Asia Power Index 2025
সৌভিক মুখার্জী, কলকাতা: ২০২৫ সাল ভারতের প্রতিরক্ষা খাতের (India’s Defence Sector) জন্য ঐতিহাসিক বছর, তা নিঃসন্দেহে বলের অপেক্ষা রাখে না। কারণ, বদলে যাওয়া বৈশ্বিক নিরাপত্তা পরিস্থিতির মাঝে সামরিক শক্তি যেভাবে উন্নত হয়েছে, তা সত্যিই প্রশংসার দাবি রাখে। সম্প্রতি অস্ট্রেলিয়ার প্রভাবশালী থিঙ্ক ট্যাঙ্ক লোয়ি ইনস্টিটিউটের প্রকাশিত এশিয়া পাওয়ার ইনডেক্স ২০২৫ (Asia Power Index 2025) এর একটি রিপোর্ট ভারতকে বিশ্বের তৃতীয় বৃহত্তম প্রতিরক্ষা শক্তি হিসেবে স্বীকৃতি দিয়েছে। অন্যদিকে ভারতের উপরে রয়েছে শুধুমাত্র আমেরিকা এবং চিন। কিন্তু কীভাবে এই অসাধ্য সাধন করল দিল্লি?
অপারেশন সিঁদুরে বিশ্বকে জাত চিনিয়েছিল ভারত
লোয়ি ইন্সটিটিউটের ওই রিপোর্টে ভারতের সাফল্যের পিছনে সবথেকে বড় ভূমিকা রেখেছে অপারেশন সিঁদুর। কারণ, এই অভিযানে দেশীয় প্রযুক্তিতে তৈরি অস্ত্র ব্যবস্থার ড্রোন এবং অ্যান্টি-ড্রোন অপারেশনের মাধ্যমে ভারত প্রতিরক্ষা ব্যবস্থায় বিশ্বের নজর কেড়েছে। বিশেষজ্ঞরা মনে করছে, অপারেশন সিঁদুর প্রমাণ করেছে যে, জরুরী পরিস্থিতিতে ভারত নিজস্ব প্রযুক্তিতেই সামরিক অভিযান চালাতে সক্ষম। একসময় বিশ্বের অন্যতম বৃহৎ অস্ত্র আমদানিকারক দেশ হলেও এখন ধীরে ধীরে প্রতিরক্ষা রফতানিকারক দেশ হিসাবে আত্মপ্রকাশ করছে ভারত। আর সাম্প্রতিক বছরগুলোতে একাধিক আন্তর্জাতিক প্রতিরক্ষা চুক্তি ভারতের এই দ্বৈরথকে আরও এগিয়ে রেখেছে।
আরও পড়ুন: নবান্নের চেষ্টার পরেও আটকে পেনশন! রাজ্য সরকারের পুরনো নিয়মই হল কাল
কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রকের রিপোর্ট অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবর্ষে ভারতের প্রতিরক্ষা রফতানি ছিল মোটামুটি ২৪,০০০ কোটি টাকা। আর ২০২৬ এর মার্চ মাসের মধ্যে এই অংক ৩০,০০০ কোটি টাকা ছাড়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পাশাপাশি ২০১৯ সালের মধ্যে প্রতিরক্ষা রফতানি খাতে সেই অংক পৌঁছবে প্রায় ৫০,০০০ কোটি টাকায়।
প্রতিরক্ষা মন্ত্রক ২০২৫ সালকে মূলত ভারতের জন্য সংস্কারের বছর হিসাবেই ঘোষণা করেছে। আত্মনির্ভর ভারত অভিযানের আওতায় দেশীয় অস্ত্র উৎপাদন থেকে শুরু করে উন্নত ড্রোন প্রযুক্তি, ডিফেন্স, ইন্ডাস্ট্রিয়াল করিডর আর রফতানির ক্ষেত্রে বিরাট অগ্রগতি পেয়েছে ভারত। বিশেষজ্ঞরা ধারণা করছে, ২০২৬ সাল ভারতের প্রতিরক্ষা খাতে সবথেকে বিস্তারের বছর হতে চলেছে। উন্নত প্রযুক্তি থেকে শুরু করে বড় আকারের রফতানি আর আন্তর্জাতিক অংশীদারিত্ব আরও জোরদার হবে।
আরও পড়ুন: ‘মহানায়কের পর কেউ থাকলে সেটা তিনি!’ মিঠুন চক্রবর্তীর প্রশংসায় পঞ্চমুখ রচনা ব্যানার্জি
বাড়বে প্রতিরক্ষা বাজেট
এদিকে প্রাক্তন লেফটেন্যান্ট জেনারেল মোহন ভাণ্ডারি সম্প্রতি জানিয়েছেন, প্রতিবেশী দেশগুলির অস্থির পরিস্থিতি, বাংলাদেশ, নেপালসহ একাধিক অঞ্চলের নিরাপত্তা চ্যালেঞ্জ ভারতকে বর্তমানে একাধিক দিকে প্রস্তুত থাকার জন্য বার্তা দিচ্ছে। আর সেই কারণে ২০২৬-২৭ অর্থবর্ষে প্রতিরক্ষা বাজেট অন্তত ২০ থেকে ২৫ শতাংশ বৃদ্ধির সম্ভাবনাও এখন উড়িয়ে দেওয়া যাচ্ছে না। অপারেশন সিঁদুর আর বিশ্বাজুড়ে চলা যুদ্ধ পরিস্থিতি স্পষ্ট প্রমাণ দিয়েছে যে, ভবিষ্যতের যুদ্ধ হবে আরও প্রযুক্তিনির্ভর। বিশেষ করে এআইভিত্তিক নজরদারি, আধুনিক যুদ্ধবিমান, নৌবহর, ড্রোন এবং অ্যান্টি-ড্রোন সিস্টেম বিরাট ভূমিকা রাখবে। আর এই খাতগুলিতে আগামী বছর বড়সড় বিনিয়োগ হতে পারে। সব মিলিয়ে ২০২৬ সাল ভারতের প্রতিরক্ষা ইতিহাসে এক নতুন অধ্যায় লিখতে চলেছে তা বলার অপেক্ষা রাখে না।