সৌভিক মুখার্জী, কলকাতা: রাজ্য সরকার থেকে শুরু করে কেন্দ্র সরকার মহিলাদের জন্য একাধিক জনকল্যাণমূলক প্রকল্প চালু করে রেখেছে। ঠিক তেমনই বিহার সরকারের বহু আলোচিত মুখ্যমন্ত্রী নারী উদ্যোক্তা যোজনার (Women Employment Scheme) আওতায় মহিলাদের অ্যাকাউন্টে ঢুকছে ১০,০০০ টাকা। তবে সরকার স্পষ্ট জানিয়েছে, এই প্রকল্পে আবেদন করার শেষ তারিখ আগামী ৩১ ডিসেম্বর। তারপর নতুন করে আবেদন গ্রহণ করা হবে না। কিন্তু কারা এই প্রকল্পে আবেদন করতে পারবেন, কীভাবে আবেদন করবেন? জানুন বিস্তারিত।
রাজ্য সরকারের দারুণ প্রকল্প
মুখ্যমন্ত্রী নারীর উদ্যোক্তা যোজনা বিহারের সাম্প্রতিক বিধানসভা নির্বাচনের সবথেকে আলোচিত এবং গুরুত্বপূর্ণ প্রকল্প হিসাবে উঠে এসেছে। এই প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলাদেরকে স্বনির্ভর করে তোলার জন্য প্রথম ধাপে ১০,০০০ টাকা আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। সরকারের দেওয়া একটি রিপোর্ট অনুযায়ী, এখনও পর্যন্ত ১ কোটি ৫১ লক্ষের বেশি মহিলা এই প্রকল্পের সুবিধা পেয়েছেন। আর তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরাসরি এই প্রকল্পের টাকা ট্রান্সফার হয়েছে।
আরও পড়ুন: পৌষমেলায় হাওড়া থেকে চলবে স্পেশাল ট্রেন! জানুন সময়সূচি ও স্টপেজ
তবে এই প্রকল্পের সবথেকে বড় আকর্ষণ, যে সমস্ত মহিলা রাজ্য সরকারের দেওয়া ১০,০০০ টাকা ব্যবহার করে সফলভাবে নিজেদের ব্যবসা পরিচালনা করতে পারবে, তাদের জন্য আরও বড় আর্থিক সহায়তা দেওয়া হবে। হ্যাঁ, এই ১০,০০০ টাকা দেওয়া হচ্ছে ব্যবসায়ীক দিক থেকে মহিলাদের আত্মনির্ভর করে তোলার জন্য। তবে হ্যাঁ, ব্যবসা শুরুর ছয় মাস পর সরকারি পর্যালোচনা করা হবে। যদি ব্যবসা সন্তোষজনক বলে মনে হয়, তাহলে সর্বোচ্চ ২ লক্ষ টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হবে রাজ্য সরকারের তরফ থেকে।
কীভাবে এই প্রকল্পে আবেদন করবেন?
যারা এখনও পর্যন্ত এই প্রকল্পে আবেদন করেননি, তাদের জন্য ৩১ ডিসেম্বর শেষ তারিখ। তার আগেই আবেদন করতে হবে। এই প্রকল্পে আবেদন করার জন্য গ্রামীণ এলাকার মহিলাদের নিকটবর্তী কোনও গ্রাম সংগঠন বা পঞ্চায়েত অফিসে গিয়ে যোগাযোগ করে আবেদন করতে হবে। আর শহর অঞ্চলের মহিলাদের জীভিকার ওয়েবসাইটে গিয়ে স্বনির্ভর গোষ্ঠীতে যুক্ত হতে হবে। তারপরে অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে।
আরও পড়ুন: বিশ্বের তৃতীয় বৃহত্তম প্রতিরক্ষা শক্তি ভারত! ২০২৬-এ বাজেট ছাড়াবে ৩০,০০০ কোটি
বলে রাখি, মহিলাদের আর্থিক অবস্থার উন্নতির লক্ষ্য নিয়ে সরকার মোট ১৮ ধরনের ব্যবসার তালিকা প্রকাশ করেছে। আর সেই ব্যবসাগুলির জন্যই এই ১০,০০০ টাকা করে আর্থিক সাহায্য দেওয়া হচ্ছে। আগ্রহী মহিলারা সেই তালিকা থেকে যে কোনও একটি ব্যবসা বেছে নিয়ে নিজেদের কাজ শুরু করতে পারবে। আর এই ব্যবসাগুলোর মাধ্যমে মূলত মহিলারা স্বনির্ভর এবং কর্মসংস্থান মুখী হয়ে উঠবে, এটাই পরিকল্পনা রাজ্য সরকারের।