১৭ বছর পর দেশে ফিরলেন খালেদা পুত্র তারেক, তার আগেই বোমা বিস্ফোরণে উত্তপ্ত বাংলাদেশ

Tarique Rahman In Bangladesh new bomb blast incident

বিক্রম ব্যানার্জী, কলকাতা: অবশেষে ঘরের ছেলে ফিরেছে ঘরে। দীর্ঘ 17 বছর পর বাংলাদেশের মাটিতে পা রাখলেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান (Tarique Rahman In Bangladesh)। বৃহস্পতিবার সকাল, 9টা বেজে 56 মিনিটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে নামে তার বিমান। তবে তিনি একা নন, এবার সঙ্গে নিয়ে এসেছেন স্ত্রী জুবাইদা রহমান এবং মেয়ে জাইমা রহমানকে। এদিকে, তারেককে স্বাগত জানাতে ঢাকা জুড়ে ঢল নেমেছে বিএনপি’র কর্মী সমর্থকদের। তবে খালেদা পুত্র দেশে ফেরার ঠিক আগের সন্ধ্যায় আরও একবার নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে বাংলাদেশ। ককটেল বোমা বিস্ফোরণে ফের রক্ত দেখল ঢাকা। এদিন ওপারের রাজধানীর ইস্কাটনের মগবাজারে এই ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় প্রাণ হারায় এক যুবকের।

ফের অশান্ত বাংলাদেশ!

গতকাল অর্থাৎ বুধবার সন্ধ্যায় স্থানীয় সময় রাত পৌনে আটটা নাগাদ ঢাকার নিউ ইস্কাটনের মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের দরজার সামনে ভয়াবহ ককটেল বোমা বিস্ফোরণ ঘটে। আর সেই জোরালো বিস্ফোরণের ঘটনায় প্রাণ যায় এক যুবকের। এছাড়াও আহত হন বেশ কয়েকজন। ইতিমধ্যেই নিহতের পরিচয় জানিয়েছে বাংলাদেশ পুলিশ। ঢাকার উপ- কমিশনার মাসুদ আলাম জানান নিহতের নাম সিয়াম। তিনি খুলনার বাসিন্দা। স্থানীয় একটি ডেকোরেটার্সের কর্মী ছিলেন।

পুলিশ সূত্রে খবর, গতকাল রাতে চা খেতে ঘটনাস্থলে পৌঁছন সিয়াম। ভাগ্যের ফের তখনই ঘটে বোমা বিস্ফোরণ। আর তাতেই অকালে প্রাণ ঝরে তাঁর। এ নিয়ে প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, সিয়ামের মাথার উপর আচমকা এসে পড়ে ককটেল বোমা। আর তারপরই সেটি বিস্ফোরিত হলে মাটিতে লুটিয়ে পড়েন সিয়াম নামক ওই ব্যক্তি। পরবর্তীতে ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ছুটে আসেন স্থানীয় পুলিশ থেকে শুরু করে সেনাবাহিনীর সদস্যরা। ঘটনাস্থলে পৌঁছয় বম স্কোয়াডও।

অবশ্যই পড়ুন: বিজয় হাজারেতে দাপট দেখিয়ে এবার ভারতীয় দলে জায়গা পাচ্ছেন বৈভব সূর্যবংশী?

সব মিলিয়ে, ওসমান হাদি খুনের ঘটনায় দফায় দফায় অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ। আর ঠিক সেই আবহে সমস্ত খবর জানা সত্ত্বেও নিজ দেশে ফিরলেন খালেদা জিয়ার পুত্র তারেক রহমান। মূলত সে কারণেই এবার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নিরাপত্তা নিয়ে যথেষ্ট উদ্বেগে বাংলাদেশ ন্যাশনাল পার্টির কর্মী সমর্থকরা।

Leave a Comment