বাস দুর্ঘটনায় ১১ জনের মৃত্যু, পূর্ব রেলে অতিরিক্ত ট্রেন…! একঝলকে আজকের সেরা ১০ খবর

West Bengal

সৌভিক মুখার্জী, কলকাতা: আজ ২৫ ডিসেম্বর, বৃহস্পতিবার। বাস দুর্ঘটনায় 11 জনের মৃত্যু, পূর্ব রেলে অতিরিক্ত ট্রেন, বাংলাদেশের খবর, দেশ-বিদেশ, প্রযুক্তি, রাজ্য-রাজনীতি, অর্থনীতি, বহির্বিশ্ব, কোথায় কী ঘটল আজ? জানতে চোখ রাখুন আজকের সেরা দশে। India Hood-র তরফ থেকে আমরা নিয়ে এসেছি তরতাজা দশটি (Top 10 Bangla News in West Bengal And India) খবর, যা না পড়লে মিস করে যাবেন অনেক কিছুই। বিস্তারিত জানতে হলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন।

১) সিঙ্গুরে ৫০০ কোটি টাকা বিনিয়োগ

সিঙ্গুরে ৫০০ কোটি টাকার ওয়্যারহাউস প্রকল্পে সবুজ সংকেত দিয়েছে রাজ্য সরকার। নাহার ইন্টারসিটিয়াল এন্টারপ্রাইজেস লিমিটেড ১১.৩৫ একর জমিতে ৯৯ বছরের জন্য প্রকল্প পরিচালনা করবে বলে খবর। আর এটি অ্যামাজন এবং ফ্লিপকার্টের মতো ই-কমার্স পরিষেবাগুলিকে আরও উন্নত করে তুলবে। বিদ্যুতের চাহিদা মেটাতে জেডাব্লু এনার্জি ৫.৮১ টাকা প্রতি কিলোওয়াটে বিদ্যুৎ সরবরাহ করবে। এমনকি ১৬০০ মেগাওয়াট থার্মাল প্ল্যান্ট তৈরি করা হবে। পাশাপাশি বিভিন্ন শিল্প পার্কেও বরাদ্দ করা হয়েছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

২) বিক্রি হল পাকিস্তানের বিমান সংস্থা

পাকিস্তানের রাষ্ট্রীয় বিমান সংস্থা PIA ৪৩০০ কোটি টাকায় বিক্রি হয়ে গেল। আরিফ হাবিব সংস্থা নিলামে জয়ী হয়ে ৭৫% অধিগ্রহণ করেছে। বাকি ২৫% কিনতে ৯০ দিন সময় সীমা বেঁধে দেওয়া হয়েছে। এই নিলামে লাকি সিমেন্ট অংশ নিলেও শেষ পর্যন্ত হাবিব বিজয়ী হয়েছে। বিক্রির অর্থের ৯২.৫% PIA উন্নয়নে ব্যবহার করা হবে। আর বাকি পাকিস্তান সরকারের কোষাগারে যাবে বলে খবর। পাকিস্তানের অর্থ সংকট এবং আন্তর্জাতিক অর্থ ভান্ডারের শর্ত অনুযায়ী এই বিক্রির সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৩) বাংলাদেশে ফিরলেন তারেক রহমান

দীর্ঘ ১৭ বছর পর বাংলাদেশে ফিরেছেন বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার সকাল ৯ টা ৫৬ মিনিটে সিলেট বিমানবন্দরে নেমেছেন তিনি। তাঁর সঙ্গে ছিলেন স্ত্রী এবং মেয়ে। তবে তাঁর দেশে ফেরার আগে সন্ধ্যাবেলা ঢাকার নিউ ইস্কাটনের মগবাজারে ককটেল বোমা বিস্ফোরণে এক যুবকের মৃত্যু এবং কয়েকজন আহত হয়েছে। আর এই ঘটনায় ফের উত্তপ্ত বাংলাদেশ। এরকম পরিস্থিতিতে ভারত থেকেও নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বিএনপি সমর্থকরা। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৪) বিষ্ণু মূর্তি ভেঙে দেওয়ায় বিতর্ক

কম্বোডিয়া-থাইল্যান্ড সীমান্তে সংঘর্ষের আবহে জেসিবি দিয়ে ভগবান বিষ্ণুর ৩২৮ ফুটের একটি মূর্তি গুড়িয়ে দেওয়ার কারণে তীব্র বিতর্ক শুরু হয়েছে। কম্বোডিয়া অভিযোগ করছে, ইচ্ছাকৃত হিংসা থেকেই এই কাজ করা হয়েছে। আর এই ঘটনার কড়া নিন্দা জানিয়েছে ভারত। বিদেশ মন্ত্রক একে ধর্মীয় অনুভূতির উপর আঘাত বলে উল্লেখ করে উভয় দেশকেই সংঘাত এড়িয়ে কূটনৈতিক আলোচনার মাধ্যমে এই সমস্যা মিটিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৫) বাস দুর্ঘটনায় মৃত্যু ১১ জনের

