সহেলি মিত্র, কলকাতা: বছর শেষ হতে আর মাত্র হাতেগোনা কয়েকটা দিন বাকি। অপরদিকে বকেয়া ডিএ বা মহার্ঘ্য ভাতা নিয়ে ক্ষোভ বাড়ছে বাংলার সরকারি কর্মীদের মধ্যে। তবে এসবের মাঝেই বিরাট বড় সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার। যার দরুণ লাভবান হবেন সরকারি কর্মীরা। আগামী দিনে মিলবে দারুণ প্রমোশনের সুযোগ। আরও বিশদে জানতে চোখ রাখুন আজকের এই প্রতিবেদনটির ওপর।
বিরাট সিদ্ধান্ত নিল পশ্চিমবঙ্গ সরকার
জানা গিয়েছে, পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য, বিশেষ করে যারা বিভিন্ন দপ্তরের অধীনস্থ ডাইরেক্টরেটগুলিতে কর্মরত, তাঁদের জন্য বড় পদক্ষেপ নিয়েছে নবান্ন (Nabanna)। দীর্ঘদিন ধরে একটানা আলোচনার অবশেষে বুধবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকে ‘ডাইরেক্টরেট কমন ক্যাডার’ তৈরির প্রস্তাবে চূড়ান্ত ছাড়পত্র দেওয়া হয়েছে। রাজ্য সরকারের এই সিদ্ধান্তের ফলে আগামী দিনে হাজার হাজার কর্মীর পদোন্নতি বা প্রোমোশনের সুযোগ একলাফে অনেকটাই বেড়ে গেল বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুনঃ বাড়ি কেনার জন্য ২৫ লক্ষ টাকা দিচ্ছে কেন্দ্র সরকার! কারা পাবেন?
ডাইরেক্টরেট কমন ক্যাডার কী?
এখন আপনার মনেও প্রশ্ন জাগছে নিশ্চয়ই যে ডাইরেক্টরেট কমন ক্যাডার কী? প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, রাজ্যে বর্তমানে ১০৬টি ডাইরেক্টরেট রয়েছে এবং সেখানে প্রায় ১১ হাজারেরও বেশি আধিকারিক ও কর্মী কর্মরত আছেন। এতদিন পর্যন্ত প্রচলিত নিয়ম অনুযায়ী, একজন কর্মী যেই ডাইরেক্টরেটে চাকরিতে যোগদান করতেন, তাকে মূলত সেই ডাইরেক্টরেটেই সীমাবদ্ধ থাকতে হত। এর ফলে পদোন্নতির সুযোগ ছিল অত্যন্ত সীমিত।
আরও পড়ুনঃ নতুন বছরে ২২০ কিমি গতিতে ছুটবে ট্রেন, তৈরি হচ্ছে ভারতের প্রথম হাইস্পিড রেল ট্র্যাক
দীর্ঘ চাকরি জীবনে মাত্র একটি প্রোমোশন পেতে পেতেই কর্মীদের অবসরের সময় চলে আসত। কিন্তু এবার সেই নিয়মে আমূল পরিবর্তন আসতে চলেছে। সরকারের নয়া নিয়মের ফলে সমস্ত ডাইরেক্টরেটের কর্মীদের প্রশাসনিক ও কর্মিবর্গ দপ্তরের অধীনে নিয়ে এসে একটি ‘কমন ক্যাডার’ তৈরি করা হবে। এর ফলে এক ডাইরেক্টরেট থেকে অন্য ডাইরেক্টরেটে বদলি বা ট্রান্সফারের দরজা পথ আরও মসৃণ হবে।