুত্বপূর্ণ নেতার পদত্যাগ দাবি করে হাদির পার্টি ইনকিলাব মঞ্চ। আর তারপরেই বুধবার বাংলাদেশের রাষ্ট্রপতি মহম্মদ সাহাবুদ্দিনের কাছে নিজের পদত্যাগ পত্র জমা দিলেন প্রধান উপদেষ্টা ইউনূসের বিশেষ সহকারি খোদাবক্স চৌধুরী। সেই ইস্তফা পত্র গ্রহণ করেছেন ওপারের রাষ্ট্রপতিও।

বিবৃতি দিয়েছে ইউনূসের প্রেস উইং

জুলাই গণঅভ্যুত্থানে শেখ হাসিনা বাংলাদেশ ছাড়ার পর দীর্ঘ আলাপ আলোচনা পর্বের মধ্যে দিয়ে গঠন করা হয়েছিল মহম্মদ ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার। সেই সরকারেরই প্রতিমন্ত্রী পদমর্যাদায় তিন জনকে বিশেষ সহকারী হিসেবে নিয়োগ করা হয়। এই নিয়োগ দিয়েছিলেন খোদ ইউনূস নিজেই। বলাই বাহুল্য, ইউনূসের তিন বিশেষ সহকারিকে স্বরাষ্ট্র, শিক্ষা মন্ত্রক এবং স্বাস্থ্য মন্ত্রকের উপদেষ্টাদের সহযোগিতার জন্য দায়িত্বে বসানো হয়েছিল।

এই তিন আসনের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রকের উপদেষ্টার সহযোগিতার দায়িত্ব পেয়েছিলেন বাংলাদেশের প্রাক্তন আইজি খোদাবক্স। একই সাথে শিক্ষা এবং স্বাস্থ্য মন্ত্রকের দায়িত্বে ছিলেন অধ্যাপক এম আমিনুল ইসলাম এবং অধ্যাপক সায়েদুর রহমান। এই দুজনের মধ্যে আমিনুল আগেই পদত্যাগ করেছেন। এবার পদত্যাগ পত্র জমা দিলেন স্বরাষ্ট্র মন্ত্রকের উপদেষ্টার সহযোগী খোদাবক্স।

এ নিয়ে বুধবার রাতেই বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ইউনূসের প্রেস উইং একটি বিবৃতি জারি করেছে। সেই বিবৃতিতে একেবারে খোলাখুলি জানানো হয়েছে, অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী তথা প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী স্বইচ্ছায় পদত্যাগ করতে যেয়ে রাষ্ট্রপতিকে পদত্যাগ পত্র পাঠিয়েছেন। সেই অনুরোধ গ্রহণ করেছেন রাষ্ট্রপতিও।

অবশ্যই পড়ুন: এই ভিসায় অল্প পয়সায় বিদেশ ভ্রমণের পাশাপাশি হবে আয়ও!

উল্লেখ্য, এর আগে হাদির মৃত্যুতে কেন এখনও পর্যন্ত দোষীদের গ্রেফতার করা গেল না? এমন প্রশ্ন নিয়েই শনিবার ইউনূসের অন্তর্বর্তী সরকারকে তদন্তের অগ্রগতির জন্য ঠিক 24 ঘন্টা সময় বেঁধে দিয়েছিল ইনকিলাব মঞ্চ। শুধু তাই নয়, এই নির্দিষ্ট সময়ের মধ্যে কাজের কাজ না হলে ইউনূসের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী এবং উপদেষ্টা সহযোগী অর্থাৎ ইউনূসের বিশেষ সহকারি খোদাবক্স চৌধুরীর পদত্যাগ দাবি করেন তারা। এবার সেই দাবির 6 দিনের মধ্যেই নিজের পদ থেকে সরে দাঁড়ালেন খোদাবক্স।

Leave a Comment