কর্ণাটকের চিত্রদুর্গ জেলায় বৃহস্পতিবার ভোরবেলা ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ জনে ঝলসে মৃত্যু হয়েছে। ব্যাঙ্গালোর থেকে শিবমোগাগামী একটি বেসরকারি স্লিপার বাসের সঙ্গে ট্রাকের সংঘর্ষের জেরেই বাসে আগুন ধরে যায়। দুর্ঘটনাটি এনএইচ-৪৮ এ ভোর তিনটের দিকে ঘটে। তখন বেশিরভাগ যাত্রী ঘুমন্ত অবস্থাতে ছিলেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। এমনকি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিহত পরিবারগুলিকে ২ লক্ষ টাকা এবং আহতদেরকে ৫০,০০০ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করেছেন। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৬) পৌষ মেলা উপলক্ষে স্পেশাল ট্রেন

পৌষ মেলা উপলক্ষে যাত্রীদের ভিড় সামাল দিতে হাওড়া ডিভিশনে এবার বিশেষ ট্রেন চালু হল। এই ট্রেন ২৫ থেকে ২৮ ডিসেম্বর পর্যন্ত চলবে। হাওড়া থেকে সকাল ৭:১৫ মিনিটে ছাড়বে আর ৯:৫৫ মিনিটে বোলপুর গিয়ে পৌঁছবে। অন্যদিকে ফিরতি পথে ১১:৫৫ মিনিট বোলপুর থেকে ট্রেন ছাড়বে আর ২:৪৫ মিনিটে হাওড়ায় পৌঁছবে। ট্রেনটি ব্যান্ডেল, বর্ধমান এবং গুসকরা স্টেশনে থামবে। ১১ কোচের এই ট্রেনে ৯টি জেনারেল এবং দুটি সংরক্ষিত কামরা থাকবে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৭) তৃতীয় বৃহত্তম প্রতিরক্ষা ভারতের

লোয়ি ইনস্টিটিউটের এশিয়া পাওয়ার ইনডেক্স ২০২৫ অনুযায়ী, ভারত এখন বিশ্বের তৃতীয় বৃহত্তম প্রতিরক্ষা শক্তি হয়ে উঠল। আমেরিকা এবং চিনের পরেই ভারতের অবস্থান। অপারেশন সিঁদুরের দেশীয় প্রযুক্তির সফল ব্যবহার ভারতের সক্ষমতাকে বিরাট জায়গায় নিয়ে গেল। ২০২৪-২৫ সালে প্রতিরক্ষা রফতানি ছিল মোটামুটি ২৪,০০০ কোটি টাকা। ২০২৬ সালের মধ্যে তা ৩০,০০০কোটি টাকায় পৌঁছতে পারে। আত্মনির্ভর প্রযুক্তি এবং বাজেট বৃদ্ধির ফলে ২০২৬ সাল প্রতিরক্ষা ক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ বছর হতে চলেছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

৮) ২০২৬ এ ভারতে তিনটি নতুন এয়ারলাইন্স

ইন্ডিগোর একের পর এক ফ্লাইট বাতিলের পর সরকারি বিমান পরিষেবা এবার বিরাট সিদ্ধান্ত নিতে চলেছে। ২০২৬ সালে ভারতে যুক্ত হতে পারে তিন তিনটি এয়ারলাইন্স। আর সেগুলি হল আল হিন্দ এয়ার, ফ্লাই এক্সপ্রেস ও শঙ্খ এয়ার। ইতিমধ্যেই তারা অসামরিক উন্নয়ন মন্ত্রক থেকে এনওসি পেয়ে গিয়েছে। নতুন সংস্থা আসার কারণে যাত্রীদের বিকল্প বাড়বে এবং প্রতিযোগিতা বাড়ার কারণে বিমানের ভাড়া কমে ন্যূনতম ৫০০০ টাকায় নেমে আসতে পারে বলে খবর। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

১০) ওড়িশায় কাজে গিয়ে পরিযায়ী শ্রমিকের মৃত্যু

ওড়িশার সম্বলপুরে কাজে গিয়ে মর্মান্তিকভাবে প্রাণ হারিয়েছে মুর্শিদাবাদের সুতি এলাকার ১৯ বছরের পরিযায়ী শ্রমিক জুয়েল রানা। অভিযোগ উঠছে, বাড়ি থেকে টেনে বের করে তাকে এবং তার সঙ্গীকে বেধড়ক মারধর করা হয়েছে। গুরুতর জখম অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে জুয়েলের মৃত্যু হয়। ঘটনায় ছয়জনকে গ্রেফতার করা হয়েছে। তার মৃত্যুতে মুর্শিদাবাদ শোকস্তব্ধ। পাশাপাশি পরিবারের উপর নেমে এসেছে শোকের ছায়া। দোষীদের কঠোর শাস্তির দাবি উঠছে এবং পুলিশ তদন্ত চালাচ্ছে। বিস্তারিত পড়তে- এখানে ক্লিক করুন

Leave a Comment