মাত্র ১৬ হাজার বিনিয়োগে ১৫ কোটি রিটার্ন! কোথায় করবেন লগ্নি? জেনে নিন এখনই

সৌভিক মুখার্জী, কলকাতা: ভবিষ্যতের জন্য চিন্তা সবারই থাকে! তবে যদি একটু অর্থনৈতিক পরিকল্পনা ঠিকঠাক হয়, তাহলে সেই চিন্তা অনেকটাই দূর হয়। হ্যাঁ, মাত্র 16 হাজার টাকার মাসিক বিনিয়োগই (Investment) আপনাকে 15 কোটি টাকার মালিক করে তুলতে পারে! শুনতে অবাক লাগলো সত্যি। কিন্তু কীভাবে? চলুন জানিয়ে দিচ্ছে আজকের প্রতিবেদনে।

কীভাবে সম্ভব 16,000 টাকা থেকে 15 কোটি?

আসলে এর পিছনে মূল চাবিকাঠি হল SIP বা সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যান। এটি এমন একটি বিনিয়োগের ব্যবস্থা, যেখানে আপনি নির্দিষ্ট অংকের টাকা নির্দিষ্ট সময় অন্তত মিউচুয়াল ফান্ডে লগ্নি করবেন, আর এর মাধ্যমে ধীরে ধীরে মোটা অংকের ফান্ডে পরিণত হবে। এমনকি এখানে বাজারের ওঠানামা নিয়েও কোনো চিন্তা করার দরকার নেই।

16,000 টাকা বিনিয়োগ করলে কত লাভ পাবেন?

বলে রাখি, মিউচুয়াল ফান্ডের SIP-তে 12% বার্ষিক রিটার্ন দেওয়া হয়। এবার সেই সূত্র ধরে যদি কেউ প্রতি মাসে 16,000 টাকা SIP করেন, তাহলে 10 বছর পর তার মোট বিনিয়োগ দাঁড়াবে 19.20 লক্ষ টাকা। সেক্ষেত্রে তার লাভ হবে 16.65 লক্ষ টাকা এবং মোট হাতে আসবে 35.85 লক্ষ টাকা।

একই হিসাবে 20 বছরে মোট বিনিয়োগ দাঁড়াবে 38.40 লক্ষ টাকা। সেক্ষেত্রে তার রিটার্ন আসবে 1.08 কোটি টাকা এবং মোট হাতে আসবে 1.47 কোটি টাকা। এবার যদি কেউ 30 বছর ধরে বিনিয়োগ করে, তাহলে তার মোট বিনিয়োগ দাঁড়াবে 57.7 লক্ষ টাকা। সেক্ষেত্রে তার লাভ হবে 4.35 কোটি টাকা এবং মোট হাতে আসবে 4.93 কোটি টাকা।

শুধু তাই নয়, যদি কেউ ধৈর্য ধরে 40 বছর ধরে বিনিয়োগ করতে পারে, তাহলে তার মোট বিনিয়োগের পরিমাণ দাঁড়াবে 76.5 লক্ষ টাকা। আর এক্ষেত্রে তার লাভের অংকই হবে 14.90 কোটি টাকা। অর্থাৎ, মোট মুনাফা হাতে আসবে 15.67 কোটি টাকা। মানে মাত্র 16 হাজার টাকা মাসে বিনিয়োগ করেই আপনি 40 বছরে 15 কোটি টাকার মালিক হয়ে উঠতে পারেন।

আরও পড়ুনঃ বিশ্বের শান্তিপূর্ণ দেশের তালিকায় তলানিতে রাশিয়া-ইউক্রেন! ভারত-পাকিস্তান কততে?

সবই কম্পাউন্ডিং-এর জাদু

আসলে এই বিপুল পরিমাণে লাভের পেছনে রয়েছে কম্পাউন্ডিং বা চক্রবৃদ্ধি সুদ। এর অর্থ, আপনি যা লাভ করছেন সেই লাভের উপর আবার লাভ হচ্ছে। তাই যদি ভবিষ্যৎ নিয়ে চিন্তিত থাকেন এবং স্বল্প অংকের বিনিয়োগে ভবিষ্যৎকে সুরক্ষিত করতে চান, তাহলে আজই মিউচুয়াল ফান্ডের SIP-তে বিনিয়োগ করুন এবং চিন্তা মুক্ত হন। তবে অবশ্যই বিনিয়োগ করার আগে বাজার পরিস্থিতি বিশ্লেষণ করে এবং বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে বিনিয়োগের পথে হাঁটবেন।

Leave a Comment