বিক্রম ব্যানার্জী, কলকাতা: বুধবার, বিজয় হাজারেতে ক্ষমতা দেখিয়েছেন 14 বছরের বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)। ব্যাট হাতে প্রতিপক্ষ অরুণাচলের বোলারদের বিরুদ্ধে একেবারে রুদ্রমূর্তি ধরেছিলেন তিনি। এদিন 36 বলে সেঞ্চুরি হাঁকিয়ে ফেলেন সূর্যবংশী। শেষ পর্যন্ত তাঁর ব্যাট থেকে 84 বলে 190 রানের বিরাট ইনিংস উপহার পেয়েছিল বিহার। আর তাতেই 177 রানে গুটিয়ে যায় প্রতিপক্ষ অরুণাচল প্রদেশ। বিহারের এই জয়ের ম্যাচের পরই বৈভবের পারফরমেন্স নিয়ে প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন অনেকে। সেই তালিকায় নাম জুড়েছে কংগ্রেস সাংসদ শশী থারুরেরও। এবার তিনিই প্রশ্ন করলেন আর কীসের অপেক্ষা? ভারতীয় দলে কেন জায়গা পাচ্ছেন না বৈভব?
ঘরোয়া ক্রিকেটে বৈভব ঝড়
গতকাল প্রথমে ব্যাট করতে নেমে অরুণাচলের বোলিং বিভাগকে একেবারে কুপোকাত করে ফেলেছিল বিহারের ছেলেরা। ব্যাট হাতে শুরু থেকেই তান্ডব দেখিয়েছেন বৈভব সূর্যবংশী। তবে শুধু বৈভব একা নন, অধিনায়ক সাকিবুল গনিও 40 বলে 128 রানের এক অনবদ্য ইনিংস খেলেছিলেন। রান পেয়েছেন দলের আরও কয়েকজন ব্যাটসম্যান। তবে এ সবের মাঝেই 54 বলে 150 রান করে কিংবদন্তি দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার এবি ডি ভেলিয়ার্সের এক পুরনো রেকর্ড গুঁড়িয়ে দেন বৈভব। শুধু তাই নয়, লিস্ট এ ক্রিকেটে দ্রুততম 150 করা ক্রিকেটার হয়ে ওঠেন তিনি।
বৈভবের পারফরমেন্স দেখে মুগ্ধ শশী থারুর
গতকাল বিহারের হয়ে বৈভবের চোখ ধাঁধানো পারফরমেন্সের পর অনেকেই ভারতীয় কিশোরের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিলেন। বুধবার সূর্যবংশীর ব্যাটে আগুন ঝরতে দেখে অনেকেই তাঁকে জাতীয় দলে নির্বাচনের আহ্বান জানিয়েছিলেন। এসবের মাঝেই বৈভবকে নিয়ে নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে একটি পোস্ট করেন কংগ্রেস সাংসদ শশী থারুর।
ওই পোস্টে হাত শিবিরের নেতা লেখেন, “ভারতীয় ক্রিকেট সত্যিই এক সুখী মুহূর্ত প্রত্যক্ষ করছে।” এদিন মাত্র 16 বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে সচিন তেন্ডুলকরের অভিষেকের কথা স্মরণ করিয়ে শশী লিখেছিলেন, “শেষবার 14 বছর বয়সী একজন ক্রিকেটার এমন অসাধারণ প্রতিভা দেখিয়েছিল, তিনি ছিলেন তেন্ডুলকর। নির্বাচকরা এখন আর কীসের অপেক্ষা করছেন? বৈভব সূর্যবংশী ফর ইন্ডিয়া!” সব মিলিয়ে, বৈভব সূর্যবংশীর খেলার ধরন এবং তাঁর ম্যাচ জেতানো ইনিংস দেখে তাঁকে একপ্রকার ভারতীয় দলে অন্তর্ভুক্তির আহ্বান জানালেন থারুর।
The last time a fourteen year old showed such prodigious cricketing talent, it was Sachin Tendulkar — and we all know what became of him. What are waiting for? VaibhavSuryavanshi for India!@imAagarkar @GautamGambhir @bcci @sachin_rt https://t.co/BK9iKqBGV2
— Shashi Tharoor (@ShashiTharoor) December 24, 2025
অবশ্যই পড়ুন: এই ভিসায় অল্প পয়সায় বিদেশ ভ্রমণের পাশাপাশি হবে আয়ও!
বৈভব কি এখনই টিম ইন্ডিয়ায় খেলতে পারবেন?
স্বাভাবিকভাবেই প্রশ্ন থাকে, দুর্দান্ত পারফরমেন্সের পর বৈভব সূর্যবংশী কি ভারতীয় দলে জায়গা পাবেন? বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে এমন প্রশ্ন উঠলে সাধারণত উত্তর হিসেবে আসবে না। কারণ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের নিয়ম। আসলে ICC আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের জন্য ন্যূনতম বয়স নির্ধারণ করে দিয়েছে। 2020 সালের নিয়ম অনুযায়ী, 15 বছরের কম বয়সী প্লেয়াররা আন্তর্জাতিক ক্রিকেট খেলতে পারবেন না। সেখানে বৈভবের বয়স 14 বছর। তবে 2026 এর 27 মার্চ 15 বছর বয়সে পদার্পণ করবেন সূর্যবংশী। সেক্ষেত্রে এরপর নির্বাচকরা চাইলে তাকে জাতীয় দলে ডেকে নিতে পারেন।