বিক্রম ব্যানার্জী, কলকাতা: কম্বোডিয়া এবং থাইল্যান্ডের মধ্যে সংঘর্ষের জের সীমান্তবর্তী এলাকার এক মন্দির এবং হিন্দু দেবতা ভগবান বিষ্ণুর 328 ফুটের একটি মূর্তি জেসিবি দিয়ে গুঁড়িয়ে দেওয়া হল (Lord Vishnu Statue Vandalized)। যেই দৃশ্য ইতিমধ্যেই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। এ নিয়ে কম্বোডিয়া সরকারের অভিযোগ, প্রতিহিংসা পরায়ণ থাইল্যান্ড সরকার এই নক্কারজন জনক ঘটনা ঘটিয়েছে। ইচ্ছে করেই বিষ্ণু দেবতার মূর্তি ধুলোয় মিশিয়ে দেওয়া হয়েছে। যা নিয়ে এবার কড়া প্রতিক্রিয়া জানালো ভারতও।
থাই সেনার মূর্তি ভাঙার ঘটনায় প্রতিক্রিয়া ভারতের
বিগত দিনগুলিতে বারবার সংঘর্ষের বাতাবরণ তৈরি হয়েছে কম্বোডিয়া এবং থাইল্যান্ড সীমান্তে। জানা গিয়েছে, থাইল্যান্ড সেনার তরফে কম্বোডিয়ার সীমান্তবর্তী এলাকার যে বিষ্ণু দেবতার মূর্তিটি ভাঙ্গা হয়েছে সেটি থাইল্যান্ড সীমান্তের একেবারে কাছে অবস্থিত। মন্দির কর্তৃপক্ষের দাবি, একেবারে ইচ্ছে করেই প্রতিহিংসা পরায়ণ থাই সরকার এই কাজ করেছে। এবার এই ঘটনায় থাইল্যান্ড সেনার বিষ্ণু মূর্তি ভাঙার পদক্ষেপের তীব্র নিন্দা জানিয়ে বড় বার্তা দিয়েছে ভারতীয় বিদেশমন্ত্রক।
গোটা বিষয়টিকে অসম্মানজনক বলে অভিহিত করে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল কঠোর সমালোচনা করেন। নয়াদিল্লির তরফে স্পষ্ট জানানো হয়, হিন্দু এবং বৌদ্ধ ধর্মের দেবতাদের এই অঞ্চলের বহু মানুষ পুজো করে থাকেন। এই সভ্যতা এবং সংস্কৃতির সাথেও ভারতের গভীর যোগ রয়েছে। থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মধ্যে শান্তি ফেরাতে প্রাণহানি বা সম্পত্তির ক্ষয় না করে পারস্পরিক আলোচনা বা কূটনৈতিক আলোচনার মধ্যে দিয়ে গোটা বিষয়টি মিটমাট করে দেওয়া উচিত।
The reported demolition of a Vishnu icon at the Cambodia–Thailand border is deeply troubling. Sacred religious symbols are not collateral damage; they represent living traditions, history, and identity for millions. Destroying them only escalates tensions. https://t.co/7vOs08Tfmd
— Hindu American Foundation (@HinduAmerican) December 25, 2025
অবশ্যই পড়ুন: শীঘ্রই পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের বড় উপহার দিতে চলেছে নবান্ন
ভারতীয় বিদেশ মন্ত্রকের তরফে একেবারে স্পষ্ট বার্তা দিয়ে বলা হয়, নিজেদের মধ্যে অশান্তি মেটাতে না পেরে জাতীয় সম্পদ থেকে শুরু করে জনসাধারণের ধর্মীয় ভাবাবেগে আঘাত লাগে এমন কাজ কখনোই করা উচিত নয়। এই ধরনের অসম্মানজনক কাজ গোটা বিশ্বজুড়ে ভক্ত এবং অনুরাগীদের অনুভূতিকে আঘাত করে। শান্তি ফিরিয়ে আনতে উভয় দেশকে কূটনৈতিক পথে হাঁটার অনুরোধ জানানো হচ্ছে।