৩০ বছরে শীতলতম বড়দিনের সাক্ষী কলকাতা, দক্ষিণবঙ্গে আরও জাঁকিয়ে শীত, কতটা নামবে পারদ?

South Bengal Weather Today

সহেলি মিত্র, কলকাতাঃ একটানা ৩০ বছর পর এরকম কনকনে শীতের সাক্ষী থাকল কলকাতা সহ সমগ্র বাংলা। আজ বড়দিনের সকাল থেকেই বাংলাজুড়ে ঘন কুয়াশা এবং কনকনে শীতের দাপট লক্ষ্য করা গিয়েছে। তবে আপনি কি এই ঠান্ডাতেই কাবু হয়ে গেলেন? তাহলে পিকচার অভি বাকি হ্যায়। আগামীকাল শুক্রবার ২৬ ডিসেম্বর তিলোত্তমার সর্বনিম্ন পারদ ১২ ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে। হ্যাঁ একদম ঠিক শুনেছেন।

৩০ বছর পর শীতলতম বড়দিন পেল কলকাতা

কলকাতার পাশাপাশি আগামী ২৪ ঘণ্টায় বাংলার বিশেষ করে পশ্চিম দিকের জেলাগুলিতে সর্বনিম্ন পারদ নেমে যেতে পারে ৮ ডিগ্রি সেলসিয়াসে বলে খবর। জেলায় জেলায় শৈত্যপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হতে পারে। সবথেকে বড় কথা, আগামী কয়েকদিন বাংলার তাপমাত্রা এরকমই থাকবে বলে খবর। আজ একদিকে যখন পশ্চিমবঙ্গে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে গেছে, ফলে সর্বত্র বড়দিন উদযাপনের আনন্দ আরও যেন দ্বিগুণ হয়ে গিয়েছে। আলিপুর জানিয়েছে, আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছে ১৩.৭ ডিগ্রি সেলসিয়াসে। এছাড়া আগামীকাল এই পারদ ১২ ডিগ্রি অবধি নামতে পারে বলে আশঙ্কা।

আরও পড়ুনঃ কংসাবতী, শিলাবতী নদীর উপর নতুন ব্রিজের কাজ শুরু, কবে হবে শেষ? সুখবর দিল পশ্চিমবঙ্গ সরকার

দক্ষিণবঙ্গে হু হু করে কমবে পারদ

আইএমডি কলকাতা জানিয়েছে, তাপমাত্রা কয়েক ডিগ্রি কমেছে, আগামী দিনে দক্ষিণবঙ্গে (South Bengal Weather) আরও কমার আশঙ্কা রয়েছে। আগামী সপ্তাহ ধরে রাজ্যে শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। তবে, আইএমডি সমস্ত জেলায় অগভীর থেকে মাঝারি কুয়াশার পূর্বাভাস দিয়েছে। অনেকেই শীতল আবহাওয়াকে স্বাগত জানিয়েছেন। সর্বনিম্ন তাপমাত্রা প্রায় দুই ডিগ্রি সেলসিয়াস কমে যাওয়ায় উৎসবমুখর পরিবেশে ছুটি উপভোগ করেছেন।

আরও পড়ুনঃ সুদ থেকেই আয় হবে ৪.৫ লাখ! বাম্পার স্কিম পোস্ট অফিসের

আগামীকাল পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলায় শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে। কিংবা এরকম পরিস্থিতি তৈরি হতে পারে। এছাড়া বাদবাকি জেলাগুলির তাপমাত্রা ৮ থেকে ৯ ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করবে বলে খবর। উত্তরবঙ্গের কথা বললে, আজ বৃহস্পতিবার ও শুক্রবার কোচবিহার ও আলিপুরদুয়ার জেলায় শীতলতম দিনের পরিস্থিতি তৈরি হয়েছে। এক্ষেত্রে দিনের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় প্রায় পাঁচ ডিগ্রি কম থাকছে। রাতের তাপমাত্রা ১০ ডিগ্রি বা তার নীচে থাকবে

Leave a Comment