বিক্রম ব্যানার্জী, কলকাতা: দেশের সবচেয়ে বড় এয়ারলাইন্স ইন্ডিগোর চূড়ান্ত অব্যবস্থা বড় শিক্ষা দিয়েছে। তাতেই নড়ে চড়ে বসেছে সরকার। শোনা যাচ্ছে, ইন্ডিগোর একের পর এক বিমান বাতিলের ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার আরও তিনটি নতুন এয়ারলাইন্সকে (New Airlines in India) অনুমোদন দিতে চলেছে কেন্দ্র। সব ঠিক থাকলে, নতুন বছরে ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া বা স্পাইসজেট অথবা ভিস্তারার মতো ফ্লাইটগুলি থেকে বেছে বেছে ফ্লাইট বুকিং করতে হবে না। একেবারে নির্ঝঞ্ঝাট বিমান পরিষেবার ক্ষেত্রে একাধিক অপশন পাবেন যাত্রীরা। শুধু তাই নয়, শোনা যাচ্ছে, নতুন তিন এয়ারলাইন্স অনুমোদন পেলে কিছুটা কম দামে বিমানে ভ্রমণ করতে পারবেন দেশবাসী।
সরকারের তরফে NOC পেয়ে গেছে 3 এয়ারলাইন্স
আপাতত যা খবর, আল হিন্দ এয়ার, ফ্লাই এক্সপ্রেস এবং শঙ্খ এয়ার নামক তিনটি নতুন এয়ারলাইন্স সংস্থা ইতিমধ্যেই দেশের অসামরিক উড়ান মন্ত্রকের কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট বা NOC পেয়ে গিয়েছে। বেশ কয়েকটি রিপোর্ট অনুযায়ী, সব ঠিক থাকলে নতুন বছরেই পুরোদমে পরিষেবা চালু করে দিতে পারে, এই তিন বিমান সংস্থা।
জানা যাচ্ছে, ভারতের বিমান ব্যবস্থায় নতুন তিন এয়ারলাইন্স যুক্ত হলে বিমান পরিষেবার ক্ষেত্রে অনেকটাই সুবিধা হবে যাত্রীদের। একই সাথে, কোনও নির্দিষ্ট সংস্থার বিমান বাতিল হয়ে গেলে প্রয়োজনে কয়েক ঘন্টার মধ্যে বিকল্প ফ্লাইটে গন্তব্যে পৌঁছানোর মতো সুযোগ থাকবে বলেই আশা করা যাচ্ছে। এক কথায়, এবার থেকে আর হাতেগোনা কয়েকটা এয়ারলাইন্সের উপর ভরসা করে থাকতে হবে না দেশবাসীকে।
অবশ্যই পড়ুন: ফের রোহিত, বিরাটকে পেছনে ফেললেন বৈভব সূর্যবংশী
মিডিয়া রিপোর্ট অনুযায়ী, তিন নতুন এয়ারলাইন্সের মধ্যে শঙ্খ এয়ারলাইন্সের পরিষেবা 2026 সালের শুরুতেই চালু হয়ে যেতে পারে। জানা গিয়েছে, এই বিমান সংস্থাই সবার প্রথমে সরকারের তরফে NOC পেয়েছিল। এরপরই চলতি সপ্তাহে বাকি দুই এয়ারলাইন্স অসামরিক উড়ান মন্ত্রকের তরফে নো অবজেকশন সার্টিফিকেট পেয়েছে। বেশ কয়েকটি সূত্রের দাবি, অপারেশন ও রেগুলেটরি পরীক্ষাগুলি শেষ হয়ে গেলেই বিমান পরিষেবা চালু করার চূড়ান্ত ছাড়পত্র পেয়ে যাবে এই তিন এয়ারলাইন্স।
অবশ্যই পড়ুন: মহানায়কের পর কেউ থাকলে সেটা তিনি!’ মিঠুন চক্রবর্তীর প্রশংসায় পঞ্চমুখ রচনা ব্যানার্জি
কমতে চলেছে ভাড়া
ভারতীয় বিমান চলাচল ব্যবস্থায় নতুন তিন এয়ারলাইন্স যুক্ত হলে যাত্রীদের অন্যান্য সুবিধার পাশাপাশি ভাড়াও অনেকটাই কম গুনতে হবে। এ নিয়ে বিমান পরিষেবার সাথে যুক্ত বেশ কয়েকজন আধিকারিক জানিয়েছেন, ভারতীয় বিমান ব্যবস্থায় যদি নতুন তিন সংস্থা জুড়ে যায় সে ক্ষেত্রে তারা বাকিদের সাথে পাল্লা দিতে অল্প দামে বিমান ছাড়তে পারে। সেক্ষেত্রে সম দূরত্বের গন্তব্যে পৌঁছতে দেশের অন্যান্য এয়ারলাইন্সগুলির তুলনায় নতুন তিন এয়ারলাইন্সের বিমান গুলির ভাড়া অনেকটাই কম হতে পারে। অনেকেই বলছেন, ন্যূনতম ভাড়া 10 হাজার থেকে কমে 5 হাজার হয়ে যেতে পারে!